ETV Bharat / state

এটাও এক আশ্চর্য ! বানারহাটের উলটো তাজমহল দেখতে তাই ভিড় পর্যটকদের - INVERTED TAJ MAHAL

কয়েকবছর হল ডুয়ার্সে তৈরি হয়েছে ফান সিটি ৷ আগেই এখানে ছিল উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটির মতো জিনিস ৷ এবার নতুন সংযোজন উলটো তাজমহল ৷

Dooars fun city
ডুয়ার্স ফান সিটিতে তৈরি হয়েছে উলটো তাজমহল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2024, 1:08 PM IST

Updated : Dec 17, 2024, 2:47 PM IST

জলপাইগুড়ি, 17 ডিসেম্বর: তাজমহল দেখতে আমরা সবাই ছুটে যাই সুদূর আগ্রায় ৷ তাজমহলের প্রতিকৃতির দেখা মেলে কলকাতার অদূরে নিউটাউনের ইকো পার্কে ৷ কিন্তু উলটো তাজমহল কখনও দেখেছেন কি? সেই সুযোগও মিলবে পশ্চিমবঙ্গেই ৷

কোথায় রয়েছে উলটো তাজমহল ?

জলপাইগুড়ি জেলার বানারহাটের আপার কলাবাড়িতে অবস্থিত ডুয়ার্স ফান সিটি । ডায়না নদীর তীরে গড়ে ওঠা এই ফান সিটিতে গেলেই এবার দেখা মিলবে উলটো তাজমহলের ৷

জলপাইগুড়ি জেলার পর্যটন মানচিত্রে নতুন পালক যুক্ত করল এই উলটো তাজমহল ৷ আপনিও কী যেতে চান উলটো তাজমহল দেখতে ? অবশ্যই যাওয়ার পথ বলে দেবে ইটিভি ভারত ৷

বানারহাটের উলটো তাজমহল দেখতে ভিড় জমছে পর্যটকদের (ইটিভি ভারত)

কীভাবে যাবেন ফান সিটিতে?

  • কলকাতা থেকে ডুয়ার্স ফান সিটি যাওয়ার পথ

ফান সিটিতে যাওয়ার জন্য আপনাকে কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে আসতে হবে বানারহাটে স্টেশন । সেখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত আপার কলাবাড়ি ডুয়ার্স ফান সিটি । বানারহাটে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া নিয়ে পৌঁছে যেতে পারেন ফান সিটিতে ৷

Dooars fun city
উলটো তাজমহলের সামনে রয়েছে ফোয়ারা (নিজস্ব ছবি)
  • শিলিগুড়ি থেকে ডুয়ার্স ফান সিটি যাওয়ার পথ

অন্যদিকে আপনি আসতে পারেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও ৷ ট্রেন থেকে নেমে ভাড়া নিয়ে নিন ছোট গাড়ি ৷ তাতে করে চালসা পেরিয়ে নাগরাকাটা শুলকাপাড়া মোড় হয়ে বানারহাট পৌঁছতে হবে । বানারহাটের দেবপাড়া চা-বাগানের পাশ দিয়েই পৌঁছে যাওয়া যাবে আপার কলাবাড়িতে । শিলিগুড়ি থেকে ডুয়ার্স ফান সিটির দূরত্ব 90 কিলোমিটার । শিলিগুড়ি থেকেও বাসে চলে আসতে পারেন ফান সিটিতে ৷ নামতে হবে বানারহাটে । সেখান থেকে গাড়ির যাত্রা ৷

  • বাগডোগরা বিমানবন্দর থেকে ডুয়ার্স ফান সিটি

বাগডোগরা বিমানবন্দর থেকেও পৌঁছে যেতে পারেন বানারহাটের আপার কলাবাড়ির ডুয়ার্স ফান সিটিতে ৷ তার জন্য করতে হবে গাড়ি ৷ বাগডোগরা বিমানবন্দর থেকে ডুয়ার্স ফান সিটির দূরত্ব 105 কিলোমিটার ।

Dooars fun city
উলটো তাজমহলের সামনে ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা (নিজস্ব ছবি)

উলটো ঘর রয়েছে ডুয়ার্স ফান সিটিতে

কয়েকবছর হল ডুয়ার্সের বুকে তৈরি হয়েছে এই ফান সিটি ৷ আগেই এখানে ছিল উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটি, উলটো চিরুনির মতো দেখার জিনিস ৷ যা দেখতে ফান সিটিতে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটক ৷ এবার সেখানে নতুন সংযোজন উলটো তাজমহল ৷ যাকে ঘিরেও পর্যটকদের মধ্যে কৌতুহলের শেষ নেই ।

তাই তো যার মাথা থেকে এই নতুন ধরনের পর্যটন ক্ষেত্রের চিন্তা-ভাবনা এসেছে সেই ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান বলেন, "কলাবাড়ির ডুয়ার্স ফান সিটি একটি পর্যটন কেন্দ্র । আমরা সব সময় চেষ্টা করি এখানে নতুনত্ব কিছু আনার । আমরা আগে উলটো ঘর করেছি । যা খুব জনপ্রিয় হয়েছে । যা দেখতে প্রচুর মানুষ আসে । এ বছর নতুন কী করতে পারি সেটা চিন্তা ভাবনা করছিলাম, তখনই আগ্রার তাজমহলের কথা মাথায় আসে । তবে সোজা নয়, এবার উলটো তাজমহল করেছি ।"

উলটো করে তাজমহল কেন করা হল, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে । এ বিষয়ে ওই পর্যটন ব্যবসায়ী বলছেন, "উলটো করে তাজমহল করা হয়েছে বিনোদন দেওয়ার জন্যই । পর্যটকদের টানার উদ্দেশ্যেই উলটো তাজমহল করেছি । ডুয়ার্সের পর্যটন শিল্পকে আরও বাড়াতে পারি, সেই আশায় এটা করেছি ।"

রবিবার (15 ডিসেম্বর) 'আম্বুলেন্স দাদা' নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের হাতেই হল এই উলটো তাজমহলের উদ্বোধন ৷ সেই নিয়ে 'আম্বুলেন্স দাদা' বলেন, "আমার পরিবারকে নিয়ে উলটো ঘর দেখতে এসেছিলাম । কিন্তু এসে দেখি উলটো তাজমহল । আমাকে দিয়েই উদ্বোধন করানো হল এটির । আমি আবার চিন্তা করলাম আগ্রায় তাজমহল আছে । এটা আবার উলটো করেছে, কোন অপমানজনক কিছু হল না তো? এর জবাবটা রহমানকেই দিতে হবে । কারণ, ওই এটা তৈরি করেছে ।"

তাঁর সংযোজন, "আমি জিজ্ঞেস করেছিলাম সোজা তাজমহল কেন করা হল না ? আমাকে জানিয়েছে, সোজা তাজমহল করলে আইনি জটিলতা হতে পারে ৷ তাই বিনোদনের জন্য উলটো করে তাজমহল করা হয়েছে । প্রচুর পর্যটক আসবে উলটো তাজমহল দেখতে । আর এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার কারণে স্থায়ী প্রচুর ছেলে মেয়ে কাজ পেয়েছে ৷ তাদের রুটিরুজির ব্যবস্থা হয়েছে ।"

উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটি দেখতে এসেছিলেন দেশ বিদেশের পর্যটক ৷ কিন্তু উলটো তাজমহল দেখে তারা হতভম্ব হয়ে গেলেন ৷ সেরকম একজন নেপালের থেকে আগত পর্যটক চিত্ত কুমার রাই বলেন, "ভারতে এসেছি । খুব ভালো লাগছে । এখানে তাজমহলকে উলটো করে তৈরি করেছে । আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছি । আমি যা ভেবেছিলাম তার থেকেও ভালো লেগেছে ।"

Dooars fun city
উলটো বাড়ি (নিজস্ব ছবি)
Dooars fun city
সুবিশাল হাওয়াই চটি (নিজস্ব ছবি)

খুদে পর্যটক রিমজান শেরপার কথায়, "আমি উলটো ঘর দেখেছি, উলটো তাজমহল দেখেছি । আমার খুব ভালো লেগেছে ।" পর্যটক সরস্বতী লামা জানান যে উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটি তো ভালোই ৷ তবে উলটো তাজমহল তাঁদের খুবই মন কেড়েছে, সেকথাও জানাতে ভোলেননি তিনি ৷

Dooars fun city
বিশাল বড় চিরুনি (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি, 17 ডিসেম্বর: তাজমহল দেখতে আমরা সবাই ছুটে যাই সুদূর আগ্রায় ৷ তাজমহলের প্রতিকৃতির দেখা মেলে কলকাতার অদূরে নিউটাউনের ইকো পার্কে ৷ কিন্তু উলটো তাজমহল কখনও দেখেছেন কি? সেই সুযোগও মিলবে পশ্চিমবঙ্গেই ৷

কোথায় রয়েছে উলটো তাজমহল ?

জলপাইগুড়ি জেলার বানারহাটের আপার কলাবাড়িতে অবস্থিত ডুয়ার্স ফান সিটি । ডায়না নদীর তীরে গড়ে ওঠা এই ফান সিটিতে গেলেই এবার দেখা মিলবে উলটো তাজমহলের ৷

জলপাইগুড়ি জেলার পর্যটন মানচিত্রে নতুন পালক যুক্ত করল এই উলটো তাজমহল ৷ আপনিও কী যেতে চান উলটো তাজমহল দেখতে ? অবশ্যই যাওয়ার পথ বলে দেবে ইটিভি ভারত ৷

বানারহাটের উলটো তাজমহল দেখতে ভিড় জমছে পর্যটকদের (ইটিভি ভারত)

কীভাবে যাবেন ফান সিটিতে?

  • কলকাতা থেকে ডুয়ার্স ফান সিটি যাওয়ার পথ

ফান সিটিতে যাওয়ার জন্য আপনাকে কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে আসতে হবে বানারহাটে স্টেশন । সেখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত আপার কলাবাড়ি ডুয়ার্স ফান সিটি । বানারহাটে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া নিয়ে পৌঁছে যেতে পারেন ফান সিটিতে ৷

Dooars fun city
উলটো তাজমহলের সামনে রয়েছে ফোয়ারা (নিজস্ব ছবি)
  • শিলিগুড়ি থেকে ডুয়ার্স ফান সিটি যাওয়ার পথ

অন্যদিকে আপনি আসতে পারেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও ৷ ট্রেন থেকে নেমে ভাড়া নিয়ে নিন ছোট গাড়ি ৷ তাতে করে চালসা পেরিয়ে নাগরাকাটা শুলকাপাড়া মোড় হয়ে বানারহাট পৌঁছতে হবে । বানারহাটের দেবপাড়া চা-বাগানের পাশ দিয়েই পৌঁছে যাওয়া যাবে আপার কলাবাড়িতে । শিলিগুড়ি থেকে ডুয়ার্স ফান সিটির দূরত্ব 90 কিলোমিটার । শিলিগুড়ি থেকেও বাসে চলে আসতে পারেন ফান সিটিতে ৷ নামতে হবে বানারহাটে । সেখান থেকে গাড়ির যাত্রা ৷

  • বাগডোগরা বিমানবন্দর থেকে ডুয়ার্স ফান সিটি

বাগডোগরা বিমানবন্দর থেকেও পৌঁছে যেতে পারেন বানারহাটের আপার কলাবাড়ির ডুয়ার্স ফান সিটিতে ৷ তার জন্য করতে হবে গাড়ি ৷ বাগডোগরা বিমানবন্দর থেকে ডুয়ার্স ফান সিটির দূরত্ব 105 কিলোমিটার ।

Dooars fun city
উলটো তাজমহলের সামনে ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা (নিজস্ব ছবি)

উলটো ঘর রয়েছে ডুয়ার্স ফান সিটিতে

কয়েকবছর হল ডুয়ার্সের বুকে তৈরি হয়েছে এই ফান সিটি ৷ আগেই এখানে ছিল উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটি, উলটো চিরুনির মতো দেখার জিনিস ৷ যা দেখতে ফান সিটিতে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটক ৷ এবার সেখানে নতুন সংযোজন উলটো তাজমহল ৷ যাকে ঘিরেও পর্যটকদের মধ্যে কৌতুহলের শেষ নেই ।

তাই তো যার মাথা থেকে এই নতুন ধরনের পর্যটন ক্ষেত্রের চিন্তা-ভাবনা এসেছে সেই ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান বলেন, "কলাবাড়ির ডুয়ার্স ফান সিটি একটি পর্যটন কেন্দ্র । আমরা সব সময় চেষ্টা করি এখানে নতুনত্ব কিছু আনার । আমরা আগে উলটো ঘর করেছি । যা খুব জনপ্রিয় হয়েছে । যা দেখতে প্রচুর মানুষ আসে । এ বছর নতুন কী করতে পারি সেটা চিন্তা ভাবনা করছিলাম, তখনই আগ্রার তাজমহলের কথা মাথায় আসে । তবে সোজা নয়, এবার উলটো তাজমহল করেছি ।"

উলটো করে তাজমহল কেন করা হল, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে । এ বিষয়ে ওই পর্যটন ব্যবসায়ী বলছেন, "উলটো করে তাজমহল করা হয়েছে বিনোদন দেওয়ার জন্যই । পর্যটকদের টানার উদ্দেশ্যেই উলটো তাজমহল করেছি । ডুয়ার্সের পর্যটন শিল্পকে আরও বাড়াতে পারি, সেই আশায় এটা করেছি ।"

রবিবার (15 ডিসেম্বর) 'আম্বুলেন্স দাদা' নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের হাতেই হল এই উলটো তাজমহলের উদ্বোধন ৷ সেই নিয়ে 'আম্বুলেন্স দাদা' বলেন, "আমার পরিবারকে নিয়ে উলটো ঘর দেখতে এসেছিলাম । কিন্তু এসে দেখি উলটো তাজমহল । আমাকে দিয়েই উদ্বোধন করানো হল এটির । আমি আবার চিন্তা করলাম আগ্রায় তাজমহল আছে । এটা আবার উলটো করেছে, কোন অপমানজনক কিছু হল না তো? এর জবাবটা রহমানকেই দিতে হবে । কারণ, ওই এটা তৈরি করেছে ।"

তাঁর সংযোজন, "আমি জিজ্ঞেস করেছিলাম সোজা তাজমহল কেন করা হল না ? আমাকে জানিয়েছে, সোজা তাজমহল করলে আইনি জটিলতা হতে পারে ৷ তাই বিনোদনের জন্য উলটো করে তাজমহল করা হয়েছে । প্রচুর পর্যটক আসবে উলটো তাজমহল দেখতে । আর এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার কারণে স্থায়ী প্রচুর ছেলে মেয়ে কাজ পেয়েছে ৷ তাদের রুটিরুজির ব্যবস্থা হয়েছে ।"

উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটি দেখতে এসেছিলেন দেশ বিদেশের পর্যটক ৷ কিন্তু উলটো তাজমহল দেখে তারা হতভম্ব হয়ে গেলেন ৷ সেরকম একজন নেপালের থেকে আগত পর্যটক চিত্ত কুমার রাই বলেন, "ভারতে এসেছি । খুব ভালো লাগছে । এখানে তাজমহলকে উলটো করে তৈরি করেছে । আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছি । আমি যা ভেবেছিলাম তার থেকেও ভালো লেগেছে ।"

Dooars fun city
উলটো বাড়ি (নিজস্ব ছবি)
Dooars fun city
সুবিশাল হাওয়াই চটি (নিজস্ব ছবি)

খুদে পর্যটক রিমজান শেরপার কথায়, "আমি উলটো ঘর দেখেছি, উলটো তাজমহল দেখেছি । আমার খুব ভালো লেগেছে ।" পর্যটক সরস্বতী লামা জানান যে উলটো ঘর, সুবিশাল হাওয়াই চটি তো ভালোই ৷ তবে উলটো তাজমহল তাঁদের খুবই মন কেড়েছে, সেকথাও জানাতে ভোলেননি তিনি ৷

Dooars fun city
বিশাল বড় চিরুনি (নিজস্ব ছবি)
Last Updated : Dec 17, 2024, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.