ETV Bharat / state

ঢাকায় খুলেছে অফিস-স্কুল, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি; দাবি ভারতে আসা বাংলাদেশির - Bangladesh Unrest

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 8:00 PM IST

Indians Return: এবার দেশে ফিরছেন ভারতীয়রা ৷ প্রতিবেশী দেশের নাগরিকরাও ভারতে আসছেন ৷ বাংলাদেশ থেকে আসা নাগরিকের দাবি, সেখানে পরিস্থিতি এখন স্বাভাবিক ৷

Indians, Bangladeshi Nationals in Kolkata Airport
বাংলাদেশ থেকে দেশে ফিরে আসা ভারতীয়, বাংলাদেশিরা (Fইটিভি ভারত)

কলকাতা, 6 অগস্ট: অশান্ত বাংলাদেশ কবে ফের স্থিতিশীল হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ থেকে ভারতে ফিরে আসছেন ভারতীয়রা ৷ তাঁদের মধ্যে কেউ কর্মসূত্রে বাংলাদেশে থাকতেন ৷ অস্থির অবস্থায় এদেশে পরিবার নিয়ে চলে এসেছেন ৷ বাংলাদেশের নাগরিকরাও এদেশে আসছেন কর্মসূত্রে ৷

কলকাতা বিমানবন্দরে ভারতীয়, বাংলাদেশি নাগরিকের ভিড় (ইটিভি ভারত)

ভারতের নাগরিক দীপমাল্য পালিত বাংলাদেশে চাকরি করেন ৷ তিনি বলেন, "আতঙ্ক প্রথম দিকে ছিল না ৷ 1 জুলাই থেকে প্রতিবাদ শুরু হয়েছে ৷ 15 তারিখ নাগাদ সেটা বড় আকার নেয় ৷ 20 তারিখ রাত থেকে কার্ফু চালু হয় ৷ নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ পরে আবার চালু হয় ৷ ওখানকার নাগরিকরা বলে যে সরকার গুলি চালিয়েছে। সেই গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷"

তিনি আরও বলেন, "এরপর আবার একটা প্রতিবাদ-বিক্ষোভ চালু হয় ৷ এরপর এক দফার প্রতিবাদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ৷ বিমান পরিষেবা বন্ধ করা হয় ৷ এখনও ভারতে আসার ভাতীয় বিমান পরিষেবা বন্ধ রয়েছে ৷ আমি ইউএস বাংলার বিমানে এলাম ৷ ভালো লাগছে দেশে ফিরে।আমি ওখানে চাকরি করি ৷ আমার সঙ্গে ছোট বাচ্চা রয়েছে ৷ তাঁদের দেশে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে ৷ ভোরে বিমান ধরতে বেরিয়েছি, তখন রাস্তাঘাট ফাঁকা ছিল ৷ রাস্তায় সেনা রয়েছে ৷"

বাংলাদেশের এক নাগরিক জানালেন, গতকালের পর মঙ্গলবার দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ৷ স্কুল, কলেজ, অফিস সবই খুলে গিয়েছে ৷ আরও অনেক বাংলাদেশি নাগরিক ভারতে এসেছেন বলে জানালেন তিনি ৷

কলকাতা, 6 অগস্ট: অশান্ত বাংলাদেশ কবে ফের স্থিতিশীল হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ থেকে ভারতে ফিরে আসছেন ভারতীয়রা ৷ তাঁদের মধ্যে কেউ কর্মসূত্রে বাংলাদেশে থাকতেন ৷ অস্থির অবস্থায় এদেশে পরিবার নিয়ে চলে এসেছেন ৷ বাংলাদেশের নাগরিকরাও এদেশে আসছেন কর্মসূত্রে ৷

কলকাতা বিমানবন্দরে ভারতীয়, বাংলাদেশি নাগরিকের ভিড় (ইটিভি ভারত)

ভারতের নাগরিক দীপমাল্য পালিত বাংলাদেশে চাকরি করেন ৷ তিনি বলেন, "আতঙ্ক প্রথম দিকে ছিল না ৷ 1 জুলাই থেকে প্রতিবাদ শুরু হয়েছে ৷ 15 তারিখ নাগাদ সেটা বড় আকার নেয় ৷ 20 তারিখ রাত থেকে কার্ফু চালু হয় ৷ নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ পরে আবার চালু হয় ৷ ওখানকার নাগরিকরা বলে যে সরকার গুলি চালিয়েছে। সেই গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷"

তিনি আরও বলেন, "এরপর আবার একটা প্রতিবাদ-বিক্ষোভ চালু হয় ৷ এরপর এক দফার প্রতিবাদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ৷ বিমান পরিষেবা বন্ধ করা হয় ৷ এখনও ভারতে আসার ভাতীয় বিমান পরিষেবা বন্ধ রয়েছে ৷ আমি ইউএস বাংলার বিমানে এলাম ৷ ভালো লাগছে দেশে ফিরে।আমি ওখানে চাকরি করি ৷ আমার সঙ্গে ছোট বাচ্চা রয়েছে ৷ তাঁদের দেশে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে ৷ ভোরে বিমান ধরতে বেরিয়েছি, তখন রাস্তাঘাট ফাঁকা ছিল ৷ রাস্তায় সেনা রয়েছে ৷"

বাংলাদেশের এক নাগরিক জানালেন, গতকালের পর মঙ্গলবার দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ৷ স্কুল, কলেজ, অফিস সবই খুলে গিয়েছে ৷ আরও অনেক বাংলাদেশি নাগরিক ভারতে এসেছেন বলে জানালেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.