ETV Bharat / state

'ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন' নিয়ে কভার-পোস্টকার্ড প্রকাশ ভারতীয় ডাক বিভাগের - cover postcard of santiniketan

Santiniketan Cover Postcard: শান্তিনিকেতন এখন ইউনেসকোর বিশ্বের ঐতিহ্যবাহী ভবনগুলির তালিকায় ৷ তাই কবিগুরুর তৈরি এই বিশ্বভারতীকে বিশেষ সম্মান দিল ভারতীয় ডাক বিভাগ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সিংহ সদনের ছবি দিয়ে 'ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন' শীর্ষক কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷

Cover on Santiniketan
শান্তিনিকেতনের উপর ভারতীয় ডাক বিভাগের কভার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 7:26 PM IST

বোলপুর, 19 অগস্ট: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন 'ওয়ার্ল্ড হেরিটেজ'-এ জায়গা পেয়েছে ৷ সেই শান্তিনিকেতনকে নিয়ে সোমবার, রাখিবন্ধনের দিন বিশেষ কভার ও পোস্ট কার্ড প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷ এর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যে সব ডাকটিকিট প্রকাশিত হয়েছে, সেগুলি একত্রে একটি বই প্রকাশ হয় ৷

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে বিশেষ সম্মান ভারতীয় ডাক বিভাগের (ইটিভি ভারত)

এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে যৌথ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতনকে বিশেষ সম্মানে সম্মানিত করে ভারতীয় ডাক বিভাগ ৷ এদিন ডাক বিভাগের তরফে ঘোষণা করা হয়, প্রতিদিন একটি গাড়ি শান্তিনিকেতন থেকে সব চিঠি, সামগ্রী নিয়ে কলকাতায় যাবে ৷ রাখিবন্ধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ডাকটিকিট, পোস্ট কার্ড নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ 2023 সালের 17 সেপ্টেম্বর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ইউনেসকো ৷ বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী এই তকমা পেয়েছে ৷

এদিন প্রেক্ষাগৃহে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ঐতিহ্যবাহী সিংহ সদনের ছবি দিয়ে 'ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন' শীর্ষক কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷ পাশাপাশি, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী 8টি বাড়ি, যথাক্রমে- উপাসনা গৃহ, উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কালো বাড়ি, তালব্ধজ, চৈতি বাড়ির ছবি দিয়ে পোস্ট কার্ড প্রকাশিত হল ৷ এছাড়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বহু ডাকটিকিট, পোস্ট কার্ড, কভার তৈরি হয়েছে ৷ সেগুলি একসঙ্গে করে একটি বই প্রকাশিত হয় ৷ একই সঙ্গে 'ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন' শীর্ষক একটি স্থায়ী স্ট্যাম্প তৈরি হল, যা শান্তিনিকেতন ডাকঘরে প্রতিদিন ব্যবহৃত হবে ৷

ভারতীয় ডাক বিভাগের তরফে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, কলকাতা জোনের পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার, বিশ্বভারতীর তরফে রবীন্দ্রভবনের আধিকারিক অধ্যাপক অমল পাল, হেরিটেজ কমিটির বিশ্বভারতীর সদস্য স্বাতী গঙ্গোপাধ্যায়, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ প্রমুখ ৷

ভারতীয় ডাক বিভাগের এই রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর গুরুত্ব অপরিসীম ৷ তাই ভারতীয় ডাক বিভাগ বিশেষ কভার, পোস্ট কার্ড, স্ট্যাম্প রিলিজ করল ৷ এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমরা আপ্লুত ৷ কবিগুরুর আদর্শকে আরও ছড়িয়ে দিতে চায় ডাক বিভাগ ৷ শান্তিনিকেতনের গুরুত্বের কথা মাথায় রেখে একটি গাড়ি রোজ কলকাতা যাবে, এটা ঠিক করা হয়েছে, যাতে কোনও কাজ থেমে না থাকে ৷"

বোলপুর, 19 অগস্ট: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন 'ওয়ার্ল্ড হেরিটেজ'-এ জায়গা পেয়েছে ৷ সেই শান্তিনিকেতনকে নিয়ে সোমবার, রাখিবন্ধনের দিন বিশেষ কভার ও পোস্ট কার্ড প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷ এর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যে সব ডাকটিকিট প্রকাশিত হয়েছে, সেগুলি একত্রে একটি বই প্রকাশ হয় ৷

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে বিশেষ সম্মান ভারতীয় ডাক বিভাগের (ইটিভি ভারত)

এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে যৌথ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতনকে বিশেষ সম্মানে সম্মানিত করে ভারতীয় ডাক বিভাগ ৷ এদিন ডাক বিভাগের তরফে ঘোষণা করা হয়, প্রতিদিন একটি গাড়ি শান্তিনিকেতন থেকে সব চিঠি, সামগ্রী নিয়ে কলকাতায় যাবে ৷ রাখিবন্ধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ডাকটিকিট, পোস্ট কার্ড নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ 2023 সালের 17 সেপ্টেম্বর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ইউনেসকো ৷ বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী এই তকমা পেয়েছে ৷

এদিন প্রেক্ষাগৃহে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ঐতিহ্যবাহী সিংহ সদনের ছবি দিয়ে 'ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন' শীর্ষক কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷ পাশাপাশি, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী 8টি বাড়ি, যথাক্রমে- উপাসনা গৃহ, উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কালো বাড়ি, তালব্ধজ, চৈতি বাড়ির ছবি দিয়ে পোস্ট কার্ড প্রকাশিত হল ৷ এছাড়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বহু ডাকটিকিট, পোস্ট কার্ড, কভার তৈরি হয়েছে ৷ সেগুলি একসঙ্গে করে একটি বই প্রকাশিত হয় ৷ একই সঙ্গে 'ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন' শীর্ষক একটি স্থায়ী স্ট্যাম্প তৈরি হল, যা শান্তিনিকেতন ডাকঘরে প্রতিদিন ব্যবহৃত হবে ৷

ভারতীয় ডাক বিভাগের তরফে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, কলকাতা জোনের পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার, বিশ্বভারতীর তরফে রবীন্দ্রভবনের আধিকারিক অধ্যাপক অমল পাল, হেরিটেজ কমিটির বিশ্বভারতীর সদস্য স্বাতী গঙ্গোপাধ্যায়, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ প্রমুখ ৷

ভারতীয় ডাক বিভাগের এই রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর গুরুত্ব অপরিসীম ৷ তাই ভারতীয় ডাক বিভাগ বিশেষ কভার, পোস্ট কার্ড, স্ট্যাম্প রিলিজ করল ৷ এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমরা আপ্লুত ৷ কবিগুরুর আদর্শকে আরও ছড়িয়ে দিতে চায় ডাক বিভাগ ৷ শান্তিনিকেতনের গুরুত্বের কথা মাথায় রেখে একটি গাড়ি রোজ কলকাতা যাবে, এটা ঠিক করা হয়েছে, যাতে কোনও কাজ থেমে না থাকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.