ETV Bharat / state

ভারতীয় জাদুঘরের প্রত্নবস্তুতে কিউআর কোড, স্ক্যান করলেই মিলবে ইতিহাস - Indian Museum Artefacts History

Indian Museum Artefacts History: কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে ভারতীয় জাদুঘরে সংগৃহীত প্রত্নবস্তুর ইতিহাস ৷ এমনই সুবিধা আনতে চলেছে ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ ৷ দর্শকদের সময় বাঁচাতে ও ভিড় কমানোর জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 10:08 PM IST

ETV BHARAT
কিউআর কোড স্ক্যান করে জানা যাবে ভারতীয় জাদুঘরের প্রত্নবস্তুর ইতিহাস ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 8 জুলাই: ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ চালু করতে চলেছে কিউআর কোড প্রযুক্তি ৷ কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে সংগৃহীত প্রত্নবস্তুর বিস্তারিত ইতিহাস ৷ মূলত, দর্শক চাহিদা পূরণ করতেই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে জাদুঘর কর্তৃপক্ষ ৷

ভারতীয় জাদুঘরের প্রত্নবস্তুতে কিউআর কোড (ইটিভি ভারত)

বর্তমানে ভারতীয় জাদুঘরে 24টি গ্যালারি রয়েছে ৷ তার মধ্যে 15টি গ্যালারিতে কিউআর কোডের প্রযুক্তি চালু করা হবে ৷ প্রাথমিক স্তরে শিল্প, নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্বের সঙ্গে সম্পর্কিত সংগ্রহে কিউআর কোড বসানো হবে ৷ দিল্লির একটি সংস্থাকে কিউআর কোড সিস্টেম তৈরির জন্য বরাত দেওয়া হয়েছে ৷ যারা আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে ৷

বর্তমানে ভারতীয় জাদুঘরে প্রদর্শিত জিনিসের সামান্য তথ্য ডিসপ্লে বোর্ডে উল্লেখ থাকে ৷ নাম, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে ইত্যাদি ৷ কিন্তু, সেই প্রত্নবস্তু বা সংগ্রহের ইতিহাস বিশদে উল্লেখ থাকে না ৷ ফলে, যারা সেই সংগ্রহের ইতিহাস জানেন না, তাদের কাছে বিশেষ গুরুত্ব পায় না সেটি ৷ অথচ, তার ঐতিহাসিক গুরুত্ব যেমন আছে, তেমনি মাহাত্ম্য প্রচুর ৷ সেই দিকটি মাথায় রেখে জাদুঘর কর্তৃপক্ষ QR কোড প্রযুক্তি চালু করতে চাইছে ৷ যে কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে প্রত্নবস্তুর ইতিহাস ৷ এই কিউআর কোড প্রযুক্তি শুধুমাত্র লেখা তথ্যই নয়, অডিয়ো গাইড বা ভয়েসওভারে তথ্য প্রদান করবে ৷

এতে দর্শকরা যেমন তথ্য সমৃদ্ধ হবেন ৷ একইভাবে যারা গবেষণা করেন বা করছেন, এমন ব্যক্তিরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ৷ বহুক্ষেত্রে দেখা যায় যে, স্কুল বা যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলে দলে ছেলেমেয়েরা জাদুঘরে আসে ৷ তখন কর্তৃপক্ষ ট্যুর গাইড হিসেবে নিজেদের কর্মীদের তাদের সঙ্গে পাঠায় ৷ কিন্তু, বাকি ক্ষেত্রে তা হয়ে ওঠে না ৷ কিন্তু, কিউআর কোড চালু হলে সেই খামতি পূরণ অনেকটাই সম্ভব হবে ৷ যদিও, জাদুঘরের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী এই মুহূর্তে বিস্তারিত তথ্য দিতে নারাজ ৷ তাঁর কথায়, "QR কোডের বিষয়ে এখনই বলা মানে তাড়াতাড়ি হয়ে যাবে ৷ আমরা কাজটা সম্পন্ন করার পর, নির্দিষ্ট সময়ে জানানো হবে ৷"

কলকাতার ভারতীয় জাদুঘরের সংগ্রহে এখনও পর্যন্ত মোট 1 লক্ষ 8 হাজার প্রত্নবস্তু রয়েছে ৷ তার মধ্যে মাত্র 5-6 শতাংশ প্রদর্শনের জন্য রাখা আছে ৷ সময়ের সঙ্গে বিভিন্ন প্রত্নবস্তুকে ঘুরিয়ে ফিরিয়ে গ্যালারিতে রাখা হয় ৷ সকল প্রত্নবস্তু জনসমক্ষে আনা সম্ভব নয় বলে জানিয়ছেন তিনি ৷

উল্লেখ্য, ভারতীয় জাদুঘরের ভিতরে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গ্যালারি রয়েছে ৷ যেগুলিতে হাজার হাজার প্রত্নবস্তু রয়েছে ৷ যার সঙ্গেও জড়িত রয়েছে ইতিহাস ও বিজ্ঞান ৷ বাস্তুতন্ত্র থেকে প্রাণী জগৎ, গবেষকদের অনেক সাহায্যে আসে কলকাতার ভারতীয় জাদুঘর ৷ কিন্তু, এই গ্যালারিগুলিতে কিউআর কোড চালু করা হবে না ৷ তা করতে গেলে সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমতি প্রয়োজন ৷ বর্তমানে ওই গ্যালারিগুলি সংশ্লিষ্ট সংস্থা পরিচালনা করে ৷

কলকাতা, 8 জুলাই: ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ চালু করতে চলেছে কিউআর কোড প্রযুক্তি ৷ কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে সংগৃহীত প্রত্নবস্তুর বিস্তারিত ইতিহাস ৷ মূলত, দর্শক চাহিদা পূরণ করতেই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে জাদুঘর কর্তৃপক্ষ ৷

ভারতীয় জাদুঘরের প্রত্নবস্তুতে কিউআর কোড (ইটিভি ভারত)

বর্তমানে ভারতীয় জাদুঘরে 24টি গ্যালারি রয়েছে ৷ তার মধ্যে 15টি গ্যালারিতে কিউআর কোডের প্রযুক্তি চালু করা হবে ৷ প্রাথমিক স্তরে শিল্প, নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্বের সঙ্গে সম্পর্কিত সংগ্রহে কিউআর কোড বসানো হবে ৷ দিল্লির একটি সংস্থাকে কিউআর কোড সিস্টেম তৈরির জন্য বরাত দেওয়া হয়েছে ৷ যারা আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে ৷

বর্তমানে ভারতীয় জাদুঘরে প্রদর্শিত জিনিসের সামান্য তথ্য ডিসপ্লে বোর্ডে উল্লেখ থাকে ৷ নাম, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে ইত্যাদি ৷ কিন্তু, সেই প্রত্নবস্তু বা সংগ্রহের ইতিহাস বিশদে উল্লেখ থাকে না ৷ ফলে, যারা সেই সংগ্রহের ইতিহাস জানেন না, তাদের কাছে বিশেষ গুরুত্ব পায় না সেটি ৷ অথচ, তার ঐতিহাসিক গুরুত্ব যেমন আছে, তেমনি মাহাত্ম্য প্রচুর ৷ সেই দিকটি মাথায় রেখে জাদুঘর কর্তৃপক্ষ QR কোড প্রযুক্তি চালু করতে চাইছে ৷ যে কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে প্রত্নবস্তুর ইতিহাস ৷ এই কিউআর কোড প্রযুক্তি শুধুমাত্র লেখা তথ্যই নয়, অডিয়ো গাইড বা ভয়েসওভারে তথ্য প্রদান করবে ৷

এতে দর্শকরা যেমন তথ্য সমৃদ্ধ হবেন ৷ একইভাবে যারা গবেষণা করেন বা করছেন, এমন ব্যক্তিরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ৷ বহুক্ষেত্রে দেখা যায় যে, স্কুল বা যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলে দলে ছেলেমেয়েরা জাদুঘরে আসে ৷ তখন কর্তৃপক্ষ ট্যুর গাইড হিসেবে নিজেদের কর্মীদের তাদের সঙ্গে পাঠায় ৷ কিন্তু, বাকি ক্ষেত্রে তা হয়ে ওঠে না ৷ কিন্তু, কিউআর কোড চালু হলে সেই খামতি পূরণ অনেকটাই সম্ভব হবে ৷ যদিও, জাদুঘরের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী এই মুহূর্তে বিস্তারিত তথ্য দিতে নারাজ ৷ তাঁর কথায়, "QR কোডের বিষয়ে এখনই বলা মানে তাড়াতাড়ি হয়ে যাবে ৷ আমরা কাজটা সম্পন্ন করার পর, নির্দিষ্ট সময়ে জানানো হবে ৷"

কলকাতার ভারতীয় জাদুঘরের সংগ্রহে এখনও পর্যন্ত মোট 1 লক্ষ 8 হাজার প্রত্নবস্তু রয়েছে ৷ তার মধ্যে মাত্র 5-6 শতাংশ প্রদর্শনের জন্য রাখা আছে ৷ সময়ের সঙ্গে বিভিন্ন প্রত্নবস্তুকে ঘুরিয়ে ফিরিয়ে গ্যালারিতে রাখা হয় ৷ সকল প্রত্নবস্তু জনসমক্ষে আনা সম্ভব নয় বলে জানিয়ছেন তিনি ৷

উল্লেখ্য, ভারতীয় জাদুঘরের ভিতরে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গ্যালারি রয়েছে ৷ যেগুলিতে হাজার হাজার প্রত্নবস্তু রয়েছে ৷ যার সঙ্গেও জড়িত রয়েছে ইতিহাস ও বিজ্ঞান ৷ বাস্তুতন্ত্র থেকে প্রাণী জগৎ, গবেষকদের অনেক সাহায্যে আসে কলকাতার ভারতীয় জাদুঘর ৷ কিন্তু, এই গ্যালারিগুলিতে কিউআর কোড চালু করা হবে না ৷ তা করতে গেলে সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমতি প্রয়োজন ৷ বর্তমানে ওই গ্যালারিগুলি সংশ্লিষ্ট সংস্থা পরিচালনা করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.