ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি চাইল চিকিৎসক সংগঠন - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 8:36 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ড সাংবাদিক বৈঠক করে বিচারপতির নেতৃত্বে তদন্ত চাইল আইএমএ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ৷ একই সঙ্গে যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন ৷

RG Kar Doctor Rape and Murder
চিকিৎসক সংগঠন (নিজস্ব চিত্র)

কলকাতা, 12 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সিবিআই বা পুলিশি, কোনও তদন্তই নয়। কোনও বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি চাইছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ৷

তাদের তরফ থেকে যৌথভাবে কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করা হয়। আর সেখান থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় বিচারপতির নিয়ন্ত্রণে তদন্ত চাইলেন চিকিৎসকদের এই সংগঠন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর মেডিক্যালের ঘটনার পর তৈরি হওয়া অ্যাকশন কমিটির চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, "আপনারা সবাই জানেন আরজি কর হাসপাতালে গত তিনদিন আগে কী ঘটেছে ! আমরা স্তম্ভিত। সারা পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না। একটি মেয়ে নাইট ডিউটি করছিল। সে সময় সেখানে ঢুকে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে এটা ভেবে খারাপ লাগছে তিনদিন হয়ে যাওয়ার পর পুলিশ কমিশনার বলছেন এটা একজনের কাজ না একাধিক জনের কাজ বুঝতে পারছি না। তিনদিন পরে যখন পুলিশ কমিশনার বলেন এটা একাধিক জনের কাজ হতে পারে তখন চিন্তা করতে পারছেন আমরা কোথায় রয়েছি !"

তাঁর কথায়, "আমরা চাই যত দ্রুত সম্ভব এই ঘটনার কিনারা হোক তবে এমনভাবে কিনারা করতে হবে যা সর্বজন গ্রাহ্য হতে হবে। যেভাবে ইনজুরি রিপোর্ট বা অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে তাতে চিকিৎসক হিসেবে আমাদের মনে হচ্ছে কোন একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। আমাদের দাবি যারা দোষী তাদের ইমিডিয়ে শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।" ডক্টরস অ্যাসোসিয়েশন-এর তরফে এদিন আরও জানানো হয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদত্যাগ ফিরিয়ে দিয়ে তাঁকে অন্যত্র বদলির কথা বলেছেন। এই সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে বদলি নয়, গ্রহণ করে তাঁর বিরুদ্ধে নথি নষ্ট করার জন্য আইনি প্রক্রিয়া চালু করা হোক।

একইভাবে এদিন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে দাবি করা হয়েছে, সিবিআই তদন্ত নয় সিটিং বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক। এদিন এই সংগঠনের তরফ থেকে, চিকিৎসক হীরালাল কোনার এই দাবি জানিয়েছেন। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন তিনি।

কলকাতা, 12 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সিবিআই বা পুলিশি, কোনও তদন্তই নয়। কোনও বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি চাইছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ৷

তাদের তরফ থেকে যৌথভাবে কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করা হয়। আর সেখান থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় বিচারপতির নিয়ন্ত্রণে তদন্ত চাইলেন চিকিৎসকদের এই সংগঠন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর মেডিক্যালের ঘটনার পর তৈরি হওয়া অ্যাকশন কমিটির চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, "আপনারা সবাই জানেন আরজি কর হাসপাতালে গত তিনদিন আগে কী ঘটেছে ! আমরা স্তম্ভিত। সারা পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না। একটি মেয়ে নাইট ডিউটি করছিল। সে সময় সেখানে ঢুকে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে এটা ভেবে খারাপ লাগছে তিনদিন হয়ে যাওয়ার পর পুলিশ কমিশনার বলছেন এটা একজনের কাজ না একাধিক জনের কাজ বুঝতে পারছি না। তিনদিন পরে যখন পুলিশ কমিশনার বলেন এটা একাধিক জনের কাজ হতে পারে তখন চিন্তা করতে পারছেন আমরা কোথায় রয়েছি !"

তাঁর কথায়, "আমরা চাই যত দ্রুত সম্ভব এই ঘটনার কিনারা হোক তবে এমনভাবে কিনারা করতে হবে যা সর্বজন গ্রাহ্য হতে হবে। যেভাবে ইনজুরি রিপোর্ট বা অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে তাতে চিকিৎসক হিসেবে আমাদের মনে হচ্ছে কোন একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। আমাদের দাবি যারা দোষী তাদের ইমিডিয়ে শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।" ডক্টরস অ্যাসোসিয়েশন-এর তরফে এদিন আরও জানানো হয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদত্যাগ ফিরিয়ে দিয়ে তাঁকে অন্যত্র বদলির কথা বলেছেন। এই সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে বদলি নয়, গ্রহণ করে তাঁর বিরুদ্ধে নথি নষ্ট করার জন্য আইনি প্রক্রিয়া চালু করা হোক।

একইভাবে এদিন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে দাবি করা হয়েছে, সিবিআই তদন্ত নয় সিটিং বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক। এদিন এই সংগঠনের তরফ থেকে, চিকিৎসক হীরালাল কোনার এই দাবি জানিয়েছেন। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.