ETV Bharat / state

বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের - Junior Doctors Lalbazar Abhijan - JUNIOR DOCTORS LALBAZAR ABHIJAN

Junior Doctors Call for Lalbazar Abhijan: আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ এবার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে পথে নামছেন তাঁরা ৷ আগামী 2 সেপ্টেম্বর লালবাজার অভিযান করবেন আরজি করের জুনিয়র ডাক্তাররা ৷ যেখানে অন্যান্য় মেডিক্যাল কলেজ-সহ সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে ৷

Junior Doctors Lalbazar Abhijan
আগামী 2 সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 2:31 PM IST

কলকাতা, 30 অগস্ট: এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ আগামী 2 সেপ্টেম্বর এই কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি, 3 সেপ্টেম্বর একটি সর্বস্তরের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ সরকারি ও বেসরকারি সমস্ত ক্ষেত্রের চিকিৎসকদের কাছে এই কর্মবিরতিতে সামিল হওয়ার আবেদন করা হয়েছে ৷ তবে, এই কর্মসূচি এখনও পর্যন্ত সুনিশ্চিত করেননি আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে আন্দোলন চলছে ৷ আজ বাইশ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন ৷ লাগাতার কর্মবিরতি চলছে তাঁদের ৷ মূলত, পাঁচদফা দাবি নিয়ে তাঁদের আন্দোলন ৷ সেই পাঁচদফার মধ্যে অন্যতম হল আরজি করের মৃত নির্যাতিতার সুবিচার ৷ এর বাইরে দু’টি মূল দাবির একটি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ ৷ অন্যটি হল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনের তরফে সাসপেন্ড করা ৷

আগামী 3 সেপ্টেম্বরের লালবাজার অভিযানের কারণ, জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি ৷ অর্থাৎ, 14 অগস্ট রাতে আরজি করে বহিরাগত দুষ্কৃতীদের হামলার ঘটনায়, ব্যর্থতার দায় নিয়ে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছে ৷ জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, ওইদিন হামলার সময় পুলিশ তাঁদের নিরাপত্তা না-দিয়ে, পালিয়ে গিয়েছিল ৷ হাসপাতালের নার্সরা অভিযোগ করেছিলেন, বিভিন্ন ওয়ার্ডে পুলিশ কর্মীরা ঢুকে পড়েছিলেন নিজেদের বাঁচাতে ৷

পরবর্তী সময়ে সেই খবর প্রকাশ হতেই, পালটা বিনীত গোয়েল আরজি কর হাসপাতালে এসে ক্ষোভপ্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ৷ যদিও, নগরপালের সেই অভিযোগের বিরোধিতা করেছেন জুনিয়র ডাক্তাররাই ৷ তাঁদের কথায়, "কলকাতা পুলিশ ওইদিন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল ৷ তাই কলকাতা পুলিশের কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ৷"

কলকাতা, 30 অগস্ট: এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ আগামী 2 সেপ্টেম্বর এই কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি, 3 সেপ্টেম্বর একটি সর্বস্তরের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ সরকারি ও বেসরকারি সমস্ত ক্ষেত্রের চিকিৎসকদের কাছে এই কর্মবিরতিতে সামিল হওয়ার আবেদন করা হয়েছে ৷ তবে, এই কর্মসূচি এখনও পর্যন্ত সুনিশ্চিত করেননি আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে আন্দোলন চলছে ৷ আজ বাইশ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন ৷ লাগাতার কর্মবিরতি চলছে তাঁদের ৷ মূলত, পাঁচদফা দাবি নিয়ে তাঁদের আন্দোলন ৷ সেই পাঁচদফার মধ্যে অন্যতম হল আরজি করের মৃত নির্যাতিতার সুবিচার ৷ এর বাইরে দু’টি মূল দাবির একটি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ ৷ অন্যটি হল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনের তরফে সাসপেন্ড করা ৷

আগামী 3 সেপ্টেম্বরের লালবাজার অভিযানের কারণ, জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি ৷ অর্থাৎ, 14 অগস্ট রাতে আরজি করে বহিরাগত দুষ্কৃতীদের হামলার ঘটনায়, ব্যর্থতার দায় নিয়ে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছে ৷ জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, ওইদিন হামলার সময় পুলিশ তাঁদের নিরাপত্তা না-দিয়ে, পালিয়ে গিয়েছিল ৷ হাসপাতালের নার্সরা অভিযোগ করেছিলেন, বিভিন্ন ওয়ার্ডে পুলিশ কর্মীরা ঢুকে পড়েছিলেন নিজেদের বাঁচাতে ৷

পরবর্তী সময়ে সেই খবর প্রকাশ হতেই, পালটা বিনীত গোয়েল আরজি কর হাসপাতালে এসে ক্ষোভপ্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ৷ যদিও, নগরপালের সেই অভিযোগের বিরোধিতা করেছেন জুনিয়র ডাক্তাররাই ৷ তাঁদের কথায়, "কলকাতা পুলিশ ওইদিন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল ৷ তাই কলকাতা পুলিশের কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.