জলপাইগুড়ি, 27 জানুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির জন্য 14 রকমের খাবারের আয়োজন করা হচ্ছে। তিস্তার বোরোলি মাছের ঝোলও খাওয়াতে প্রস্তুত জলপাইগুড়ি। ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে রবিবার জলপাইগুড়িতে আসছেন রাহুল। আগামিকাল রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে সোজা চলে আসবেন জলপাইগুড়িতে। সেখানে ময়নাগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের পাশে কংগ্রেস নেতা দেবীপ্রসাদ রায়ের ধাবা নামেই পরিচিত 'খান্ডালা ধাবা'য় দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে রাহুলের।
জলপাইগুড়ি জেলায় রাহুলের আগমনকে কেন্দ্র করে শহর রাহুল গান্ধির কাট-আউট, ব্যানার, ফ্লেক্স ও কংগ্রেসের পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। রাহুল গান্ধির সঙ্গে যে সমস্ত কংগ্রেস নেতা থাকবেন বা ন্যায় যাত্রার টিমে যাঁরা থাকবেন, তাঁদের সকলের জন্যই ধাবায় খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে ৷ জলপাইগুড়ির পাহাড়পুরের খান্ডালা ধাবার ম্যানেজার সঞ্জয় বাড়ুই বলেন, "আমরা রাহুল গান্ধিকে আপ্যায়নের জন্য সব রকমের খাবারের ব্যবস্থা করছি। ভাত, ডাল, মালাই চিংড়ি, মটর পনির, মিক্সড ভেজ, বোরোলি মাছের ঝোল করা হবে।"
ধাবার এক কর্মী মহম্মদ আজাদ বলেন, "আমরা সকালে খাবারের জন্য লুচি-তরকারি রাখছি । তাছাড়া রাহুলের গান্ধির জন্য স্পেশাল বোরোলি মাছ করা হচ্ছে। এছাড়া রসগোল্লা রাখা হচ্ছে। গাজরের হালুয়া-সহ 14 রকমের খাবারের আয়োজন করা হচ্ছে। 250 থেকে 300 জনের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। 10 কেজি বোরোলি মাছের ওর্ডার দেওয়া হয়েছে।"
জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, "আগামিকাল সকাল 11 টায় বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে রাহুল গান্ধি পাহাড়পুরের খান্ডালা ধাবায় আসবেন। সেখানেই ন্যায় যাত্রার কনভয় রাখা থাকবে। সেই ধাবাতেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুর দুটোর সময় ন্যায় যাত্রার উদ্দেশ্যে রাহুল গান্ধি রওনা হবেন। পাহাড়পুর থেকে সড়ক পথে বজরাপাড়া হয়ে জলপাইগুড়ি শহরে আসবেন। পিডব্লুডি মোড় থেকে গাড়ি থেকে পায়ে হেঁটে পোস্ট অফিস মোড় হয়ে থানামোড় থেকে কদমতলাতে জন সংযোগ যাত্রা করবেন। এরপর ফের গাড়িতে উঠে মাসকালাইবাড়ি আসামমোড় হয়ে 31 নং জাতীয় সড়কে উঠে যাবেন। জাতীয় সড়ক ধরে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িতে যাবেন রাহুল গান্ধি।" একই সঙ্গে, ফালাকাটা ময়নাগুড়ি ও ধুপগুড়িতে রাহুলের কর্মসূচী বাতিল করা হয়েছে বলেও জানান পিনাকি সেনগুপ্ত ৷
আরও পড়ুন
রাহুলের ন্যায় যাত্রার জন্য অর্থ সংগ্রহ অভিযানে কংগ্রেস, দাতাদের উপহার দেওয়ারও প্রতিশ্রুতি
নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ছাড়লেও ক্ষতি হবে না বিরোধী জোটের, ঘনিষ্ঠমহলে জানিয়েছেন মমতা
রাজ্যে 'ইন্ডিয়া' জোট ভাঙার মূলে অধীর ? জারি রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