কলকাতা, 15 মে: তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তাঁর হলফনামায় যে তথ্য দিয়েছেন, তা নিয়ে নির্বাচনের আগে প্রশ্ন উঠছে ৷ 2024 সালের হলফনামায় যাদবপুর আসনের প্রার্থী সায়নীর দেওয়া হিসেবনিকেশ 2021 সালে তাঁর দেওয়া হলফনামার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ৷ তাহলে কি এই গরমিলের কারণে শেষ মুহূর্তে তাঁর মনোনয়ন বাতিল হতে পারে ? কোথায় প্রশ্ন উঠছে ?
সায়নী ঘোষ তাঁর মনোনয়ন ইতিমধ্যে জমা দিয়েছেন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন ৷ সেবার তাঁর দেওয়া হলফনামায় 2018-19 এবং 2019-20 অর্থবর্ষের আয়ের হিসেব দেওয়া হয়েছিল ৷ এবার 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য তিনি যে হলফনামা জমা দিয়েছেন, তাতে 2018-19 ও 2019-20 অর্থবর্ষের আগের হিসেবের সঙ্গে মিলছে না ৷ তাই প্রশ্ন থেকে যাচ্ছে, তিনি কি তথ্য গোপন করছেন ?
- 2024 সালে সায়নী ঘোষের জমা দেওয়া হলফনামা কী বলছে ?
2018-19 অর্থবর্ষে তাঁর আয় ছিল 4 লক্ষ 56 হাজার টাকা ৷ 2019-20 অর্থবর্ষে তা কমে হয় 3 লক্ষ 78 হাজার 380 টাকা ৷ 2020-21 অর্থবর্ষে তাঁর আয় ছিল 2 লক্ষ 40 হাজার 460 টাকা, 2021-22 অর্থবর্ষে 3 লক্ষ 59 হাজার 160 টাকা ৷ 2022-23 অর্থবর্ষে সায়নীর আয় ছিল 4 লক্ষ 71 হাজার 490 টাকা ৷ তাৎপর্যপূর্ণভাবে 2016-17 অর্থবর্ষে তিনি 13 লক্ষ 45 হাজার 611 টাকা আয় করেন ৷ সেই দিক থেকে সাম্প্রতিক সময়ে সায়ানীর আয় এক ধাক্কায় অনেকটা কমেছে ৷
এবার স্থাবর-অস্থাবর সম্পত্তিতে আসা যাক ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে 34 হাজার 500 টাকা ৷ আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা, তাঁর সঙ্গে জীবন বিমা এবং অন্য বিনিয়োগ মিলিয়ে মোট 21 লক্ষ 89 হাজার 323 টাকা রয়েছে ৷ সায়নী ঘোষের নিজের নামে একটি গাড়ি আছে । তার দাম 6 লক্ষ 77 হাজার 639 টাকা ৷ তাঁর কাছে 8 গ্রাম সোনা আছে, যার বাজার মূল্য 58 হাজার 500 টাকা ৷
অস্থাবর সম্পত্তি বলতে গল্ফ গ্রিনে সায়নীর 1 হাজার 250 স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট আছে ৷ সেখানে পার্কিংয়ের সুবিধে রয়েছে ৷ সেই ফ্ল্যাটের বাজার মূল্য 62 লক্ষ 64 হাজার টাকা ৷ তবে বাড়িটি ঋণের মাধ্যমে কেনা হয়েছে ৷ এর মধ্যে এখনও 59 লক্ষ 85 হাজার 710 টাকা শোধ করা বাকি ।
- সায়নীর হলফনামা নিয়ে বিতর্ক
2021 সালের হলফনামা অনুযায়ী 2018-19 সালে আসানসোল দক্ষিণ বিধানসভা আসনের প্রার্থী সায়নী ঘোষের বার্ষিক আয় ছিল 5 লক্ষ 68 হাজার 133 টাকা ৷ এদিকে 2024 সালের লোকসভা প্রার্থীর হলফনামায় ওই একই অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে 4 লক্ষ 56 হাজার 60 টাকা ৷
একইভাবে একুশের হলফনামা অনুযায়ী 2019-20 অর্থবর্ষে সায়নীর বার্ষিক আয় 4 লক্ষ 92 হাজার 568 টাকা ৷ 2024 সালের হলফনামায় যাদবপুর আসনের প্রার্থীর বার্ষিক আয় 3 লক্ষ 78 হাজার 330 টাকা ৷ একই অর্থবর্ষে এই দু'বছরে দু-রকম আয় হল কী করে ! এদিকে দু'টি হলফনামা অভিনেত্রী নিজে জমা দিয়েছেন ৷
- কী বলছে নির্বাচন কমিশন ?
কমিশন জানাচ্ছে, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হলফনামা নিয়ে কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি ৷ এই তথ্যগত অসঙ্গতির জন্য তাঁর প্রার্থীপদে কোনও সমস্যা হওয়ার কথা নয় ৷ সাধারণত প্রার্থী যে হলফনামা দেন, তা নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করে ৷ যদি কোথাও এই হলফনামা নিয়ে কোনও অভিযোগ জমা পড়ে, তখন অভিযোগকারীর অভিযোগটি কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হয় ৷ এর জন্য কি প্রার্থীর প্রার্থীপদ বাতিল হতে পারে ? কমিশন জানিয়েছে, এ বিষয়ে অভিযোগকারী যদি আদালতে মামলা করে, তাহলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷
এই নিয়ে প্রবীণ আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের বলেন, "ব্যক্তিগত ক্ষেত্রে এগুলি প্রার্থীর ব্যক্তি অসততার পরিচয় ৷ এর ফলে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনও বাধা হয়ে উঠবে না ৷ কাজেই এটা কোনওভাবে তাঁর প্রার্থী হওয়ায় বাধা হবে না ৷" অন্যদিকে, ইটিভি ভারতের তরফে যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছিল ৷ তবে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ সায়নীর আপ্ত-সহায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান, এই সংক্রান্ত সব নথিপত্র তাঁদের কাছে আছে ৷ বিরোধী পক্ষ থেকে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছে ।
আরও পড়ুন: