কলকাতা, 21 জুন: প্রাক বর্ষার হাত ধরে বর্ষার আগমনী শুরু হলেও, দক্ষিণবঙ্গে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বর্ষা প্রবেশের ৷ বৃহস্পতিবারের এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ৷ বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং বিহারের কিছু অংশে প্রবেশ করেছে । আগামি দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা। এরপরই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা ও উত্তরবঙ্গের বাকি অংশে পুরোপুরি মৌসুমী বায়ু ঢুকে পড়বে।
এই পরিস্থিতিতে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাদ যাবে না কলকাতা-সহ আশেপাশের জেলাও। প্রাক বর্ষার বৃষ্টির কারণে তাপমাত্রা গত দুই দিনে অনেকটাই কমেছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে বলে বলা হয়েছে হাওয়া অফিস সূত্রে ৷
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে ৷ আপাততত বৃষ্টি পরিস্থিতির কোনও উন্নতি নেই ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে । মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আগামিকাল ও পরশু অর্থাৎ শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89 শতাংশ ৷ সর্বনিম্ন 58 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান 4.9 মিলিমিটার। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তারমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।