ETV Bharat / state

রাতে অতি ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জারি সতর্কতা - MONSOON UPDATE IN WEST BENGAL - MONSOON UPDATE IN WEST BENGAL

Heavy Rainfall in Kolkata: সাগরে ঘনাচ্ছে নয়া নিম্নচাপ ৷ সক্রিয় মৌসুমী অক্ষরেখাও ৷ আর তার জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোথাও ভারী আবার কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি চলেছে ৷ আবহাওয়া অফিস জানাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ৷ দেখে নিন জন্মাষ্টমীর সন্ধে থেকে রাতে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে?

Heavy Rainfall in Kolkata
আরও ভারী বৃষ্টি একাধিক জেলায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 5:11 PM IST

কলকাতা, 26 অগস্ট: সুস্পষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখায় সোম সকাল থেকেই অবিরাম ধারায় হয়ে চলেছে বৃ্ষ্টি ৷ সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ কোন কোন জেলায় ভারী ও কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হবে?

দক্ষিণ বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চলের ওপর সুষ্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে। এই নিম্নচাপ আজ সকালে গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছিল। এরপর এই সক্রিয় নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। আগামী দু'দিনে গাঙ্গেয়বঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর দিয়ে অতিক্রম করবে।

ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জারি সতর্কতা (ইটিভি ভারত)

এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, গুনা, সিধি, ডালটনগঞ্জ, গাঙ্গেয়বঙ্গের ওপর দিয়ে অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ও বঙ্গোপসাগরে পড়বে। এর পাশাপাশি বৃহস্পতিবার, 29 অগস্ট নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে পূর্ব মধ্য এবং তার আশপাশের উত্তর বঙ্গোপসাগরে। এই সামগ্রিক পরিস্থিতির জেরে বৃষ্টি চলবে ৷

আজ ও আগামিকালের পূর্বাভাস-

  • আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে সোমবার সন্ধ্যা বা রাতের মধ্যে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টি হবে মালদা, কলকাতা, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৷
    Heavy Rainfall in Kolkata
    বৃষ্টিভেজা শহর (ইটিভি ভারত)
  • আগামিকাল, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সতর্কতা-

এই আবহাওয়া পরিস্থিতিতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বইবে। সর্বোচ্চ হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার হতে পারে। তাই আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3.9 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রির নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 89 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার।

কলকাতা, 26 অগস্ট: সুস্পষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখায় সোম সকাল থেকেই অবিরাম ধারায় হয়ে চলেছে বৃ্ষ্টি ৷ সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ কোন কোন জেলায় ভারী ও কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হবে?

দক্ষিণ বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চলের ওপর সুষ্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে। এই নিম্নচাপ আজ সকালে গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছিল। এরপর এই সক্রিয় নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। আগামী দু'দিনে গাঙ্গেয়বঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর দিয়ে অতিক্রম করবে।

ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জারি সতর্কতা (ইটিভি ভারত)

এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, গুনা, সিধি, ডালটনগঞ্জ, গাঙ্গেয়বঙ্গের ওপর দিয়ে অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ও বঙ্গোপসাগরে পড়বে। এর পাশাপাশি বৃহস্পতিবার, 29 অগস্ট নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে পূর্ব মধ্য এবং তার আশপাশের উত্তর বঙ্গোপসাগরে। এই সামগ্রিক পরিস্থিতির জেরে বৃষ্টি চলবে ৷

আজ ও আগামিকালের পূর্বাভাস-

  • আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে সোমবার সন্ধ্যা বা রাতের মধ্যে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টি হবে মালদা, কলকাতা, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৷
    Heavy Rainfall in Kolkata
    বৃষ্টিভেজা শহর (ইটিভি ভারত)
  • আগামিকাল, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সতর্কতা-

এই আবহাওয়া পরিস্থিতিতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বইবে। সর্বোচ্চ হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার হতে পারে। তাই আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3.9 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রির নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 89 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.