কলকাতা, 14 এপ্রিল: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আইটি তল্লাশি ৷ যদিও শূন্য হাতে ফিরতে হল আয়কর বিভাগের আধিকারিকদের । তারপরই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন অভিষেক ৷ আগামিকাল 15 এপ্রিল তমলুকে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁর । সেই প্রচারের আগে আজ বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারের ট্রায়াল রান চলছিল । তাতেই তল্লাশি চালায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা ।
দীর্ঘক্ষণ চপার তন্নতন্ন করে তল্লাশি করার পরেও সেখান থেকে কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস । আর তারপরই এক্স হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক ।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুধু অভিষেকের চপার নয় ওই সময় সেখানে থাকা নিরাপত্তারক্ষীদেরও তল্লাশি করা হয় । এমনও খবর পাওয়া গিয়েছে যে, ট্রায়াল রানের সময় চপারটিকে কলকাতা থেকে হলদিয়া যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানানো হয় । তৃণমূল কংগ্রেসের দাবি, ওই সময় পুরো বিষয়টির একটা ভিডিয়োগ্রাফি করার চেষ্টা হয়েছিল । এক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসারেরা সেই ভিডিয়ো মুছে দেন । গোটা বিষয়ে তৃণমূল কংগ্রেস ক্ষুব্ধ । অভিষেক নিজে এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন । তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের দলকে ভয় পেয়েই এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বিজেপি । আর তাদের হয়ে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি ।
এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোশাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "এনআইএর একটি এসপি এবং নিজেকে অপসারণের পরিবর্তে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ আমার হেলিকপ্টার এবং নিরাপত্তারক্ষীদের অনুসন্ধান চালিয়েছে । যদিও তাতে কিছুই উদ্ধার হয়নি । জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু এভাবে বাংলার মানুষের মনোবলকে টলানো যাবে না ।"
ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অভিষেকের চপারের যখন ট্রায়াল রান চলছিল তখন ইনকাম ট্যাক্স অফিসারেরা তল্লাশি চালান । তখন অভিষেকের নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে ইনকাম ট্যাক্স অফিসারেরা তাদের থ্রেট করেন । এটা কি ধরনের রাজনীতি চলছে ? বিজেপি হারতে চলেছে যত বুঝতে পারছে তারা মরিয়া হয়ে পড়ছে । আর সেই কারণেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে । যে প্রতিহিংসার রাজনীতি বিজেপি করছে বাংলার মানুষ এর জবাব তাদের এই নির্বাচনে দেবে আপনার অপেক্ষা করুন শুধু ।"
অভিষেকের চপারে আইটি অফিসারদের তল্লাশি নিয়ে সরব হয়েছেন শশী পাঁজাও । তিনি বলেন, "মানুষ বুঝতে পারছে কাদের নির্দেশে অভিষেকের চপারে এ ধরনের আইটি রেট হচ্ছে ? বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে কেন্দ্রীয় এজেন্সিগুলি । তাদের নির্দেশেই অভিষেককে টার্গেট করা হচ্ছে ।"
আরও পড়ুন :