ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে, রিপোর্ট চাইল কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

ITBP Jawan accused of molestation: আরামবাগ লোকসভা কেন্দ্রের এক ভোট কেন্দ্রে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইল কমিশন ৷

ITBP jawan accused of molestation
শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে (প্রতীকি চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 10:57 AM IST

Updated : May 20, 2024, 12:31 PM IST

জাঙ্গিপাড়া, 20 মে: ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ ভোটের কাজে এসে এবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে এক ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায়। রবিবার রাতেই অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে পাকড়াও করেন গ্রামবাসীরা ৷ এরপর তাঁকে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামবাসীরা।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বিরালা হাই স্কুলের ভোট কেন্দ্রে ডিউটিতে ছিলেন চার আইটিবিপি জওয়ান। অভিযোগ তাদের মধ্যে নাগ রাজু নামে এক জওয়ান ওই গ্রামের এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন। এরই পরই অভিযুক্ত জওয়ান ধরে ফেলে গ্রামবাসীরা ৷ তাঁকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামীবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ওই আইটিবিপি জওয়ানকে উদ্ধার করে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

পাশাপাশি বিরালা হাই স্কুলে ভোটের ডিউটিতে আসা বাকি তিন জন আইটিবিপি জওয়ানকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার নির্বাচন কমিশন দু’ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷

জাঙ্গিপাড়া, 20 মে: ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ ভোটের কাজে এসে এবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে এক ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায়। রবিবার রাতেই অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে পাকড়াও করেন গ্রামবাসীরা ৷ এরপর তাঁকে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামবাসীরা।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বিরালা হাই স্কুলের ভোট কেন্দ্রে ডিউটিতে ছিলেন চার আইটিবিপি জওয়ান। অভিযোগ তাদের মধ্যে নাগ রাজু নামে এক জওয়ান ওই গ্রামের এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন। এরই পরই অভিযুক্ত জওয়ান ধরে ফেলে গ্রামবাসীরা ৷ তাঁকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামীবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ওই আইটিবিপি জওয়ানকে উদ্ধার করে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

পাশাপাশি বিরালা হাই স্কুলে ভোটের ডিউটিতে আসা বাকি তিন জন আইটিবিপি জওয়ানকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার নির্বাচন কমিশন দু’ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷

Last Updated : May 20, 2024, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.