ETV Bharat / state

সাংবাদিককে চড় ! আদালতে অরিজিৎ, সেলফির হিড়িক বিচারক-আইনজীবীদের - Arijit Singh in Berhampore Court - ARIJIT SINGH IN BERHAMPORE COURT

Arijit Singh in Berhampore Court: সাংবাদিককে চড় মারার ঘটনায় বহরমপুর আদালতে হাজিরা দিলেন অরিজিৎ সিং ৷ তবে তাঁকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে যায় আদালত চত্বরে ৷ বিচারক থেকে আইনজীবী ও সাধারণ মানুষ - একে একে এসে ছবি তুলতে থাকেন সঙ্গীতশিল্পীর সঙ্গে ৷

ETV BHARAT
বহরমপুর আদালতে অরিজিৎ সিং-কে নিয়ে উন্মাদনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 2:17 PM IST

বহরমপুর, 10 জুলাই: একেই বলে খ্যাতির বিড়ম্বনা । অভিযুক্ত হয়ে আদালতে গিয়েও নিস্তার নেই । সেখানেও সেলফির অনুরোধে নাজেহাল হতে হল প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং-কে ৷ এজলাস থেকে বেরিয়ে এসে অভিযুক্তের সঙ্গে ছবি তুললেন জেলা জজ থেকে শুরু করে আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষ ৷

2013 সালে এক সাংবাদিককে চড় মারার অভিযোগ ওঠে অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে । তখন তাঁর বিরুদ্ধে বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । সেই মামলার শুনানিতে গত পরশু আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল শিল্পীকে ৷ তবে তাঁর গানের রেকর্ডিং থাকায় তিনি সেদিন হাজিরা দিতে পারেননি ৷ এরপর মঙ্গলবার ফের তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ তারই জেরে মঙ্গলবার সকালে জেলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ৷

কিন্তু তাঁকে দেখেই আদালত চত্বরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ মুহূর্তে তাঁকে ঘিরে ধরেন তাঁর অনুরাগীরা ৷ সেই তালিকায় কে নেই ৷ অরিজিৎকে একবার ছুঁয়ে দেখতে ছুটে আসেন আদালতে উপস্থিত মানুষজন ৷ আদালতের কর্মী, আইনজীবী এমনকী বিচারক, কেউই বাদ যাননি ৷ একের পর এক আসে সেলফির ডিমান্ড ৷ গায়কের সঙ্গে ছবি তুলতে লাইন পড়ে যায় আদালত চত্বরে ৷

এজলাস থেকে বেরিয়ে এসে আদালতের সিঁড়িতে অরিজিতের সঙ্গে ছবি তোলেন জেলা জজ ভাস্কর ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা ৷ হাজিরা দেওয়ার আগে একে একে ভক্তদের আবদার মেটাতে হয় অরিজিৎ সিং-কে ৷ বহরমপুর আদালতে শিল্পীকে নিয়ে এই উন্মাদনার ছবি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ অভিযুক্তের সঙ্গে বিচারকের ছবি তোলার হিড়িক, ভালো ভাবে নেননি নেট নাগরিকরা ৷

এদিন ভক্তদের দাবি সামলে ওঠার পর আদালতে হাজিরা দেন অরিজিৎ সিং ৷ জানা গিয়েছে, 5 অগস্ট ফের জেলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলার ফের শুনানি হবে ৷ সেদিনও হাজিরা দিতে বলা হয়েছে সঙ্গীতশিল্পীকে ৷

বহরমপুর, 10 জুলাই: একেই বলে খ্যাতির বিড়ম্বনা । অভিযুক্ত হয়ে আদালতে গিয়েও নিস্তার নেই । সেখানেও সেলফির অনুরোধে নাজেহাল হতে হল প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং-কে ৷ এজলাস থেকে বেরিয়ে এসে অভিযুক্তের সঙ্গে ছবি তুললেন জেলা জজ থেকে শুরু করে আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষ ৷

2013 সালে এক সাংবাদিককে চড় মারার অভিযোগ ওঠে অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে । তখন তাঁর বিরুদ্ধে বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । সেই মামলার শুনানিতে গত পরশু আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল শিল্পীকে ৷ তবে তাঁর গানের রেকর্ডিং থাকায় তিনি সেদিন হাজিরা দিতে পারেননি ৷ এরপর মঙ্গলবার ফের তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ তারই জেরে মঙ্গলবার সকালে জেলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ৷

কিন্তু তাঁকে দেখেই আদালত চত্বরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ মুহূর্তে তাঁকে ঘিরে ধরেন তাঁর অনুরাগীরা ৷ সেই তালিকায় কে নেই ৷ অরিজিৎকে একবার ছুঁয়ে দেখতে ছুটে আসেন আদালতে উপস্থিত মানুষজন ৷ আদালতের কর্মী, আইনজীবী এমনকী বিচারক, কেউই বাদ যাননি ৷ একের পর এক আসে সেলফির ডিমান্ড ৷ গায়কের সঙ্গে ছবি তুলতে লাইন পড়ে যায় আদালত চত্বরে ৷

এজলাস থেকে বেরিয়ে এসে আদালতের সিঁড়িতে অরিজিতের সঙ্গে ছবি তোলেন জেলা জজ ভাস্কর ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা ৷ হাজিরা দেওয়ার আগে একে একে ভক্তদের আবদার মেটাতে হয় অরিজিৎ সিং-কে ৷ বহরমপুর আদালতে শিল্পীকে নিয়ে এই উন্মাদনার ছবি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ অভিযুক্তের সঙ্গে বিচারকের ছবি তোলার হিড়িক, ভালো ভাবে নেননি নেট নাগরিকরা ৷

এদিন ভক্তদের দাবি সামলে ওঠার পর আদালতে হাজিরা দেন অরিজিৎ সিং ৷ জানা গিয়েছে, 5 অগস্ট ফের জেলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলার ফের শুনানি হবে ৷ সেদিনও হাজিরা দিতে বলা হয়েছে সঙ্গীতশিল্পীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.