ETV Bharat / state

ইউটিউব দেখে বোমা বানানো শিখে এলাকায় পরীক্ষা, গ্রেফতার যুবক - YouTube Bomb Making Tutorial

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 4:07 PM IST

Updated : Jul 16, 2024, 6:22 PM IST

YouTube Bomb Making Tutorial: দক্ষিণ 24 পরগনার জয়নগর-মজিলপুর পুরসভা এলাকা বোমা ফাটানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, ওই যুবক ইউটিউব দেখে বোমা বানানো শেখে ৷ তার পর সেই বোমা এলাকায় পরীক্ষা করছিলেন ৷ স্থানীয়দের থেকে খবর পেয়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

YouTube Bomb Making Tutorial
ইউটিউব দেখে বোমা বানানো শিখে এলাকায় পরীক্ষা, গ্রেফতার যুবক (নিজস্ব চিত্র)

জয়নগর, 16 জুলাই: ইউটিউব দেখে বোমা তৈরি শিখেছিলেন বছর আঠারোর এক যুবক । জোগাড় করেছিলেন বোমা তৈরির মশলা-সহ নানা সরঞ্জাম । বোমা বেঁধে গভীর রাতে পাড়ার রাস্তায় সেই বোমা ফাটিয়ে পরীক্ষা করেও দেখেন তিনি ৷ এমনই অভিযোগ উঠেছে জয়নগর-মজিলপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তিলিপাড়া এলাকায় ।

ইউটিউব দেখে বোমা বানানো শিখে এলাকায় পরীক্ষা, গ্রেফতার যুবক (ইটিভি ভারত)

বোমা ফাটানোর বিষয়টি নজরে পড়তেই পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রবীর চট্টোপাধ্যায় । তাঁর বাড়ি মন্দিরবাজার থানা এলাকায় । বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও অর্ধেক ফেটে যাওয়া বোমাও উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে তিলিপাড়া এলাকায় এসে থাকতে শুরু করেন প্রবীর ও তাঁর পরিবার ৷ শনিবার রাত 11টা নাগাদ স্থানীয় তিলিপাড়া-শ্রীমানিপাড়ার রাস্তার উপর বোমা ফাটাচ্ছিলেন তিনি ৷ সেখানে গোটা দু’য়েক বোমা ফাটান তিনি । 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় দে বলেন, ‘‘রাতে এলাকা নিঃস্তব্ধ হয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়ে সম্ভবত বোমা ফাটিয়ে পরীক্ষা করছিল । আওয়াজ শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয় । খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বোমা উদ্ধার করে ।”

পুলিশ জানিয়েছে, এলাকায় গিয়ে দু’টো আধ-ফাটা ও একটি তাজা বোমা উদ্ধার হয় । ধরা হয় যুবককে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় বোমা তৈরির মশলা-সহ নানা সরঞ্জাম । পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছেন যে ইউটিউব দেখে বোমা বানানো শিখেছেন তিনি৷ তারপর নানাভাবে সরঞ্জাম জোগাড় করেন । স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল । তাঁদের শায়েস্তা করতেই বোমা বানানোর পরিকল্পনা করেন । সেই মতো ইউটিউব দেখে প্রস্তুতি নেন ।

স্থানীয় লোকজন জানান, এই এলাকায় আগে কখনোই বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা ঘটেনি । জয়নগর পুরসভা এলাকাতেই এই ধরনের ঘটনা বিরল । ফলে এই ঘটনায় অবাক বাসিন্দারা । চিন্ময় দে বলেন, “এলাকাটি জয়নগর ও মন্দিরবাজার থানার সীমান্তবর্তী এলাকা । যুবকের আসল বাড়িও মন্দিরবাজারে । হতে পারে মন্দিরবাজার থেকে দুষ্কৃতীরা ওকে বোমা তৈরির জিনিস সরবরাহ করেছে ।”

পুলিশ জানিয়েছে, কোথা থেকে ওই যুবক মশলা ও সরঞ্জাম জোগাড় করল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

জয়নগর, 16 জুলাই: ইউটিউব দেখে বোমা তৈরি শিখেছিলেন বছর আঠারোর এক যুবক । জোগাড় করেছিলেন বোমা তৈরির মশলা-সহ নানা সরঞ্জাম । বোমা বেঁধে গভীর রাতে পাড়ার রাস্তায় সেই বোমা ফাটিয়ে পরীক্ষা করেও দেখেন তিনি ৷ এমনই অভিযোগ উঠেছে জয়নগর-মজিলপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তিলিপাড়া এলাকায় ।

ইউটিউব দেখে বোমা বানানো শিখে এলাকায় পরীক্ষা, গ্রেফতার যুবক (ইটিভি ভারত)

বোমা ফাটানোর বিষয়টি নজরে পড়তেই পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রবীর চট্টোপাধ্যায় । তাঁর বাড়ি মন্দিরবাজার থানা এলাকায় । বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও অর্ধেক ফেটে যাওয়া বোমাও উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে তিলিপাড়া এলাকায় এসে থাকতে শুরু করেন প্রবীর ও তাঁর পরিবার ৷ শনিবার রাত 11টা নাগাদ স্থানীয় তিলিপাড়া-শ্রীমানিপাড়ার রাস্তার উপর বোমা ফাটাচ্ছিলেন তিনি ৷ সেখানে গোটা দু’য়েক বোমা ফাটান তিনি । 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় দে বলেন, ‘‘রাতে এলাকা নিঃস্তব্ধ হয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়ে সম্ভবত বোমা ফাটিয়ে পরীক্ষা করছিল । আওয়াজ শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয় । খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বোমা উদ্ধার করে ।”

পুলিশ জানিয়েছে, এলাকায় গিয়ে দু’টো আধ-ফাটা ও একটি তাজা বোমা উদ্ধার হয় । ধরা হয় যুবককে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় বোমা তৈরির মশলা-সহ নানা সরঞ্জাম । পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছেন যে ইউটিউব দেখে বোমা বানানো শিখেছেন তিনি৷ তারপর নানাভাবে সরঞ্জাম জোগাড় করেন । স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল । তাঁদের শায়েস্তা করতেই বোমা বানানোর পরিকল্পনা করেন । সেই মতো ইউটিউব দেখে প্রস্তুতি নেন ।

স্থানীয় লোকজন জানান, এই এলাকায় আগে কখনোই বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা ঘটেনি । জয়নগর পুরসভা এলাকাতেই এই ধরনের ঘটনা বিরল । ফলে এই ঘটনায় অবাক বাসিন্দারা । চিন্ময় দে বলেন, “এলাকাটি জয়নগর ও মন্দিরবাজার থানার সীমান্তবর্তী এলাকা । যুবকের আসল বাড়িও মন্দিরবাজারে । হতে পারে মন্দিরবাজার থেকে দুষ্কৃতীরা ওকে বোমা তৈরির জিনিস সরবরাহ করেছে ।”

পুলিশ জানিয়েছে, কোথা থেকে ওই যুবক মশলা ও সরঞ্জাম জোগাড় করল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Jul 16, 2024, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.