ETV Bharat / state

এপ্রিলের প্রথমেই পারদ চড়বে চল্লিশে, উত্তর-দক্ষিণে হালকা বৃষ্টির পূর্বাভাস - West Bengal Weather Forecast - WEST BENGAL WEATHER FORECAST

West Bengal Weather Update: বৈশাখের আগেই তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ তবে বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই ৷

ETV Bharat
বৈশাখের আগেই প্রবল অস্বস্তিকর গরম
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 6:36 AM IST

কলকাতা, 30 মার্চ: আবহাওয়ার মুড সুইংয়ে জেরবার বাংলা ৷ বৈশাখ মাস আসতে এখনও সপ্তাহ দুয়েকেরও বেশি সময় বাকি ৷ কিন্তু মেঘ-বৃষ্টি-রোদের খেলায় আবহাওয়ার মুড সুইং চমকে দিচ্ছে ৷ শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ তবে এপ্রিলের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতায় আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "ফের পারদ চড়বে দক্ষিণবঙ্গে ৷ আগামী 2-3 দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে ৷ পাশাপাশি এপ্রিলের শুরু থেকেই পশ্চিমের জেলাগুলিতে 40 ছুঁতে পারে তাপমাত্রা ৷ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে ৷ রাজ্যের দক্ষিণে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে ৷ এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই ৷"

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ সর্বনিম্ন 52 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. নক্ষত্রের অবস্থান অনুকূলে, জটিল সমস্যা থেকে মুক্তি কুম্ভের; বাকিদের ভাগ্যে কী আছে ?
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অধরা আততায়ীর সন্ধান দিলে 10 লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা এনআইএ’র

কলকাতা, 30 মার্চ: আবহাওয়ার মুড সুইংয়ে জেরবার বাংলা ৷ বৈশাখ মাস আসতে এখনও সপ্তাহ দুয়েকেরও বেশি সময় বাকি ৷ কিন্তু মেঘ-বৃষ্টি-রোদের খেলায় আবহাওয়ার মুড সুইং চমকে দিচ্ছে ৷ শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ তবে এপ্রিলের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতায় আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "ফের পারদ চড়বে দক্ষিণবঙ্গে ৷ আগামী 2-3 দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে ৷ পাশাপাশি এপ্রিলের শুরু থেকেই পশ্চিমের জেলাগুলিতে 40 ছুঁতে পারে তাপমাত্রা ৷ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে ৷ রাজ্যের দক্ষিণে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে ৷ এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই ৷"

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ সর্বনিম্ন 52 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. নক্ষত্রের অবস্থান অনুকূলে, জটিল সমস্যা থেকে মুক্তি কুম্ভের; বাকিদের ভাগ্যে কী আছে ?
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অধরা আততায়ীর সন্ধান দিলে 10 লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা এনআইএ’র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.