ETV Bharat / state

'প্রত্যেকে যেন বিচার পায়', চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য পর্ষদ সভাপতির - SSC High Court Order - SSC HIGH COURT ORDER

Job Losers meet WBBSE Chairman: পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের 7 জনের একটি প্রতিনিধি দল ৷ মধ্যশিক্ষা পর্ষদ আদালতের রায় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ৷ চাকরিহারারাও শীর্ষ আদালতে যাবে বলে জানিয়েছে ৷

ETV Bharat
চাকরিহারাদের সঙ্গে পর্ষদের সভাপতির বৈঠক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 11:21 AM IST

Updated : Apr 24, 2024, 12:00 PM IST

চাকরিহারাদের 7 জনের একটি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বৈঠক করেন

কলকাতা, 24 এপ্রিল: মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করল সদ্য চাকরিহারাদের 7 সদস্য ৷ 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের 282 পৃষ্ঠার রায়ের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান কী ? চাকরিহারাদের একাংশের অভিযোগ, আদালত যোগ্য ও অযোগ্য সবার চাকরি বাতিল করেছে ৷ এতে বিপাকে পড়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ৷

মঙ্গলবার সন্ধ্যায় পর্ষদ সভাপতির সঙ্গে সাত সদস্যের ঘণ্টাখানেক বৈঠক হয় ৷ বৈঠক শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "আদালতের রায় নিয়ে আমাদের মধ্যে কথা হয় ৷ সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নোটিশ দিয়েছিল ৷ সেই নোটিশ নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি ৷ খুব শীঘ্রই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ৷ বিচার দিতে গিয়ে কারও সঙ্গে অবিচার হতে দেব না ৷"

স্কুল সার্ভিস কমিশনের পর মধ্যশিক্ষা পর্ষদের মুখেও শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ৷ তারপর মঙ্গলবার শহিদ মিনারে সদ্য চাকরিহারারা জানিয়েছে শীর্ষ আদালতের কথা ৷ এদিন সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন তৃণমূল শিক্ষক সংগঠনের কয়েকজন ৷ সদ্য চাকরিহারাদের তরফে আজহারউদ্দিন হালদার বলেন, "আমাদের কষ্টটা দেখলাম পর্ষদ সভাপতি বুঝতে পারছেন ৷ তাঁরাও সুপ্রিম কোর্টে যাবেন ৷ আমাদের তরফেও সুপ্রিম কোর্টে যাওয়া হবে ৷"

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ের প্রায় 26 হাজার চাকরি বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে যাদের নিয়োগে কারচুপির অর্থাৎ যাদের ওএমআর শিটে নিয়ে সমস্যা রয়েছে ৷ তাদের 12 শতাংশ সুদে পুরো বেতন ফেরত দিতে হবে ৷ অন্যদিকে, বাকিদের বেতন ফেরত না-দিলেও এই মুহূর্তে তারা আর চাকরি করতে পারবেন না ৷

পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে ৷ কিন্তু শুধু প্যানেল নয়, নতুন করে পরীক্ষাতেও বসতে হবে তাদের ৷ ওই সময় তাদের যা বয়স ছিল, তার ভিত্তিতেই ফের 2024 সালে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন ৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার 15 দিনের মধ্যে এই পুরো বিষয়টি সম্পন্ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ৷ এই পরীক্ষায় নতুন কোনও এসএসসির পরীক্ষার্থীরা বসতে পারবেন কি না, সেই সিদ্ধান্তের ভার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের উপর, যাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷

আরও পড়ুন:

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  2. আইনি লড়াই জিতে 7 মাসের মাথায় চাকরি হারিয়ে হতাশ অনামিকা
  3. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের

চাকরিহারাদের 7 জনের একটি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বৈঠক করেন

কলকাতা, 24 এপ্রিল: মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করল সদ্য চাকরিহারাদের 7 সদস্য ৷ 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের 282 পৃষ্ঠার রায়ের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান কী ? চাকরিহারাদের একাংশের অভিযোগ, আদালত যোগ্য ও অযোগ্য সবার চাকরি বাতিল করেছে ৷ এতে বিপাকে পড়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ৷

মঙ্গলবার সন্ধ্যায় পর্ষদ সভাপতির সঙ্গে সাত সদস্যের ঘণ্টাখানেক বৈঠক হয় ৷ বৈঠক শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "আদালতের রায় নিয়ে আমাদের মধ্যে কথা হয় ৷ সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নোটিশ দিয়েছিল ৷ সেই নোটিশ নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি ৷ খুব শীঘ্রই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ৷ বিচার দিতে গিয়ে কারও সঙ্গে অবিচার হতে দেব না ৷"

স্কুল সার্ভিস কমিশনের পর মধ্যশিক্ষা পর্ষদের মুখেও শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ৷ তারপর মঙ্গলবার শহিদ মিনারে সদ্য চাকরিহারারা জানিয়েছে শীর্ষ আদালতের কথা ৷ এদিন সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন তৃণমূল শিক্ষক সংগঠনের কয়েকজন ৷ সদ্য চাকরিহারাদের তরফে আজহারউদ্দিন হালদার বলেন, "আমাদের কষ্টটা দেখলাম পর্ষদ সভাপতি বুঝতে পারছেন ৷ তাঁরাও সুপ্রিম কোর্টে যাবেন ৷ আমাদের তরফেও সুপ্রিম কোর্টে যাওয়া হবে ৷"

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ের প্রায় 26 হাজার চাকরি বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে যাদের নিয়োগে কারচুপির অর্থাৎ যাদের ওএমআর শিটে নিয়ে সমস্যা রয়েছে ৷ তাদের 12 শতাংশ সুদে পুরো বেতন ফেরত দিতে হবে ৷ অন্যদিকে, বাকিদের বেতন ফেরত না-দিলেও এই মুহূর্তে তারা আর চাকরি করতে পারবেন না ৷

পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে ৷ কিন্তু শুধু প্যানেল নয়, নতুন করে পরীক্ষাতেও বসতে হবে তাদের ৷ ওই সময় তাদের যা বয়স ছিল, তার ভিত্তিতেই ফের 2024 সালে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন ৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার 15 দিনের মধ্যে এই পুরো বিষয়টি সম্পন্ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ৷ এই পরীক্ষায় নতুন কোনও এসএসসির পরীক্ষার্থীরা বসতে পারবেন কি না, সেই সিদ্ধান্তের ভার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের উপর, যাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷

আরও পড়ুন:

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  2. আইনি লড়াই জিতে 7 মাসের মাথায় চাকরি হারিয়ে হতাশ অনামিকা
  3. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের
Last Updated : Apr 24, 2024, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.