কলকাতা, 20 জুলাই: জোরকদমে প্রস্তুতি চলছে 21 জুলাইয়ের সভার ৷ আগামিকাল রাজ্যের শাসকদলের মেগা জনসমাবেশ ৷ তারমধ্য়েই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবারও রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে । এটি উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে । মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ-ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে । তারপর উত্তর-পশ্চিম দিকে এগোবে । পুরীর কাছাকাছি ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। পরবর্তী 24 ঘণ্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে । নিম্নচাপটির অবস্থান পুরী থেকে 70 কিলোমিটার দক্ষিণ পূর্ব ও গোপালপুর থেকে 130 কিলোমিটার পূর্ব দিকে ৷ ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে 130 কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি ।"
আগামিকাল 21 জুলাই রবিবার, ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই । তবে বারিধারায় ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা ৷ মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বত্র বৃষ্টির পূর্বাভাস । বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি-সহ কলকাতার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে । আজ শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে ।
শুক্রবার থেকেই বৃষ্টি কমতে শুরু করেছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । আজ, শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর ৷ রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে । ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে 45 থেকে 55 এমনকী সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর ৷
শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90শতাংশ ৷ সর্বনিম্ন 74 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 17.6 মিলিমিটার। আজ শনিবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুত-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।