ETV Bharat / state

এবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের, রাজ্যে বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আন্দোলনকারীদের - JUNIOR DOCTORS JUSTICE RALLY

বৃহস্পতিবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় ৷ শনিবার হবে ন্যায় বিচার যাত্রা ৷ সুপ্রিম কোর্টে রাজ্য মিথ্যা বলেছে, দাবি জুনিয়র ডাক্তারদের ৷

JUNIOR DOCTORS JUSTICE RALLY
এবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 8:59 PM IST

Updated : Oct 17, 2024, 10:15 PM IST

কলকাতা, 17 অক্টোবর: কর্মবিরতি থেকে ধরনা-অনশন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ এবার তাঁরা ডাক দিলেন ন্যায় বিচার যাত্রার ৷

আমরণ অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার এই যাত্রার ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ।

রাজ্যে বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আন্দোলনকারীদের (ইটিভি ভারত)

তাঁরা জানিয়েছেন, শনিবার নিহত ওই তরুণী চিকিৎসকের বাড়ি সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত চিকিৎসকরা এই যাত্রা করবেন । তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই একই সময়ে ন্যায় বিচার যাত্রাও করা হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ।

Junior Doctors Justice Rally
জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)

অন্যদিকে এ দিন স্বাস্থ্য ভবনের কাজের খতিয়ান তুলে ধরেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট । তাদের দাবি, সুপ্রিম কোর্টে মিথ্যাচার করছে রাজ্য সরকার । যে কাজের খতিয়ান স্বাস্থ্য ভবনের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, তার কোনোটাই সম্পূর্ণ হয়নি৷ নিজেদের দাবির সমর্থনে একাধিক ছবিও দেখিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা । সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ড. সত্যজিৎ সরকার বলেন, "আজ দুপুর দু’টোর সময় আমরা ছবি তুলেছি । কোথায় কী কাজ রয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে । কেন এই মিথ্যাচার ?"

Junior Doctors Justice Rally
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ (নিজস্ব চিত্র)

জুনিয়র চিকিৎসক সত্যজিৎ সরকার আরও বলেন, "মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা যে রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন, সেখানে 839টি সিসিটিভির প্রয়োজন আছে । কিন্তু স্বাস্থ্য ভবন অনুমতি দিয়েছে 360টি সিসিটিভির । এর মধ্যে কর্তৃপক্ষ বলছে এখনও বসানো হয়েছে 331টি । আমাদের কাছে প্রমাণ আছে । বহু জায়গায় সিসিটিভি বসানো এখনও বাকি । স্বাস্থ্যসচিব মিথ্যাচার করছেন । ভুল ব্যাখ্যা করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে । এর সঙ্গে আমরা জানতে পারছি, এই সিসিটিভি বসানো হয়েছে মাত্র 45 দিনের জন্য ।"

Junior Doctors Justice Rally
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় গত 9 অগস্ট ৷ ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ ওই ঘটনার পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ ক্রমে তা ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্নস্তরে৷ সিনিয়র চিকিৎসকরাও জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ৷

আদালতের নির্দেশে এখন ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে ৷ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার ৷ ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ৷ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজন দুর্নীতির মামলাতেও গ্রেফতার করা হয়েছে ৷ সেই মামলার তদন্তভারও রয়েছে সিবিআইয়ের হাতে ৷

তবে এসব সত্ত্বেও আন্দোলন থামেনি জুনিয়র চিকিৎসক৷ আরজি কর ধর্ষণ-খুনে ন্যায় বিচার, হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধির দাবি-সহ দশদফা দাবিতে এখন অনশন-আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই অনশনের 13তম দিন ছিল আজ ৷ পাশাপাশি একাধিক কর্মসূচিও নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ তেমনই একটি কর্মসূচি এ দিন নেওয়া হল ৷ সেখানে ন্যায়বিচারের দাবিতে স্বাক্ষর অভিযান করা হল ৷ সাধারণ মানুষ সই করে ডাক্তারদের দাবির সঙ্গে সহমত পোষণ করলেন ৷

Junior Doctors Justice Rally
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান (নিজস্ব চিত্র)

এ দিন ধর্মতলা থেকে এই স্বাক্ষর অভিযান শুরু হয় ৷ তার পর তা সফল করতে ধরনা মঞ্চ থেকে তিনটি গাড়ি বিভিন্ন এলাকায় রওনা হয় ৷ তিনটি গাড়ি শ্যামবাজার, শিয়ালদা ও যাদবপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে স্বাক্ষর সংগ্রহের জন্য । এক স্বাক্ষরকারী জানান, সারাক্ষণ ধরনা মঞ্চে বসে থাকা সম্ভব হচ্ছে না ৷ সেই কারণে একটা সই করেই ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার করলেন তিনি ৷

