ETV Bharat / state

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন, গ্রেফতার 31 - WB Bypolls 2024 - WB BYPOLLS 2024

WB Bypolls 2024: বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হল উপনির্বাচন ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত চার কেন্দ্রে ভোটের হার 67.12% ৷ গ্রেফতার করা হয়েছে 31 জনকে ৷

ETV BHARAT
মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 8:01 PM IST

কলকাতা, 10 জুলাই: শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে গুলি চলার খবরে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল 4টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 31 জনকে ৷ বিকেল পাঁচটা পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়েছে 62.71 শতাংশ ৷

বুধবার উপনির্বাচন হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে 67.12 শতাংশ, রানাঘাট দক্ষিণে 65.37 শতাংশ, বাগদায় 65.15 শতাংশ ও মানিকতলায় 51.39 শতাংশ ভোট পড়েছে ৷ তবে পাঁচটার পরও ভোটের লাইনে কয়েকজন ভোটার থাকায় ভোটদানের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷

চার কেন্দ্র মিলিয়ে মোট 1097 বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ছিল 142টি । মোতায়েন করা ছিল 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি বুথে কিছু উত্তেজনার ঘটনা ঘটে ৷ ভোটের সকালেই গুলি চলেছে বলে খবর ছড়িয়ে পড়ে রানাঘাট দক্ষিণের পূর্ণনগরে ৷ কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয় রানাঘাট থানার আইসি, এসডিপিও তদন্ত করছেন । স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি ।

পূর্ণনগরে বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ জনাকয়েক দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়, ভাঙচুর করে বাড়ির একাংশ । পাশাপাশি গুলিও করা হয় । এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে । বুধবার ওই বিজেপি কর্মীর বাড়িতে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷

এছাড়াও রানাঘাট দক্ষিণে 90/83 নম্বর বুথে বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ৷ রানাঘাট দক্ষিণে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবিতে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম ৷

এদিন বাগদা বিধানসভার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার ‌82 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ ওঠে ৷ বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হেনস্থা করারও অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর ঘিরে অশান্তি হয় বাগদার গাদপুকুরিয়ায় । আক্রান্ত হয় সংবাদমাধ্যমও ৷ গাদপুকুরিয়ার 188 নম্বর বুথে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস পরিদর্শনে গেলে তৃণমূল সমর্থকরা তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ ৷ বিজেপি প্রার্থী বলেন, ওই বুথে ছাপ্পা ভোটের খবর পেয়েই তিনি সেখানে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে যান ৷ তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বের করে দেন ৷ এরপরই তৃণমূলের সমর্থকরা তাঁর উপর লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ ৷

এদিকে, মানিকতলার একাধিক বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ ওঠে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে এই অভিযোগ জানায় বিজেপির প্রতিনিধি দল । মানিকতলার 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে । তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, উপনির্বাচনের চারটে কেন্দ্র মিলিয়ে দিনভর যা অভিযোগ এসেছে তার ভিত্তিতে মোট গ্রেফতারের সংখ্যা 31 । এর মধ্যে রানাঘাটে গতকালের ঘটনায় প্রথমে 26 জন এবং ভোটের দিন আর ও দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া বাগদা কেন্দ্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে ৷

তবে নির্বাচনী এই অভিযোগ পালটা অভিযোগের মধ্যেই ধরা পড়েছে সৌজন্যের ছবি ৷ মানিকতলার উল্টোডাঙায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা সন্ধ্যা চৌবে ৷ কোথায় ভোট হচ্ছে ঠাওর করতে পারছিলেন না তিনি ৷ তাঁকে হাত ধরে ভোট দিতে সাহায্য করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত ৷ এই সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থীর মা ৷

কলকাতা, 10 জুলাই: শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে গুলি চলার খবরে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল 4টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 31 জনকে ৷ বিকেল পাঁচটা পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়েছে 62.71 শতাংশ ৷

বুধবার উপনির্বাচন হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে 67.12 শতাংশ, রানাঘাট দক্ষিণে 65.37 শতাংশ, বাগদায় 65.15 শতাংশ ও মানিকতলায় 51.39 শতাংশ ভোট পড়েছে ৷ তবে পাঁচটার পরও ভোটের লাইনে কয়েকজন ভোটার থাকায় ভোটদানের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷

চার কেন্দ্র মিলিয়ে মোট 1097 বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ছিল 142টি । মোতায়েন করা ছিল 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি বুথে কিছু উত্তেজনার ঘটনা ঘটে ৷ ভোটের সকালেই গুলি চলেছে বলে খবর ছড়িয়ে পড়ে রানাঘাট দক্ষিণের পূর্ণনগরে ৷ কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয় রানাঘাট থানার আইসি, এসডিপিও তদন্ত করছেন । স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি ।

পূর্ণনগরে বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ জনাকয়েক দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়, ভাঙচুর করে বাড়ির একাংশ । পাশাপাশি গুলিও করা হয় । এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে । বুধবার ওই বিজেপি কর্মীর বাড়িতে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷

এছাড়াও রানাঘাট দক্ষিণে 90/83 নম্বর বুথে বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ৷ রানাঘাট দক্ষিণে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবিতে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম ৷

এদিন বাগদা বিধানসভার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার ‌82 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ ওঠে ৷ বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হেনস্থা করারও অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর ঘিরে অশান্তি হয় বাগদার গাদপুকুরিয়ায় । আক্রান্ত হয় সংবাদমাধ্যমও ৷ গাদপুকুরিয়ার 188 নম্বর বুথে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস পরিদর্শনে গেলে তৃণমূল সমর্থকরা তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ ৷ বিজেপি প্রার্থী বলেন, ওই বুথে ছাপ্পা ভোটের খবর পেয়েই তিনি সেখানে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে যান ৷ তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বের করে দেন ৷ এরপরই তৃণমূলের সমর্থকরা তাঁর উপর লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ ৷

এদিকে, মানিকতলার একাধিক বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ ওঠে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে এই অভিযোগ জানায় বিজেপির প্রতিনিধি দল । মানিকতলার 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে । তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, উপনির্বাচনের চারটে কেন্দ্র মিলিয়ে দিনভর যা অভিযোগ এসেছে তার ভিত্তিতে মোট গ্রেফতারের সংখ্যা 31 । এর মধ্যে রানাঘাটে গতকালের ঘটনায় প্রথমে 26 জন এবং ভোটের দিন আর ও দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া বাগদা কেন্দ্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে ৷

তবে নির্বাচনী এই অভিযোগ পালটা অভিযোগের মধ্যেই ধরা পড়েছে সৌজন্যের ছবি ৷ মানিকতলার উল্টোডাঙায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা সন্ধ্যা চৌবে ৷ কোথায় ভোট হচ্ছে ঠাওর করতে পারছিলেন না তিনি ৷ তাঁকে হাত ধরে ভোট দিতে সাহায্য করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত ৷ এই সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থীর মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.