ETV Bharat / state

ইসরোর গবেষণায় সামিল হোক আইআইটি খড়গপুর, আহ্বান সোমনাথের - IIT Kharagpur Foundation Day

IIT Kharagpur Foundation Day: ইসরোর গবেষণায় সামিল হোক আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টি ৷ এমনটাই আহ্বান জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমনাথ ৷ রবিবার ছিল আইআইটি খড়গপুরের 74তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ৷

IIT Kharagpur Foundation Day
আইআইটি খড়গপুরের 74তম প্রতিষ্ঠা দিবস পালন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 12:45 PM IST

খড়গপুর, 18 অগস্ট: দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি ৷ এই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ ৷ তিনি ইসরোর গবেষণায় আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টিকে সামিল হওয়ার জন্য আহ্বান জানালেন রবিবার ৷

আইআইটি খড়গপুরে দাঁড়িয়ে এস সোমনাথ বলেন, "আমি সৌভাগ্যবান যে মহান ব্যক্তি, অনুপ্রেরণাদাতা এ এমন নেতাদের সঙ্গে কাজ করতে পেরেছি, যারা ইসরোকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ৷ আজ তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এমন কিছু কাজ করার সুযোগ পেয়েছি, যা আমাদের সকলকে চন্দ্রযান 3-এর মতো সাফল্য এনে দিয়েছে ৷ যেটি দেশকে গর্বিত করেছে । ভবিষ্যতে বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য আরও কাজ করার সংকল্প নিচ্ছি । আইআইটি খড়গপুর একটি প্রতিষ্ঠান হিসাবে দুর্দান্ত কাজ করছে ৷ আমি চাই আপনারাও ইসরোর একটি অংশ হন এবং বিভিন্ন ডোমেনে আপনার সক্ষমতায় অবদান রাখুন । আমরা নিজেদের জন্য যে বৃহত্তর লক্ষ্য নির্ধারণ করেছি তার জন্য আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টিকে ইসরোর বিজ্ঞানীর সঙ্গে যুক্ত করতে পারলে আমি আরও বেশি খুশি হব ।"

রবিবার উৎসাহ 74তম প্রতিষ্ঠা দিবস পালন করল খড়গপুর আইআইটি । সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ ওই অনুষ্ঠানে সোমনাথ ছাড়াও ভারতের জি-20 শেরপা ও নীতি আয়োগের প্রাক্তন সিইও প্রধান অমিতাভ কান্ত, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত এবং পদ্মবিভুষণ পুরস্কারপ্রাপ্ত ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ সোনাল মানসিংহ উপস্থিত ছিলেন ।

IIT Kharagpur Foundation Day
আইআইটি খড়গপুরের তরফে সম্মানিত করা হল ইসরো প্রধানকে (নিজস্ব ছবি)

রবিবার প্রথমেই প্রধান ভবনে জাতীয় পতাকা ও ইনস্টিটিউটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান । এ দিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কনফারমেন্ট গীতিন্দ্র শরণ সান্যাল ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, ইয়াং অ্যালামনাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস, স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এবং 25 বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে পরিষেবা সম্পন্ন করা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মানিত করা হয় ।

এ দিন উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, সম্প্রদায় কল্যাণ, নেতৃত্ব, উদ্যোক্তা, সামাজিক প্রভাব, জাতি গঠন, জাতীয় স্বার্থ এবং পেশাদার কৃতিত্বে শ্রেষ্ঠত্বের জন্য আইআইটি খড়গপুরের 32 জন তরুণ প্রাক্তন ছাত্রকে ইয়াং অ্যালামনি অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হয় । 30 জনকে স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও মোট 9 জনকে ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ৷ পাশাপাশি মোট 74 জন কর্মচারীকে প্রতিষ্ঠানে তাঁদের নিরবচ্ছিন্ন 25 বছরের সেবার জন্য সম্মানিত করা হয় । ফ্লোটিং সোলার পিভি প্রযুক্তির বিকাশের জন্য আইআইটি গুয়াহাটির পঙ্কজ কুমার এবং সিদ্ধান্ত আগরওয়ালকে নিনা সাক্সেনা এক্সিলেন্স ইন টেকনোলজি অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত করা হয় ।

