কলকাতা, 30 মার্চ: আবহাওয়ার মুড সুইংয়ে জেরবার বাংলা ৷ বৈশাখ মাস আসতে এখনও সপ্তাহ দুয়েকেরও বেশি সময় বাকি ৷ কিন্তু মেঘ-বৃষ্টি-রোদের খেলায় আবহাওয়ার মুড সুইং চমকে দিচ্ছে ৷ শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ তবে এপ্রিলের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷
কলকাতায় আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "ফের পারদ চড়বে দক্ষিণবঙ্গে ৷ আগামী 2-3 দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে ৷ পাশাপাশি এপ্রিলের শুরু থেকেই পশ্চিমের জেলাগুলিতে 40 ছুঁতে পারে তাপমাত্রা ৷ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে ৷ রাজ্যের দক্ষিণে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে ৷ এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই ৷"
শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ সর্বনিম্ন 52 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: