ETV Bharat / state

শুরুর কয়েক ঘণ্টা আগে স্থগিত আইএসসির রসায়ন পরীক্ষা, কবে হবে ? - পরীক্ষা স্থগিত

ISC Chemistry Exam: পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার স্থগিত করা হল আইএসসির রসায়ন পরীক্ষা ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল কবে হবে এই পরীক্ষাটি ৷

ISC Chemistry Exam
আইএসসি পরীক্ষা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 1:58 PM IST

Updated : Feb 26, 2024, 6:09 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: পরীক্ষা শুরু হতে বাকি ছিল মাত্র কয়েক ঘণ্টা ৷ তার আগেই নোটিশ দিয়ে স্থগিত রাখা হল আইএসসি বোর্ডের আজকের পরীক্ষা । আজ রসায়নের প্রথম পত্রের পরীক্ষা ছিল ৷ অনিবার্য কারণ দেখিয়ে এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বোর্ডের তরফে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, 26 ফেব্রুয়ারি সোমবারের পরিবর্তে এই পরীক্ষাটি হবে 21 মার্চ বৃহস্পতিবার ৷ যদিও কেন আজকের পরীক্ষা স্থগিত রাখা হল তা এখনও স্পষ্ট নয় । বেলা 2টো থেকে শুরু হয় আইএসসি পরীক্ষা । সেই মতো রসায়নের প্রথম পত্রের পরীক্ষার জন্য ইতিমধ্যেই বহু পড়ুয়া কেন্দ্রে এসে পৌঁছয় এ দিন । তবে তারা কেন্দ্রে পৌঁছে জানতে পারে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার খবর ৷ এই খবরে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷

গত 12 ফেব্রুয়ারি থেকে আইএসসি পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে 3 এপ্রিল । পরীক্ষার ফল প্রকাশ মে মাসে করবে বলে জানিয়েছে বোর্ড ৷ পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পরীক্ষা শুরুর জন্য নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কেন্দ্রে পৌঁছতে হবে । দেরি হলে তত্ত্বাবধায়ক পরীক্ষকের কাছে কারণ জানাতে হবে । ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতীত, কেউ আধ ঘণ্টার বেশি দেরি করলে তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না । পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনা মনোযোগ সহকারে পড়তে হবে ।

ISC Chemistry Exam
আইএসসির রসায়ন পরীক্ষা স্থগিত

দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার আপডেটের জন্য ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিয়মিত চেকিং করার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে ।

আরও পড়ুন:

  1. সূচি বদলে আগামী বছর 12 ফেব্রুয়ারি শুরু পরীক্ষা ; ঘোষণা মাধ্যমিক পর্ষদের
  2. সঙ্গে মোবাইল, আরও 7 জনের পরীক্ষা বাতিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
  3. এবার ওএমআর শিটে হবে কেন্দ্রীয় সরকার অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা

কলকাতা, 26 ফেব্রুয়ারি: পরীক্ষা শুরু হতে বাকি ছিল মাত্র কয়েক ঘণ্টা ৷ তার আগেই নোটিশ দিয়ে স্থগিত রাখা হল আইএসসি বোর্ডের আজকের পরীক্ষা । আজ রসায়নের প্রথম পত্রের পরীক্ষা ছিল ৷ অনিবার্য কারণ দেখিয়ে এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বোর্ডের তরফে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, 26 ফেব্রুয়ারি সোমবারের পরিবর্তে এই পরীক্ষাটি হবে 21 মার্চ বৃহস্পতিবার ৷ যদিও কেন আজকের পরীক্ষা স্থগিত রাখা হল তা এখনও স্পষ্ট নয় । বেলা 2টো থেকে শুরু হয় আইএসসি পরীক্ষা । সেই মতো রসায়নের প্রথম পত্রের পরীক্ষার জন্য ইতিমধ্যেই বহু পড়ুয়া কেন্দ্রে এসে পৌঁছয় এ দিন । তবে তারা কেন্দ্রে পৌঁছে জানতে পারে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার খবর ৷ এই খবরে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷

গত 12 ফেব্রুয়ারি থেকে আইএসসি পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে 3 এপ্রিল । পরীক্ষার ফল প্রকাশ মে মাসে করবে বলে জানিয়েছে বোর্ড ৷ পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পরীক্ষা শুরুর জন্য নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কেন্দ্রে পৌঁছতে হবে । দেরি হলে তত্ত্বাবধায়ক পরীক্ষকের কাছে কারণ জানাতে হবে । ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতীত, কেউ আধ ঘণ্টার বেশি দেরি করলে তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না । পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনা মনোযোগ সহকারে পড়তে হবে ।

ISC Chemistry Exam
আইএসসির রসায়ন পরীক্ষা স্থগিত

দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার আপডেটের জন্য ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিয়মিত চেকিং করার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে ।

আরও পড়ুন:

  1. সূচি বদলে আগামী বছর 12 ফেব্রুয়ারি শুরু পরীক্ষা ; ঘোষণা মাধ্যমিক পর্ষদের
  2. সঙ্গে মোবাইল, আরও 7 জনের পরীক্ষা বাতিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
  3. এবার ওএমআর শিটে হবে কেন্দ্রীয় সরকার অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা
Last Updated : Feb 26, 2024, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.