খড়গপুর, 18 অগস্ট: দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি ৷ এই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ ৷ তিনি ইসরোর গবেষণায় আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টিকে সামিল হওয়ার জন্য আহ্বান জানালেন রবিবার ৷

আইআইটি খড়গপুরে দাঁড়িয়ে এস সোমনাথ বলেন, "আমি সৌভাগ্যবান যে মহান ব্যক্তি, অনুপ্রেরণাদাতা এ এমন নেতাদের সঙ্গে কাজ করতে পেরেছি, যারা ইসরোকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ৷ আজ তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এমন কিছু কাজ করার সুযোগ পেয়েছি, যা আমাদের সকলকে চন্দ্রযান 3-এর মতো সাফল্য এনে দিয়েছে ৷ যেটি দেশকে গর্বিত করেছে । ভবিষ্যতে বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য আরও কাজ করার সংকল্প নিচ্ছি । আইআইটি খড়গপুর একটি প্রতিষ্ঠান হিসাবে দুর্দান্ত কাজ করছে ৷ আমি চাই আপনারাও ইসরোর একটি অংশ হন এবং বিভিন্ন ডোমেনে আপনার সক্ষমতায় অবদান রাখুন । আমরা নিজেদের জন্য যে বৃহত্তর লক্ষ্য নির্ধারণ করেছি তার জন্য আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টিকে ইসরোর বিজ্ঞানীর সঙ্গে যুক্ত করতে পারলে আমি আরও বেশি খুশি হব ।"

রবিবার উৎসাহ 74তম প্রতিষ্ঠা দিবস পালন করল খড়গপুর আইআইটি । সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ ওই অনুষ্ঠানে সোমনাথ ছাড়াও ভারতের জি-20 শেরপা ও নীতি আয়োগের প্রাক্তন সিইও প্রধান অমিতাভ কান্ত, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত এবং পদ্মবিভুষণ পুরস্কারপ্রাপ্ত ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ সোনাল মানসিংহ উপস্থিত ছিলেন ।

IIT Kharagpur Foundation Day
আইআইটি খড়গপুরের তরফে সম্মানিত করা হল ইসরো প্রধানকে (নিজস্ব ছবি)

রবিবার প্রথমেই প্রধান ভবনে জাতীয় পতাকা ও ইনস্টিটিউটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান । এ দিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কনফারমেন্ট গীতিন্দ্র শরণ সান্যাল ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, ইয়াং অ্যালামনাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস, স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এবং 25 বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে পরিষেবা সম্পন্ন করা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মানিত করা হয় ।

এ দিন উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, সম্প্রদায় কল্যাণ, নেতৃত্ব, উদ্যোক্তা, সামাজিক প্রভাব, জাতি গঠন, জাতীয় স্বার্থ এবং পেশাদার কৃতিত্বে শ্রেষ্ঠত্বের জন্য আইআইটি খড়গপুরের 32 জন তরুণ প্রাক্তন ছাত্রকে ইয়াং অ্যালামনি অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হয় । 30 জনকে স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও মোট 9 জনকে ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ৷ পাশাপাশি মোট 74 জন কর্মচারীকে প্রতিষ্ঠানে তাঁদের নিরবচ্ছিন্ন 25 বছরের সেবার জন্য সম্মানিত করা হয় । ফ্লোটিং সোলার পিভি প্রযুক্তির বিকাশের জন্য আইআইটি গুয়াহাটির পঙ্কজ কুমার এবং সিদ্ধান্ত আগরওয়ালকে নিনা সাক্সেনা এক্সিলেন্স ইন টেকনোলজি অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.