ETV Bharat / state

ভোটগ্রহণ কেন্দ্র কোথাও পর্যটনস্থল, কোথাও চা বাগানের থিম ! জলপাইগুড়িতে 30 মডেল বুথ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Model booths in Jalpaiguri: জলপাইগুড়ির 30টি ভোটগ্রহণ কেন্দ্রকে মডেল হিসেবে সাজানো হচ্ছে ৷ যার কোনওটি হবে পর্যটনস্থল, আবার কোনওটি হবে চা বাগানের আদলে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 8:17 PM IST

জলপাইগুড়িতে 30 মডেল বুথ

জলপাইগুড়ি, 17 এপ্রিল: কোনও ভোটগ্রহণ কেন্দ্রে হবে পর্যটন স্থল ৷ আবার কোনও ভোটগ্রহণ কেন্দ্র হবে চা বাগানের আদলে । প্রথম দফায় জলপাইগুড়ি জেলার ভোটগ্রহণে এমন 30 টি মডেল বুথকে থিমের আদলে সাজানো হচ্ছে । জলপাইগুড়িতে মোট 1904টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 30টি বুথকে মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে বলে জানালেন জেলার অতিরিক্ত জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী ভট্টাচার্য ।

নাগরাকাটা ব্লকের নাগরাকাটা রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে (বুথ নং-169) পরিবেশবান্ধব থিমে ভোটগ্রহণ কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে । চা বাগানের থিমে সাজিয়ে তোলা হচ্ছে মেটেলি ব্লকে মেটেলি জুনিয়র হাইস্কুলের (34) ভোটগ্রহণ কেন্দ্রকে । ক্রান্তি ব্লকে লাটাগুড়ি গার্লস হাইস্কুলের 236 এবং 237 নং বুথে পর্যটনকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে । একই ভাবে মাল উদিচি কমিউনিটি সেন্টারে 122 নং বুথকে যুব সমাজের ভোটের থিমে করা হচ্ছে । বানারহাট গার্লস হাইস্কুলে (বুথ নং 11) থিম করা হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান । জলপাইগুড়ি সদর মহকুমার ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের আশি এবং একাশি নং বুথকে গণতন্ত্রের বড় উৎসবের সাজে রূপ দেওয়া হচ্ছে ।

পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের রাষ্ট্রীয় সরকারি বালিকা বিদ্যালয়ের থিম মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনে অংশগ্রহণ । এছাড়াও ধূপগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লকের এই মডেলের তালিকা এখনও জেলা নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে পৌঁছয়নি বলে জানা গিয়েছে ।

এছাড়াও মহিলা পরিচালিত প্রায় 150টি ভোটগ্রহণ কেন্দ্র করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি দেখে নেব একনজরে...

(1) - জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র - 7টি বিধানসভা।

(2) - মোট ভোটার - 18 লক্ষ 85 হাজার 950 জন

(3) - মহিলা ভোটার - 9 লক্ষ 27 হাজার 339 জন

(4) -পুরুষ ভোটার - 9 লক্ষ 58 হাজার 611 জন

(5) - বিশেষভাবে সক্ষম ভোটার 11,528 জন

(6) - মোট ভোটগ্রহণ কেন্দ্র - 1904টি

(7) - স্পর্শকাতর বুথ - 296টি

(8) - অতি স্পর্শকাতর বুথ - 198টি

(9) - কেন্দ্রীয় বাহিনী - 75কোম্পানি

(10) - মোট ভোটকর্মী প্রায় - 10 হাজার

(11) - মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র - 150টি

(12) - থিম মডেল ভোটগ্রহণ কেন্দ্র - 30টি

আরও পড়ুন:

  1. ভোটের দিন উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে চিঠি নিশীথের
  2. রাম সবার ! শিলিগুড়িতে একই মিছিলে হেঁটে সৌজন্যের নজির তৃণমূল-বিজেপির
  3. ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমতি দিল না কমিশন

জলপাইগুড়িতে 30 মডেল বুথ

জলপাইগুড়ি, 17 এপ্রিল: কোনও ভোটগ্রহণ কেন্দ্রে হবে পর্যটন স্থল ৷ আবার কোনও ভোটগ্রহণ কেন্দ্র হবে চা বাগানের আদলে । প্রথম দফায় জলপাইগুড়ি জেলার ভোটগ্রহণে এমন 30 টি মডেল বুথকে থিমের আদলে সাজানো হচ্ছে । জলপাইগুড়িতে মোট 1904টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 30টি বুথকে মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে বলে জানালেন জেলার অতিরিক্ত জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী ভট্টাচার্য ।

নাগরাকাটা ব্লকের নাগরাকাটা রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে (বুথ নং-169) পরিবেশবান্ধব থিমে ভোটগ্রহণ কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে । চা বাগানের থিমে সাজিয়ে তোলা হচ্ছে মেটেলি ব্লকে মেটেলি জুনিয়র হাইস্কুলের (34) ভোটগ্রহণ কেন্দ্রকে । ক্রান্তি ব্লকে লাটাগুড়ি গার্লস হাইস্কুলের 236 এবং 237 নং বুথে পর্যটনকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে । একই ভাবে মাল উদিচি কমিউনিটি সেন্টারে 122 নং বুথকে যুব সমাজের ভোটের থিমে করা হচ্ছে । বানারহাট গার্লস হাইস্কুলে (বুথ নং 11) থিম করা হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান । জলপাইগুড়ি সদর মহকুমার ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের আশি এবং একাশি নং বুথকে গণতন্ত্রের বড় উৎসবের সাজে রূপ দেওয়া হচ্ছে ।

পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের রাষ্ট্রীয় সরকারি বালিকা বিদ্যালয়ের থিম মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনে অংশগ্রহণ । এছাড়াও ধূপগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লকের এই মডেলের তালিকা এখনও জেলা নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে পৌঁছয়নি বলে জানা গিয়েছে ।

এছাড়াও মহিলা পরিচালিত প্রায় 150টি ভোটগ্রহণ কেন্দ্র করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি দেখে নেব একনজরে...

(1) - জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র - 7টি বিধানসভা।

(2) - মোট ভোটার - 18 লক্ষ 85 হাজার 950 জন

(3) - মহিলা ভোটার - 9 লক্ষ 27 হাজার 339 জন

(4) -পুরুষ ভোটার - 9 লক্ষ 58 হাজার 611 জন

(5) - বিশেষভাবে সক্ষম ভোটার 11,528 জন

(6) - মোট ভোটগ্রহণ কেন্দ্র - 1904টি

(7) - স্পর্শকাতর বুথ - 296টি

(8) - অতি স্পর্শকাতর বুথ - 198টি

(9) - কেন্দ্রীয় বাহিনী - 75কোম্পানি

(10) - মোট ভোটকর্মী প্রায় - 10 হাজার

(11) - মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র - 150টি

(12) - থিম মডেল ভোটগ্রহণ কেন্দ্র - 30টি

আরও পড়ুন:

  1. ভোটের দিন উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে চিঠি নিশীথের
  2. রাম সবার ! শিলিগুড়িতে একই মিছিলে হেঁটে সৌজন্যের নজির তৃণমূল-বিজেপির
  3. ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমতি দিল না কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.