শিলিগুড়ি, 26 জুন: মাদক পাচারে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের পড়ুয়ারা। এতে বেশ উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন । মাদক পাচারের সঙ্গে যাতে স্কুল-কলেজের পড়ুয়ারা কোনোভাবেই জড়িয়ে না পড়ে তার জন্য এবার বিশেষ পদক্ষেপ করা হবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে । বুধবার এমনটাই জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে সমস্ত থানার অধীনে মাদক বিরোধী দিবস পালন করা হয় । পুলিশ কমিশনার সি সুধাকর নিজে মাটিগাড়া থানার তরফে এক মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের পর মাটিগাড়া এলাকায় মাদক বিরোধী প্রচার অভিযান ও মিছিল করা হয় । মিছিলে পুলিশ, স্কুল পড়ুয়া থেকে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন ।
শিলিগুড়ির কমিশনার সি সুধাকর বলেন, "মাটিগাড়া এলাকায় মাদকের কারবার কিছুটা বেশি । তবে আমরা রাশ টানতে সক্ষম হয়েছি । পুরো কমিশনারেট এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং হবে । তবে স্কুল কলেজের পড়ুয়ারা এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে ।’’
তিনি আরও বলেন, ‘‘মাদক কারবারিরা স্কুল পড়ুয়াদের টার্গেট করে একবার পাচার বা মাদক সেবনের জন্য চেষ্টা করে দেখতে বলে । আর তারপরেই সেটা অভ্যাসে বদলে যায় । সেজন্য সেসব পড়ুয়াদের সেই জাল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে । আর তাদের দিয়েই শহরের বিভিন্ন স্কুল-কলেজে সেমিনার বা বিশেষ কর্মশালার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হবে ।"
পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রীর শহরে গজিয়ে ওঠা জমি কারবারিদের বিরুদ্ধে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দিতে রাজি হননি । তবে জমি কারবারি বা মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি ।