ETV Bharat / state

নিম্নচাপের জেরে আজও ভাসবে কলকাতা, পারদ নামল 6 ডিগ্রির বেশি - West Bengal Weather Update

WB Weather Report: নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যহত বঙ্গে ৷ মূলত, দক্ষিণবঙ্গে হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরেও ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র ৷ ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

WB Weather Report
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যহত বঙ্গে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 7:45 AM IST

Updated : Sep 15, 2024, 9:42 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাত চলছে । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । একইসঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির লাল ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে ।

কী বলছে হাওয়া অফিস ? (ইটিভি ভারত)

নিম্নচাপের ভ্রুকুটির সঙ্গে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় বাংলায় । এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে । আজও চলবে এই বৃষ্টিপাত । উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে । পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় । এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । গত 24 ঘণ্টায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় । তারপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা রোহতকের পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে । ফলে বৃষ্টি পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে, যা ইতিমধ্যে প্রভাব ফেলছে উত্তরবঙ্গেও । এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ।

আজ রবিবার দিনের আকাশ মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে । ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ।

রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে । শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় । রবিবারও সেই সম্ভাবনা রয়েছে । আজ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি ।

শনিবার কলকাতা এবং শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 62.2 মিলিমিটার । দিনভর লাগাতার বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা 6 ডিগ্রি নেমে গিয়েছে ।

আরও পড়ুন:

কলকাতা, 15 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাত চলছে । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । একইসঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির লাল ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে ।

কী বলছে হাওয়া অফিস ? (ইটিভি ভারত)

নিম্নচাপের ভ্রুকুটির সঙ্গে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় বাংলায় । এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে । আজও চলবে এই বৃষ্টিপাত । উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে । পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় । এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । গত 24 ঘণ্টায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় । তারপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা রোহতকের পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে । ফলে বৃষ্টি পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে, যা ইতিমধ্যে প্রভাব ফেলছে উত্তরবঙ্গেও । এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ।

আজ রবিবার দিনের আকাশ মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে । ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ।

রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে । শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় । রবিবারও সেই সম্ভাবনা রয়েছে । আজ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি ।

শনিবার কলকাতা এবং শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 62.2 মিলিমিটার । দিনভর লাগাতার বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা 6 ডিগ্রি নেমে গিয়েছে ।

আরও পড়ুন:

Last Updated : Sep 15, 2024, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.