ETV Bharat / state

বিজেপি করেন বলেই গ্রেফতার, অভিযোগ জমি কেলেঙ্কারি মামলায় ধৃত নেতার - Jalpaiguri Land Scam Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 9:30 PM IST

Jalpaiguri Land Scam Case: জমি কেলেঙ্কারি মামলায় বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ-সভাপতির নামে অভিযোগ দায়ের হয়েছে ৷ তাঁকে পুলিশ গ্রেফতারও করেছে ৷ তবে, পুরোটাই শাসকদলের চক্রান্ত বলে অভিযোগ ধৃত নেতার ৷

ETV BHARAT
জমি কেলেঙ্কারি মামলা ধৃত বিজেপি নেতা উত্তম রায় ৷ (ছবি- নিজস্ব চিত্র)

জলপাইগুড়ি, 5 জুলাই: জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ-সভাপতি উত্তম রায় ৷ অভিযোগ, সরকারি জমিতে অবৈধভাবে হোটেল করেছেন উত্তম। দীর্ঘদিন ধরে সেভাবেই ব্যবসা চালাচ্ছেন। যদিও বিজেপি নেতার দাবি, বাম আমলে তিনি সরকারি জমির পাট্টা পেয়েছিলেন । সেখানেই হোটেল খুলে ব্যবসা শুরু করেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ বাম আমলে সমস্ত নিয়ম মেনে তিনি জমির পাট্টা পেয়েছিলেন ৷ কিন্তু, রাজগঞ্জের বিএলআরও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন । তার ফলেই তাঁকে গ্রেফতার হতে হল।

শুক্রবার জলপাইগুড়ির ভোরের আলো থানার পুলিশ উত্তমকে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি ভোরের আলো থানার অন্তর্গত মিলনপল্লিতে ৷ তাঁর বিরুদ্ধে রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে মামলারুজু করা হয়েছে ৷ যদিও বিজেপি নেতা দাবি করেছেন, বাম আমলে তাঁকে জমির পাট্টা দেওয়া হয়েছিল ৷ আর সেই জমিতেই তিনি হোটেল করেছেন ৷ কিন্তু, তিনি বিজেপি করেন বলেই, তাঁর বিরুদ্ধে সরকারি জমি জবর দখলের মামলা করা হয়েছে ৷

তাঁর আরও অভিযোগ, বৃহস্পতিবার তাঁকে থানায় তলব করা হয়েছিল ৷ ব্যস্ত থাকায় যেতে পারেননি ৷ কিন্তু এদিন সকালে রাস্তা থেকে পুলিশ উত্তম রায়কে তুলে নিয়ে আসে ৷ তিনি অভিযোগ করেছেন, পুলিশ তাঁর সঙ্গে দাগি আসামিদের মতো আচরণ করেছে ৷ 35 বছর ধরে ওই জমিতে ব্যবসা করছেন বলে জানান উত্তম রায় ৷ এমনকী তাঁর কাছে সরকারের দেওয়া জমির বৈধ পাট্টাও রয়েছে ৷ তবে, পুলিশ তুলে নিয়ে এসে জানায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ৷

জলপাইগুড়ি, 5 জুলাই: জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ-সভাপতি উত্তম রায় ৷ অভিযোগ, সরকারি জমিতে অবৈধভাবে হোটেল করেছেন উত্তম। দীর্ঘদিন ধরে সেভাবেই ব্যবসা চালাচ্ছেন। যদিও বিজেপি নেতার দাবি, বাম আমলে তিনি সরকারি জমির পাট্টা পেয়েছিলেন । সেখানেই হোটেল খুলে ব্যবসা শুরু করেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ বাম আমলে সমস্ত নিয়ম মেনে তিনি জমির পাট্টা পেয়েছিলেন ৷ কিন্তু, রাজগঞ্জের বিএলআরও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন । তার ফলেই তাঁকে গ্রেফতার হতে হল।

শুক্রবার জলপাইগুড়ির ভোরের আলো থানার পুলিশ উত্তমকে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি ভোরের আলো থানার অন্তর্গত মিলনপল্লিতে ৷ তাঁর বিরুদ্ধে রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে মামলারুজু করা হয়েছে ৷ যদিও বিজেপি নেতা দাবি করেছেন, বাম আমলে তাঁকে জমির পাট্টা দেওয়া হয়েছিল ৷ আর সেই জমিতেই তিনি হোটেল করেছেন ৷ কিন্তু, তিনি বিজেপি করেন বলেই, তাঁর বিরুদ্ধে সরকারি জমি জবর দখলের মামলা করা হয়েছে ৷

তাঁর আরও অভিযোগ, বৃহস্পতিবার তাঁকে থানায় তলব করা হয়েছিল ৷ ব্যস্ত থাকায় যেতে পারেননি ৷ কিন্তু এদিন সকালে রাস্তা থেকে পুলিশ উত্তম রায়কে তুলে নিয়ে আসে ৷ তিনি অভিযোগ করেছেন, পুলিশ তাঁর সঙ্গে দাগি আসামিদের মতো আচরণ করেছে ৷ 35 বছর ধরে ওই জমিতে ব্যবসা করছেন বলে জানান উত্তম রায় ৷ এমনকী তাঁর কাছে সরকারের দেওয়া জমির বৈধ পাট্টাও রয়েছে ৷ তবে, পুলিশ তুলে নিয়ে এসে জানায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.