কলকাতা, 25 অগস্ট: আরজি করের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জারি থাকবে ৷ সঙ্গে আরও দু’টি দাবি জুড়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ প্রথমত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন দাবি করেছেন তাঁরা ৷ দ্বিতীয়ত, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷
রবিবার সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, স্বাস্থ্যভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে ৷ অন্যদিকে, 14 অগস্ট রাতের ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের কথায়, "কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে এই ঘটনার তদন্তে বিলম্ব করেছে ৷ তাই সেক্ষেত্রে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে ৷ এমনকি তদন্তের স্বার্থে তাঁকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ ও বিচারের আওতায় আনতে হবে ৷"
আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আজ 17তম দিন ৷ এই কর্মবিরতি চলবে বলে আজ জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক করেন ৷
সেই বৈঠকের বিষয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, "আমরা যখন জানতে চাইলাম সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হচ্ছে না কেন ? তখন উত্তরে শুধু প্রশাসনিক জটিলতার অজুহাতে, ব্যর্থতা ছাড়া আর কিছু পাইনি ৷" পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, স্বাস্থ্য ভবনের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তিনি বলেন, "এই বৈঠকের নামে, বন্ধ দরজার আড়ালে সমঝোতা করারও চেষ্টা ছিল ৷ যা আমরা সসম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছি ৷ স্বাস্থ্যভবন কর্তৃপক্ষের এই অপচেষ্টা, আদতে দেশ জুড়ে চলা এই প্রতিবাদের অপমান ৷"
বেশ কয়েক দফা দাবি তাঁরা তুলেছেন ৷ পাশাপাশি অভিযোগ করা হয়েছে, "দীর্ঘদিন ধরে আরজি করে যে আর্থিক দুর্নীতি চলছে, যেখানে সন্দীপ ঘোষ অন্যতম অভিযুক্ত, তা সত্ত্বেও, কোনও এক অজ্ঞাত কারণে তাঁর বিরুদ্ধে কোনও কার্যকরী পদক্ষেপ স্বাস্থ্যভবন করছে না ৷ এতে স্পষ্ট, বাইরে থেকে কোনও অসাধু ক্ষমতা সন্দীপ ঘোষের মতো ব্যক্তিকে সুরক্ষা দিচ্ছে ৷"
অন্যদিকে, আজ কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে দৌড়ে আরজি কর হাসপাতালে আসেন একদল ব্যক্তি ৷ তাঁদের মধ্যে কেউ প্রাক্তন সেনাকর্মী, আবার কেউ প্রাক্তন অ্যাথলিট ৷ মোট 50 জন মিলে সকাল সাড়ে সাতটার সময় কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে আরজি কর হাসপাতালের উদ্দেশে দৌড় শুরু করেন ৷ তারপর পাঁচজনের প্রতিনিধি দল আরজি করের আন্দোলন মঞ্চে নিজেদের সমর্থন জানাতে সামিল হন ৷