কলকাতা, 21 জুলাই: বৃষ্টিভেজা রবিবারে তৃণমূলের একুশে জুলাই ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিশেষ করে কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । তবে আংশিক মেঘলা আকাশ এবং সকাল থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি চলবে । যদিও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, “পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সালমীর থেকে আজমের হয়ে রায়পুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।’’
শনিবার কলকাতা এবং শহরতলীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন, দুই’ই স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 66 শতাংশ । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।
বঙ্গোপসাগরের নিম্নচাপ শনিবার সকালে পুরীর কাছাকাছি চিল্কা এলাকায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে । পরবর্তী 24 ঘণ্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে । এর প্রভাবে ওড়িশা এবং ছত্রিশগড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।
কোথায় কী পূর্বাভাস ?
- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে ।
- সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে ।
- মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতে । বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে ।
শনিবার উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় সর্বত্র বৃষ্টি হয়েছে । আজও তাই চলবে ৷ আগামিকাল থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে । একমাত্র ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে । আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে এই দুই জেলায় । দার্জিলিং-সহ উপরের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।