কলকাতা, 21 অগস্ট: আবারও গুরুত্বপূর্ণ রদবদল রাজ্য পুলিশে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনায় ৷ সাধারণ মানুষের প্রশ্ন উঠেছে পুলিশকে নিয়েও। ঠিক সে সময়ই রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার প্রধান জাভেদ শামিমকে এবার দুর্নীতি দমন শাখার প্রধানেরও দায়িত্ব দেওয়া হল।
গোয়েন্দা প্রধানের পাশাপাশি তিনি এবার এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। অতীতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পাশাপাশি আইনশৃঙ্খলা দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন জাভেদ শামিম। অন্যদিকে, দুর্নীতি দমন শাখার এতদিন পর্যন্ত দায়িত্বে ছিলেন রাজাশেখারান ৷ তাঁর জায়গায় এবার সেই পদেও অতিরিক্ত দায়িত্ব পেলেন জাভেদ শামিম।
এছাড়াও রাজ্যপালের এডিসি পদ থেকে সরানো হলো আইপিএস মনীশ যোশিকে ৷ তাঁর জায়গায় রাজ্যপালের এডিসি পদে আনা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে শান্তি দাসকে ৷ এতদিন শান্তি দাস ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার । বর্তমানে তিনি রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব দেখবেন। অন্যদিকে মনীশ যোশি এবার থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডিসি হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে ।
বুধবার নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে রাজ্য পুলিশের রদবদল সম্পর্কে এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, যখন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বিষয়ে তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে, তখন দুর্নীতি দমন শাখায় জাভেদ শামিমের মতো অফিসারের আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ।