ETV Bharat / state

জমি দখলের অভিযোগ, গ্রেফতার মেয়র 'ঘনিষ্ঠ' জেলা পরিষদ সদস্য - Jalpaiguri Zilla Parishad - JALPAIGURI ZILLA PARISHAD

Land Grabbing Alligation : মুখ্যমন্ত্রীর বৈঠকের দু'দিনের মধ্যে জমি দখলের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক ৷ তিনি আবার মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ ৷ কেন তাঁকে গ্রেফতার করা হল বুধবার রাতে ? এই বিষয়ে কী বললেন খোদ মেয়র ?

Land Grabbing in Jalpaiguri
জমি দখলের অভিযোগে ধৃত জলপাইগুড়ির জেলা পরিষদ সদস্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 9:58 PM IST

Updated : Jun 26, 2024, 10:22 PM IST

শিলিগুড়ি, 26 জুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাওয়াখালিতে জমি দখলের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য দেবাশিস প্রামাণিক । বুধবার রাতে তাঁকে ফুলবাড়ির বাড়ি থেকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ।

সোমবার কলকাতায় দলীয় বিধায়ক এবং পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় জমি দখল নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি সেই ঘটনায় পদক্ষেপ করার নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজিকে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকালে শিলিগুড়িতে পৌঁছয় সিআইডির পাঁচ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল । সিআইডির ওই টিমটি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জমি দখল নিয়ে টানা তদন্ত শুরু করে । একইভাবে জমি দখল নিয়ে ময়দানে নামে কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ।

'জমি মাফিয়াদের আমি ছাড়ব না', মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে গৌতম দেবও

এদিন দুপুর থেকে দেবাশিস প্রামাণিকের বাড়িতে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে এসওজি । দীর্ঘ প্রায় কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই দিন রাতে তাঁকে গ্রেফতার করা হয় । এরপরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । শোরগোল পড়ে যায় শাসকদলের অন্দরে । যদিও দেবাশিস প্রামাণিকের গ্রেফতারের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কোনও পুলিশ আধিকারিকই । তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত কাওয়াখালি এবং পোরাঝার এলাকায় একাধিক সরকারি জমি এবং মহানন্দা নদীর চর দখল করে বিক্রি করার অভিযোগ রয়েছে । সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী ওই বিষয়টিকেই ইঙ্গিত করেছিলেন বলে মত রাজনৈতিক মহলের । দেবাশিস রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত ।

এদিন তাঁকে গ্রেফতার করে প্রথমে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে শিলিগুড়ি থানার স্থানান্তরিত করা হয় । ওই এলাকার তাবড় নেতা হিসেবে পরিচিত দেবাশিস প্রামাণিকের । রাজনৈতিক মহল তো বটেই পুলিশ প্রশাসনের মধ্যেও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে । এই বিষয়টি নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় বলেন, "এটা হবারই ছিল । দীর্ঘদিন থেকে ওই এলাকায় নিজের প্রভাবে একের পর এক জমি দখল করে গিয়েছেন । প্রচুর সম্পত্তি হয়ে গিয়েছে । তবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী যা এসব করছেন তার 26 এর আগে লোক দেখানো রাজনীতি ।" এই বিষয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, "আমার এখানে কেউ ঘনিষ্ঠ নয় । আইন আইনের পথে চলবে ।"

মুখ্যমন্ত্রীর ধমকের পরই কাজ, দখল হওয়া জমির তালিকা তৈরির নির্দেশ লালবাজারের

শিলিগুড়ি, 26 জুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাওয়াখালিতে জমি দখলের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য দেবাশিস প্রামাণিক । বুধবার রাতে তাঁকে ফুলবাড়ির বাড়ি থেকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ।

সোমবার কলকাতায় দলীয় বিধায়ক এবং পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় জমি দখল নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি সেই ঘটনায় পদক্ষেপ করার নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজিকে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকালে শিলিগুড়িতে পৌঁছয় সিআইডির পাঁচ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল । সিআইডির ওই টিমটি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জমি দখল নিয়ে টানা তদন্ত শুরু করে । একইভাবে জমি দখল নিয়ে ময়দানে নামে কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ।

'জমি মাফিয়াদের আমি ছাড়ব না', মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে গৌতম দেবও

এদিন দুপুর থেকে দেবাশিস প্রামাণিকের বাড়িতে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে এসওজি । দীর্ঘ প্রায় কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই দিন রাতে তাঁকে গ্রেফতার করা হয় । এরপরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । শোরগোল পড়ে যায় শাসকদলের অন্দরে । যদিও দেবাশিস প্রামাণিকের গ্রেফতারের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কোনও পুলিশ আধিকারিকই । তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত কাওয়াখালি এবং পোরাঝার এলাকায় একাধিক সরকারি জমি এবং মহানন্দা নদীর চর দখল করে বিক্রি করার অভিযোগ রয়েছে । সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী ওই বিষয়টিকেই ইঙ্গিত করেছিলেন বলে মত রাজনৈতিক মহলের । দেবাশিস রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত ।

এদিন তাঁকে গ্রেফতার করে প্রথমে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে শিলিগুড়ি থানার স্থানান্তরিত করা হয় । ওই এলাকার তাবড় নেতা হিসেবে পরিচিত দেবাশিস প্রামাণিকের । রাজনৈতিক মহল তো বটেই পুলিশ প্রশাসনের মধ্যেও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে । এই বিষয়টি নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় বলেন, "এটা হবারই ছিল । দীর্ঘদিন থেকে ওই এলাকায় নিজের প্রভাবে একের পর এক জমি দখল করে গিয়েছেন । প্রচুর সম্পত্তি হয়ে গিয়েছে । তবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী যা এসব করছেন তার 26 এর আগে লোক দেখানো রাজনীতি ।" এই বিষয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, "আমার এখানে কেউ ঘনিষ্ঠ নয় । আইন আইনের পথে চলবে ।"

মুখ্যমন্ত্রীর ধমকের পরই কাজ, দখল হওয়া জমির তালিকা তৈরির নির্দেশ লালবাজারের

Last Updated : Jun 26, 2024, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.