ETV Bharat / state

ধর্মতলার অনশন মঞ্চে যোগ আরজি করের অনিকেতের - Kolkata Doctor Rape and Murder - KOLKATA DOCTOR RAPE AND MURDER

রবি-রাতেই আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো যোগ দিচ্ছেন অনশনে ৷

HUNGER STRIKE
ধর্মতলার অনশন মঞ্চ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 9:33 PM IST

কলকাতা, 6 অক্টোবর: ছ'জনের পর আরও দুই ৷ শনিবার রাতের পর রবি থেকে ধর্মতলার অনশন মঞ্চে হাজির হলেন আরজি কর হাসপাতালের দুই চিকিৎসক পড়ুয়া। গতকাল রাত থেকে আমরণ অনশনে বসেছিলেন 6 জন পড়ুয়া ৷ তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আরজি করের অনিকেত মাহাতো ৷ উপস্থিত ছিলেন আরজি করের আর এক চিকিৎসক পড়ুয়া আশফাকুল্লাহ নাইয়া ৷ আরজি কর ইস্যুতে ধর্মতলায় অনশন মঞ্চে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের না-থাকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার অবসান ঘটতে চলেছে।

এখনও পর্যন্ত যাঁরা অনশনে রয়েছেন-

  • তনয়া পাঁজা, কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট
  • অনুষ্টুপ মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া
  • অর্ণব মুখোপাধ্যায়, এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া
  • সায়ন্তনী ঘোষ হাজরা, কেপিসি মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের পিজিটি তৃতীয় বর্ষের পড়ুয়া
  • পুলস্ত্য আচার্য, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া
  • স্নিগ্ধা হাজরা, কলকাতা মেডিক্যাল কলেজের ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট
HUNGER STRIKE
অনশনে জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

জুনিয়র ডাক্তারদের দাবি-

  • দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না-করে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।
  • স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য দফতর নিতে হবে। স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে ৷
  • অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে।
  • প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে।
  • অতিদ্রুত সবকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব-সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল-রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর এবং প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
  • বিভিন্ন হাসপাতালে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলান্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে।
  • ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে ৷
  • প্রতিটি মেডিক্যাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্যস্তরেও কমিটি তৈরি করতে হবে।
  • অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজের আরডিএকে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সবক'টি কমিটিতে ছাত্র, ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।
  • WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে।

কলকাতা, 6 অক্টোবর: ছ'জনের পর আরও দুই ৷ শনিবার রাতের পর রবি থেকে ধর্মতলার অনশন মঞ্চে হাজির হলেন আরজি কর হাসপাতালের দুই চিকিৎসক পড়ুয়া। গতকাল রাত থেকে আমরণ অনশনে বসেছিলেন 6 জন পড়ুয়া ৷ তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আরজি করের অনিকেত মাহাতো ৷ উপস্থিত ছিলেন আরজি করের আর এক চিকিৎসক পড়ুয়া আশফাকুল্লাহ নাইয়া ৷ আরজি কর ইস্যুতে ধর্মতলায় অনশন মঞ্চে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের না-থাকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার অবসান ঘটতে চলেছে।

এখনও পর্যন্ত যাঁরা অনশনে রয়েছেন-

  • তনয়া পাঁজা, কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট
  • অনুষ্টুপ মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া
  • অর্ণব মুখোপাধ্যায়, এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া
  • সায়ন্তনী ঘোষ হাজরা, কেপিসি মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের পিজিটি তৃতীয় বর্ষের পড়ুয়া
  • পুলস্ত্য আচার্য, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া
  • স্নিগ্ধা হাজরা, কলকাতা মেডিক্যাল কলেজের ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট
HUNGER STRIKE
অনশনে জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

জুনিয়র ডাক্তারদের দাবি-

  • দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না-করে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।
  • স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য দফতর নিতে হবে। স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে ৷
  • অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে।
  • প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে।
  • অতিদ্রুত সবকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব-সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল-রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর এবং প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
  • বিভিন্ন হাসপাতালে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলান্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে।
  • ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে ৷
  • প্রতিটি মেডিক্যাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্যস্তরেও কমিটি তৈরি করতে হবে।
  • অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজের আরডিএকে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সবক'টি কমিটিতে ছাত্র, ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।
  • WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.