ETV Bharat / state

যাদবপুর পুনরুদ্ধার করবে বামেরা, আত্মবিশ্বাসী সিপিআইএম প্রার্থী সৃজন

Lok Sabha Elections 2024: 2009 পর্যন্ত বামেদের দখলে থাকা যাদবপুর লোকসভা কেন্দ্র ফের একবার তারা পুনরুদ্ধার করবে ৷ রবিবার বারুইপুরে প্রচারে নেমে এমনটাই দাবি করলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ সেই সঙ্গে জানালেন, দেওয়াল লিখনে নয়, তিনি বিশ্বাস করেন মানুষের মনে জায়গা করে নিতে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 6:02 PM IST

যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে প্রচারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

যাদবপুর, 17 মার্চ: যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন একেবারে শেষ অর্থাৎ, সপ্তম দফায় 1 জুন ৷ তার আগে জোরকদমে প্রচারে নেমে পড়লেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপীঠ পর্যন্ত পদযাত্রা করলেন সিপিআইএম প্রার্থী ৷ সৃজন জানালেন, একসময় বামেদের শক্তঘাঁটি যাদবপুর লোকসভা এবার পুনরুদ্ধার করবেন তিনি ৷ সেই সঙ্গে জমা জল, পানীয় জল, খারাপ রাস্তা-সহ নানান সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেন তিনি ৷

তবে নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকে শাসকদল ও রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু, সৃজন ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন এখনও সেরকম চোখে পড়েনি ৷ তাহলে কি তৃণমূল ও বিজেপির ভিড়ে খালি দেওয়াল পাননি সৃজন ? যা নিয়ে বাম প্রার্থীর দাবি, দেওয়ালে নাম লিখলে, তা কয়েকদিন পরে মুছে যাবে ৷ তিনি মানুষের মনে নাম লেখার কাজ করছেন ৷ দেওয়াল লিখন, পোস্টার সব পরে করবেন ৷ একথা বলতে গিয়ে, প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে-র বিখ্যাত , "যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে ৷ পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে ৷ হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে ৷" গানটির কথা উল্লেখ করেন সৃজন ৷

সত্যিই কি তাই ? সেটা অবশ্য পরবর্তী সময়ে বোঝা যাবে ৷ তবে, রাজ্যে দীর্ঘ সাত দফা লোকসভা নির্বাচনে খুশি বাম প্রার্থী ৷ তাঁর মতে, "তৃণমূল এক বা দু’দফায় ভোট করিয়ে লুঠের পরিকল্পনা করেছিল ৷ তাদের সেই ইচ্ছেপূরণ হয়নি ৷ ভোটের দেরি আছে ৷ কিন্তু, ময়দানে পড়ে থেকে লড়াই করতে হবে ৷ আমরা আবার যাদবপুর লোকসভা দখল করব ৷ আগেও যাদবপুরে বামেরা শক্তিশালী ছিল ৷ আমাদের বিশ্বাস এবার মানুষ আবার সেই ভরসা দেখাবেন ৷"

তবে, শুধু ভোটে জেতা নয়, ভোটে জিতে যাদবপুর লোকসভার জন্য অনেক কাজ করার রয়েছে বলে জানালেন সৃজন ৷ বিশেষত শহর, মফঃস্বল ও গ্রামীণ এই তিন জনবসতির মিশ্রণ রয়েছে যাদবপুরে ৷ ফলে তাঁর কাজটা কঠিন বলে মনে করছেন বাম প্রার্থী ৷ বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে বলে জানান তিনি ৷ যেমন গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে ৷ তেমনি মফঃস্বল এলাকায় পানীয় জল ও জমা জলের সমস্যা রয়েছে ৷ আলো ও রাস্তার সমস্যাও রয়েছে বলে জানান সৃজন ৷ ভোটে জিতে সেই সবগুলি মেটার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বামপ্রার্থী ৷

আরও পড়ুন:

  1. মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের
  2. অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ জয়ন্ত রায়
  3. প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'

যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে প্রচারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

যাদবপুর, 17 মার্চ: যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন একেবারে শেষ অর্থাৎ, সপ্তম দফায় 1 জুন ৷ তার আগে জোরকদমে প্রচারে নেমে পড়লেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপীঠ পর্যন্ত পদযাত্রা করলেন সিপিআইএম প্রার্থী ৷ সৃজন জানালেন, একসময় বামেদের শক্তঘাঁটি যাদবপুর লোকসভা এবার পুনরুদ্ধার করবেন তিনি ৷ সেই সঙ্গে জমা জল, পানীয় জল, খারাপ রাস্তা-সহ নানান সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেন তিনি ৷

তবে নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকে শাসকদল ও রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু, সৃজন ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন এখনও সেরকম চোখে পড়েনি ৷ তাহলে কি তৃণমূল ও বিজেপির ভিড়ে খালি দেওয়াল পাননি সৃজন ? যা নিয়ে বাম প্রার্থীর দাবি, দেওয়ালে নাম লিখলে, তা কয়েকদিন পরে মুছে যাবে ৷ তিনি মানুষের মনে নাম লেখার কাজ করছেন ৷ দেওয়াল লিখন, পোস্টার সব পরে করবেন ৷ একথা বলতে গিয়ে, প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে-র বিখ্যাত , "যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে ৷ পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে ৷ হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে ৷" গানটির কথা উল্লেখ করেন সৃজন ৷

সত্যিই কি তাই ? সেটা অবশ্য পরবর্তী সময়ে বোঝা যাবে ৷ তবে, রাজ্যে দীর্ঘ সাত দফা লোকসভা নির্বাচনে খুশি বাম প্রার্থী ৷ তাঁর মতে, "তৃণমূল এক বা দু’দফায় ভোট করিয়ে লুঠের পরিকল্পনা করেছিল ৷ তাদের সেই ইচ্ছেপূরণ হয়নি ৷ ভোটের দেরি আছে ৷ কিন্তু, ময়দানে পড়ে থেকে লড়াই করতে হবে ৷ আমরা আবার যাদবপুর লোকসভা দখল করব ৷ আগেও যাদবপুরে বামেরা শক্তিশালী ছিল ৷ আমাদের বিশ্বাস এবার মানুষ আবার সেই ভরসা দেখাবেন ৷"

তবে, শুধু ভোটে জেতা নয়, ভোটে জিতে যাদবপুর লোকসভার জন্য অনেক কাজ করার রয়েছে বলে জানালেন সৃজন ৷ বিশেষত শহর, মফঃস্বল ও গ্রামীণ এই তিন জনবসতির মিশ্রণ রয়েছে যাদবপুরে ৷ ফলে তাঁর কাজটা কঠিন বলে মনে করছেন বাম প্রার্থী ৷ বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে বলে জানান তিনি ৷ যেমন গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে ৷ তেমনি মফঃস্বল এলাকায় পানীয় জল ও জমা জলের সমস্যা রয়েছে ৷ আলো ও রাস্তার সমস্যাও রয়েছে বলে জানান সৃজন ৷ ভোটে জিতে সেই সবগুলি মেটার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বামপ্রার্থী ৷

আরও পড়ুন:

  1. মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের
  2. অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ জয়ন্ত রায়
  3. প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.