এছাড়া এ দিনই সিনিয়র চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা জুনিয়রদের ৷ সেখানে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে বলে খবর ৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ জানান, এই আন্দোলন সকলের ৷ প্রত্যেকটি মানুষের ৷

কলকাতা, 17 অক্টোবর: কর্মবিরতি থেকে ধরনা-অনশন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ এবার তাঁরা ডাক দিলেন ন্যায় বিচার যাত্রার ৷

আমরণ অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার এই যাত্রার ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ।

রাজ্যে বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আন্দোলনকারীদের (ইটিভি ভারত)

তাঁরা জানিয়েছেন, শনিবার নিহত ওই তরুণী চিকিৎসকের বাড়ি সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত চিকিৎসকরা এই যাত্রা করবেন । তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই একই সময়ে ন্যায় বিচার যাত্রাও করা হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ।

Junior Doctors Justice Rally
জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)

অন্যদিকে এ দিন স্বাস্থ্য ভবনের কাজের খতিয়ান তুলে ধরেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট । তাদের দাবি, সুপ্রিম কোর্টে মিথ্যাচার করছে রাজ্য সরকার । যে কাজের খতিয়ান স্বাস্থ্য ভবনের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, তার কোনোটাই সম্পূর্ণ হয়নি৷ নিজেদের দাবির সমর্থনে একাধিক ছবিও দেখিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা । সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ড. সত্যজিৎ সরকার বলেন, "আজ দুপুর দু’টোর সময় আমরা ছবি তুলেছি । কোথায় কী কাজ রয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে । কেন এই মিথ্যাচার ?"

Junior Doctors Justice Rally
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ (নিজস্ব চিত্র)

জুনিয়র চিকিৎসক সত্যজিৎ সরকার আরও বলেন, "মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা যে রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন, সেখানে 839টি সিসিটিভির প্রয়োজন আছে । কিন্তু স্বাস্থ্য ভবন অনুমতি দিয়েছে 360টি সিসিটিভির । এর মধ্যে কর্তৃপক্ষ বলছে এখনও বসানো হয়েছে 331টি । আমাদের কাছে প্রমাণ আছে । বহু জায়গায় সিসিটিভি বসানো এখনও বাকি । স্বাস্থ্যসচিব মিথ্যাচার করছেন । ভুল ব্যাখ্যা করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে । এর সঙ্গে আমরা জানতে পারছি, এই সিসিটিভি বসানো হয়েছে মাত্র 45 দিনের জন্য ।"

Junior Doctors Justice Rally
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় গত 9 অগস্ট ৷ ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ ওই ঘটনার পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ ক্রমে তা ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্নস্তরে৷ সিনিয়র চিকিৎসকরাও জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ৷

আদালতের নির্দেশে এখন ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে ৷ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার ৷ ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ৷ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজন দুর্নীতির মামলাতেও গ্রেফতার করা হয়েছে ৷ সেই মামলার তদন্তভারও রয়েছে সিবিআইয়ের হাতে ৷

তবে এসব সত্ত্বেও আন্দোলন থামেনি জুনিয়র চিকিৎসক৷ আরজি কর ধর্ষণ-খুনে ন্যায় বিচার, হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধির দাবি-সহ দশদফা দাবিতে এখন অনশন-আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই অনশনের 13তম দিন ছিল আজ ৷ পাশাপাশি একাধিক কর্মসূচিও নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ তেমনই একটি কর্মসূচি এ দিন নেওয়া হল ৷ সেখানে ন্যায়বিচারের দাবিতে স্বাক্ষর অভিযান করা হল ৷ সাধারণ মানুষ সই করে ডাক্তারদের দাবির সঙ্গে সহমত পোষণ করলেন ৷

Junior Doctors Justice Rally
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান (নিজস্ব চিত্র)

এ দিন ধর্মতলা থেকে এই স্বাক্ষর অভিযান শুরু হয় ৷ তার পর তা সফল করতে ধরনা মঞ্চ থেকে তিনটি গাড়ি বিভিন্ন এলাকায় রওনা হয় ৷ তিনটি গাড়ি শ্যামবাজার, শিয়ালদা ও যাদবপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে স্বাক্ষর সংগ্রহের জন্য । এক স্বাক্ষরকারী জানান, সারাক্ষণ ধরনা মঞ্চে বসে থাকা সম্ভব হচ্ছে না ৷ সেই কারণে একটা সই করেই ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার করলেন তিনি ৷

এছাড়া এ দিনই সিনিয়র চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা জুনিয়রদের ৷ সেখানে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে বলে খবর ৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ জানান, এই আন্দোলন সকলের ৷ প্রত্যেকটি মানুষের ৷

Last Updated : Oct 17, 2024, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.