ETV Bharat / state

ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে হলুদ-কমলা সতর্কতা - Bengal Weather Forecast - BENGAL WEATHER FORECAST

Bengal Weather Update: শনিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উপকূল অঞ্চলে আছড়ে পড়তে পারে ৷ তবে তার প্রভাব পড়বে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ৷

Cyclone Remal
ঘূর্ণিঝড় রেমাল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 7:21 AM IST

Updated : May 24, 2024, 7:46 AM IST

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বঙ্গে কতটা পড়বে জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

কলকাতা, 24 মে: বঙ্গের আকাশে দুর্যোগ নিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল ৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে ৷ সেটি 100 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে ৷

আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি শনিবার বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন অঞ্চলে আছড়ে পড়তে পারে ৷ পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ 25 মে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷

ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে ৷ জেলাশাসকদের সঙ্গে নবান্নে উচ্চস্তরীয় বৈঠক করেছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ বিশেষ কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিপজ্জনক এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ ত্রাণ সামগ্রী মজুত রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র, বঙ্গ উপকূলে কতটা প্রভাব ফেলবে রেমাল ?

আবহাওয়া অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ আগামিকাল, শনিবার তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ ঘূর্ণিঝড়টি যত শক্তি বাড়াবে, হাওয়ার গতিবেগ তত বেড়ে ঘণ্টায় 110-120 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷ যে জেলাগুলি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে, সেখানে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 26 তারিখে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 80-90 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

27 তারিখেও পরিস্থিতি মোটের উপর একই থাকবে ৷ সেদিন কলকাতা-সহ দক্ষিণের 5টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷ এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ 60-70 কিলোমিটার থাকবে ৷ অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে ৷ 28 মে থেকে রেমালের প্রভাব কাটতে শুরু করবে ৷ কমতে থাকবে বৃষ্টিপাত ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য় কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 55 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. সাবধান! শুক্রে আইনি জটিলতায় পড়েতে পারেন, জেনে নিন রাশিতে গ্রহের অবস্থান
  2. তাপমাত্রা 47 ডিগ্রি ! জ্বালাপোড়া গরমে রাজস্থানে হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বঙ্গে কতটা পড়বে জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

কলকাতা, 24 মে: বঙ্গের আকাশে দুর্যোগ নিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল ৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে ৷ সেটি 100 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে ৷

আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি শনিবার বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন অঞ্চলে আছড়ে পড়তে পারে ৷ পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ 25 মে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷

ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে ৷ জেলাশাসকদের সঙ্গে নবান্নে উচ্চস্তরীয় বৈঠক করেছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ বিশেষ কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিপজ্জনক এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ ত্রাণ সামগ্রী মজুত রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র, বঙ্গ উপকূলে কতটা প্রভাব ফেলবে রেমাল ?

আবহাওয়া অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ আগামিকাল, শনিবার তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ ঘূর্ণিঝড়টি যত শক্তি বাড়াবে, হাওয়ার গতিবেগ তত বেড়ে ঘণ্টায় 110-120 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷ যে জেলাগুলি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে, সেখানে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 26 তারিখে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 80-90 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

27 তারিখেও পরিস্থিতি মোটের উপর একই থাকবে ৷ সেদিন কলকাতা-সহ দক্ষিণের 5টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷ এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ 60-70 কিলোমিটার থাকবে ৷ অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে ৷ 28 মে থেকে রেমালের প্রভাব কাটতে শুরু করবে ৷ কমতে থাকবে বৃষ্টিপাত ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য় কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 55 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. সাবধান! শুক্রে আইনি জটিলতায় পড়েতে পারেন, জেনে নিন রাশিতে গ্রহের অবস্থান
  2. তাপমাত্রা 47 ডিগ্রি ! জ্বালাপোড়া গরমে রাজস্থানে হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু
Last Updated : May 24, 2024, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.