ETV Bharat / state

ইসকনে ধুমধাম করে পালিত জন্মাষ্টমী, এক লক্ষ লাড্ডু বিতরণ - janmashtami 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 6:56 PM IST

Janmashtami Celebration at ISKCON: নদিয়ার মায়াপুর থেকে পূর্ব বর্ধমানের দুর্গাপুরের ইসকন মন্দিরে ধুমধাম করে পালিত হল জন্মাষ্টমী উৎসব ৷ দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটে ৷ মঙ্গলবার হবে নন্দ উৎসব ৷

Janmashtami Celebration
জন্মাষ্টমী উৎসব পালন (নিজস্ব ছবি)

মায়াপুর/দুর্গাপুর, 26 অগস্ট: আজ শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ৷ সোমবার নদিয়ার মায়াপুরের ইসকনে মহাসমারহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব । এই উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে ভিড় জমিয়েছেন । মঙ্গলবার ইসকনে পালন করা হবে নন্দ উৎসব ।

জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে ভক্তদের ঢল (ইটিভি ভারত)

এ দিন সকাল থেকেই জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব মায়াপুর ইসকন মন্দিরে । বৃষ্টিকে উপেক্ষা করে মন্দিরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসেন ভক্তরা । জন্মাষ্টমীকে কেন্দ্র করে প্রশাসনের বিশেষ তৎপরতা দেখা গিয়েছে নদীর ঘাটগুলিতে ৷ কারণ মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছতে গেলে বেশ কয়েকটি নদীপথ পার করতে হয় ভক্তদের । আজ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

Janmashtami Celebration
মায়াপুর ইসকনে ধুমধাম করে পালিত হচ্ছে জন্মাষ্টমী (নিজস্ব ছবি)

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিকগৌরাঙ্গ দাস বলেন, "আজকের দিনেও কৃষ্ণের বাণী সমানভাবে প্রযোজ্য ৷ সমগ্র বিশ্বে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ৷ মায়াপুরে তিনদিন ব্যাপী এই উৎসব চলছে ৷ প্রথম দিন ছিল অধিবাস ৷ দ্বিতীয় দিন অর্থাৎ আজ ভোর সাড়ে চারটে থেকে সারাদিনব্যাপী এবং মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলবে ৷ 27 তারিখ পালন হবে নন্দ উৎসব ৷"

জন্মাষ্টমীতে এক লক্ষ লাড্ডু বিতরণ দুর্গাপুর ইসকনে

নদিয়ার পাশাপাশি দুর্গাপুরের ইসকনেও জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে । সকাল থেকেই চলে পুজোপাঠ । হরিনাম সংকীর্তন আর গীতা পাঠের আসরও বসে । তবে এবার প্রত্যেক ভক্তের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য নয়া উদ্যোগ নিল ইসকন কর্তৃপক্ষ । 1 লক্ষ 1 হাজার 108 লাড্ডু কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হয়েছে । সেই লাড্ডু তুলে দেওয়া হয় প্রত্যেক ভক্তদের হাতে । দুর্গাপুরের ইসকনকে রাজস্থানের জয়পুরের মার্বেল প্যালেসের অনুকরণে সাজানো হয়েছে ।

Janmashtami Celebration
জন্মাষ্টমীতে এক লক্ষ লাড্ডু বিতরণ দুর্গাপুর ইসকনে (নিজস্ব ছবি)

ইসকনের প্রধান সেবায়েত ঔদার্যচন্দ্র দাস বলেন, "ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ । পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি এ রাজ্যেও উৎসবের আমেজ দেখা যায় জন্মাষ্টমীতে । আমাদের ইসকনেও প্রতিবছরের মতো এ বছরও বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়েছে । 1 লক্ষ 1 হাজার 108টি লাড্ডু বিতরণ করা শুরু হয়েছে । হাজার হাজার লোকের সমাগম হচ্ছে ।"

Janmashtami Celebration
জন্মাষ্টমীতে এক লক্ষ লাড্ডু বিতরণ দুর্গাপুর ইসকনে (নিজস্ব ছবি)

