ETV Bharat / state

সোমে আরজি কর-কাণ্ডের সুপ্রিম-শুনানির আগে 30 মিনিটের রাস্তা দখলের ডাক জুনিয়র ডাক্তারদের - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: সোমবার সুুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে 30 মিনিটের জন্য রাস্তা দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ পাশাপাশি রবিবার রাত তাঁরা সমর্পণ করছেন নির্যাতিতার জন্য ৷ ওই রাতের নাম দেওয়া হয়েছে 'অভয়ার রাত' ।

RG Kar Doctor Rape and Murder
সোমবার রাস্তা দখলের ডাক জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 1:15 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ৷ এই শুনানির দিন 30 মিনিটের জন্য রাস্তা দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা । সোমবার সকাল 10টা থেকে সাড়ে 10টা পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রেখে সকল মানুষকে রাস্তায় বেরিয়ে আসার কথা জানিয়েছেন তাঁরা ।

এছাড়াও 8 তারিখ মধ্যরাতটি জুনিয়র ডাক্তারেরা সমর্পণ করছেন আরজি করের নির্যাতিতার জন্য । ওই রাতের নাম দিয়েছেন তাঁরা, 'অভয়ার রাত '। রবিবার আবারও সবাইকে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে অনুরোধ করেছেন জুনিয়র ডাক্তাররা । রবিবার জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টর নামে সিনিয়র চিকিৎসকদের তরফে বিশ্বব্যাপী মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ ওই কর্মসূচিতেও সামিল হবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ।

অগস্ট মাসের 8 তারিখ মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছিল সেই নারকীয় ঘটনা । হাসপাতালের ভিতরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেঠে ৷ সেই ঘটনার এক মাস হতে চলল । তাই 8 সেপ্টেম্বর রাত জুনিয়র ডাক্তাররা সমর্পণ করছেন মৃত মহিলা চিকিৎসককেই । সেই কারণেই তাঁরা ফের রাত দখলের ডাক দিলেন রবিবার । 14 অগস্ট থেকে রাজ্য জুড়ে রাত দখলের কর্মসূচি শুরু হয়েছিল ৷ প্রথমে মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন ৷ পরে তাতে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও ৷

পাশাপাশি গত রবিবার থেকে শহরের বিভিন্ন জায়গায় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করছেন জুনিয়র ডাক্তাররা । সেই ক্যাম্পের নাম দেওয়া হয়েছে, 'অভয়া ক্লিনিক' । যা পালন করা হবে এই রবিবারও । তবে শুধু মেডিক্যাল ক্যাম্প নয়, ওইদিন জুনিয়র ডাক্তাররা আরও একটি নতুন কর্মসূচি নিয়েছেন । যা হল, 'জনতার মতামত-রাজপথে আদালত' । সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে সাধারণ মানুষ কী ভাবছে, তা জানার জন্যই জুনিয়র ডাক্তাররা এই উদ্যোগ নিয়েছেন ।

কলকাতা, 7 সেপ্টেম্বর: সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ৷ এই শুনানির দিন 30 মিনিটের জন্য রাস্তা দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা । সোমবার সকাল 10টা থেকে সাড়ে 10টা পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রেখে সকল মানুষকে রাস্তায় বেরিয়ে আসার কথা জানিয়েছেন তাঁরা ।

এছাড়াও 8 তারিখ মধ্যরাতটি জুনিয়র ডাক্তারেরা সমর্পণ করছেন আরজি করের নির্যাতিতার জন্য । ওই রাতের নাম দিয়েছেন তাঁরা, 'অভয়ার রাত '। রবিবার আবারও সবাইকে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে অনুরোধ করেছেন জুনিয়র ডাক্তাররা । রবিবার জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টর নামে সিনিয়র চিকিৎসকদের তরফে বিশ্বব্যাপী মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ ওই কর্মসূচিতেও সামিল হবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ।

অগস্ট মাসের 8 তারিখ মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছিল সেই নারকীয় ঘটনা । হাসপাতালের ভিতরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেঠে ৷ সেই ঘটনার এক মাস হতে চলল । তাই 8 সেপ্টেম্বর রাত জুনিয়র ডাক্তাররা সমর্পণ করছেন মৃত মহিলা চিকিৎসককেই । সেই কারণেই তাঁরা ফের রাত দখলের ডাক দিলেন রবিবার । 14 অগস্ট থেকে রাজ্য জুড়ে রাত দখলের কর্মসূচি শুরু হয়েছিল ৷ প্রথমে মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন ৷ পরে তাতে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও ৷

পাশাপাশি গত রবিবার থেকে শহরের বিভিন্ন জায়গায় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করছেন জুনিয়র ডাক্তাররা । সেই ক্যাম্পের নাম দেওয়া হয়েছে, 'অভয়া ক্লিনিক' । যা পালন করা হবে এই রবিবারও । তবে শুধু মেডিক্যাল ক্যাম্প নয়, ওইদিন জুনিয়র ডাক্তাররা আরও একটি নতুন কর্মসূচি নিয়েছেন । যা হল, 'জনতার মতামত-রাজপথে আদালত' । সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে সাধারণ মানুষ কী ভাবছে, তা জানার জন্যই জুনিয়র ডাক্তাররা এই উদ্যোগ নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.