কলকাতা, 14 জুন: শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেলের সফর করা বাসে আমি-আপনি । লেখাটা পড়ে অবাক হবেন না । ধর্মতলার দূরপাল্লার বাস ধরতে গিয়ে এই অভিজ্ঞতা আপনার হতে পারে বা হয়তো হয়েছে ।
আসলে একটি বেসরকারি সংস্থার থেকে নাইটদের যাতায়াতের জন্য বাস নিয়েছিল কেকেআর । আইপিএল শেষ । চ্যাম্পিয়ন হয়েও নাইটরা শহরে ফেরেননি । ফলে সেই বাসগুলো যে বেসরকারি সংস্থার, তারা বাসগুলিকে আবার পুরনো রুটে ফিরিয়ে এনেছে ৷ কলকাতা থেকে আসানসোল ভায়া দুর্গাপুর রুটে নিয়মিত যাতায়াত করছে এই বাসটি ।
যদিও এটা নতুন কিছু নয় ৷ প্রতিবারই এমনই হয় ৷ কিন্তু এবার বাস সাধারণ যাত্রীদের জন্য চলাচল করা শুরু করলেও এখনও রয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের লোগো ও ক্রিকেটারদের ছবি ৷ তাই বেগুনি রঙের বাসটি দেখলেই যে কারোরই নাইট রাইডার্সের স্মৃতি টাটকা হতে পারে । হচ্ছেও তাই ৷ অনেকে কৌতুহলবশত বাসটি ঘুরে দেখছেন ৷
বাসের চালক বলেন, “দুটো বাস কেকেআর নিয়েছিল । এই বাসের লোগো স্টিকার তোলা হয়নি ৷ কয়েকদিনের মধ্যেই হবে ৷” আইপিএলের সময় তিনিই এই বাসের স্টিয়ারিংয়ে বসতেন ৷
ধর্মতলা বাস টার্মিনাস যেন মিনি ভারত । প্রতিক্ষণে এখানকার ছবি বদলে যায় । বাহন বাহক যাত্রাপথ সব বদলে যায় । আজ যে সিটে চ্যাম্পিয়নরা, পরের দিনেই সেই সিটে আম আদমি । ঠিক সেই ভাবেই এই কয়েকদিন আগেও যে বাস বরাদ্দ ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের নামী-দামী ক্রিকেটারদের জন্য, সেই বাসেই এখন যাতায়াত সাধারণ মানুষ ৷ সত্যিই কি আজব পৃথিবী !