আজকের তিথিতে মথুরার কারাগারে দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ । তাই এই দিনটি পালিত হয় জন্মাষ্টমী নামে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মোৎসব । ঘরে ঘরেও ছোট্ট কৃষ্ণকে সাজাতে দেখা যায় মায়েদের । মন্দিরে চলে পুজোপাঠ থেকে প্রসাদ বিতরণ ৷

মায়াপুর/দুর্গাপুর, 26 অগস্ট: আজ শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ৷ সোমবার নদিয়ার মায়াপুরের ইসকনে মহাসমারহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব । এই উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে ভিড় জমিয়েছেন । মঙ্গলবার ইসকনে পালন করা হবে নন্দ উৎসব ।

জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে ভক্তদের ঢল (ইটিভি ভারত)

এ দিন সকাল থেকেই জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব মায়াপুর ইসকন মন্দিরে । বৃষ্টিকে উপেক্ষা করে মন্দিরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসেন ভক্তরা । জন্মাষ্টমীকে কেন্দ্র করে প্রশাসনের বিশেষ তৎপরতা দেখা গিয়েছে নদীর ঘাটগুলিতে ৷ কারণ মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছতে গেলে বেশ কয়েকটি নদীপথ পার করতে হয় ভক্তদের । আজ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

Janmashtami Celebration
মায়াপুর ইসকনে ধুমধাম করে পালিত হচ্ছে জন্মাষ্টমী (নিজস্ব ছবি)

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিকগৌরাঙ্গ দাস বলেন, "আজকের দিনেও কৃষ্ণের বাণী সমানভাবে প্রযোজ্য ৷ সমগ্র বিশ্বে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ৷ মায়াপুরে তিনদিন ব্যাপী এই উৎসব চলছে ৷ প্রথম দিন ছিল অধিবাস ৷ দ্বিতীয় দিন অর্থাৎ আজ ভোর সাড়ে চারটে থেকে সারাদিনব্যাপী এবং মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলবে ৷ 27 তারিখ পালন হবে নন্দ উৎসব ৷"

জন্মাষ্টমীতে এক লক্ষ লাড্ডু বিতরণ দুর্গাপুর ইসকনে

নদিয়ার পাশাপাশি দুর্গাপুরের ইসকনেও জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে । সকাল থেকেই চলে পুজোপাঠ । হরিনাম সংকীর্তন আর গীতা পাঠের আসরও বসে । তবে এবার প্রত্যেক ভক্তের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য নয়া উদ্যোগ নিল ইসকন কর্তৃপক্ষ । 1 লক্ষ 1 হাজার 108 লাড্ডু কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হয়েছে । সেই লাড্ডু তুলে দেওয়া হয় প্রত্যেক ভক্তদের হাতে । দুর্গাপুরের ইসকনকে রাজস্থানের জয়পুরের মার্বেল প্যালেসের অনুকরণে সাজানো হয়েছে ।

Janmashtami Celebration
জন্মাষ্টমীতে এক লক্ষ লাড্ডু বিতরণ দুর্গাপুর ইসকনে (নিজস্ব ছবি)

ইসকনের প্রধান সেবায়েত ঔদার্যচন্দ্র দাস বলেন, "ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ । পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি এ রাজ্যেও উৎসবের আমেজ দেখা যায় জন্মাষ্টমীতে । আমাদের ইসকনেও প্রতিবছরের মতো এ বছরও বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়েছে । 1 লক্ষ 1 হাজার 108টি লাড্ডু বিতরণ করা শুরু হয়েছে । হাজার হাজার লোকের সমাগম হচ্ছে ।"

Janmashtami Celebration
জন্মাষ্টমীতে এক লক্ষ লাড্ডু বিতরণ দুর্গাপুর ইসকনে (নিজস্ব ছবি)

আজকের তিথিতে মথুরার কারাগারে দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ । তাই এই দিনটি পালিত হয় জন্মাষ্টমী নামে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মোৎসব । ঘরে ঘরেও ছোট্ট কৃষ্ণকে সাজাতে দেখা যায় মায়েদের । মন্দিরে চলে পুজোপাঠ থেকে প্রসাদ বিতরণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.