মেদিনীপুর, 13 মার্চ: "দিলীপ দা মানসিকভাবে ভেঙে পড়েছেন । কারণ তাঁর এ গ্রুপে নাম নেই ৷ বি-গ্রুপে নাম বেরোবে কি না তাও অনিশ্চিত । আর তাই এসব কথা বলছেন ৷ লড়াই এখনও অনেক বাকি, দেরি আছে খেলা হওয়ার ।’’ বুধবার মেদিনীপুরের লোকসভা নির্বাচনের প্রচারে এসে দিলীপ ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের পদপ্রার্থী জুন মালিয়া । আসন্ন লোকসভা নির্বাচনের মেদিনীপুর (সদর) কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি ৷
রবিবার বিগ্রেডে 'জনগর্জন' এর মঞ্চ থেকে বঙ্গের 42টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুর কেন্দ্রের টিকিট পাওয়ার পর নিজের কেন্দ্রে প্রচারে যান মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। এদিন স্থানীয় প্রদ্যুৎ স্মৃতি সদনে একটি সভাও করেন ৷ সেখানেই উপস্থিত ছিলেন জেলাস্তরের তৃণমূল নেতা থেকে শুরু করে জেলার সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দিনেন রায় (খড়গপুর), প্রদ্যুৎ ঘোষ-সহ আরও অনেকে ৷ এই প্রস্তুতি সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ।
মঙ্গলবার তৃণমূলের বাইক ব়্যালিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ৷ বিজেপি নেতা দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্যের পালটা উত্তরে জুন বলেন, ‘‘দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ । কিন্তু বিজেপি’র প্রথম দফার প্রার্থী তালিকায় তাঁর নাম নেই ৷ দ্বিতীয় দফায় নাম থাকবে কি না সেই নিশ্চয়তা নেই । মানসিকভাবে ভেঙে পড়ে এইসব মন্তব্য করেছেন । তবে দিলীপ’দা কে বলব এখনই মানসিকভাবে ভেঙে না-পড়তে । কারণ খেলা অনেক হবে, হাসি-কান্না অনেক হবে, ভোটের লড়াই হবে, তাই প্রস্তুত থাকতে ।’’
প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মেদিনীপুরের পঞ্চুর চক কলেজ স্কোয়ারে একটি যুব আড্ডার ডাক দিয়েছিল বিজেপি । সেই যুব আড্ডাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । অভিযোগ, তৃণমূলের একটি বাইকের ব়্যালি যাওয়ার সময় ‘চোর’, ‘চোর’ স্লোগান দিতে থাকে বিজেপি । বিজেপি নেতা দিলীপ ঘোষের গলাতেও এই একই স্লোগান শোনা যায় ৷ তৃণমূল নেতা-কর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি । পাশাপাশি একহাত নেন পুলিশ এবং পুলিশ সুপারকে । যেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলেও বড়সড় কোনও গণ্ডগোলের সৃষ্টি হয়নি ৷
আরও পড়ুন: