কলকাতা, 21 অক্টোবর: রেড রোডের পুজো কার্নিভালে গ্রেফতার হওয়া চিকিৎসক তপব্রত রায়েকে আইনি সহায়তা দিতে রাজি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) পশ্চিমবঙ্গ শাখা ৷ কলকাতা কর্পোরেশন যদি চিকিৎসককে আইনি সহায়তা না দেয় তবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন তার পাশে থাকবে বলে জানাল আইএমএ নেতৃত্ব।
সোমবার কলকাতা পুরসভার চিকিৎসক তপব্রত রায়কে গ্রেফতারি-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার 17 সদস্যের প্রতিনিধিদল দেখা করেন কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুব্রত রায়চৌধুরীর সঙ্গে। আলোচনা শেষে বেরিয়েই এমন কথা জানাল আইএমএ নেতৃত্ব।
কলকাতা কর্পোরেশনের নির্দেশেই দুর্গাপুজোর কার্নিভালে মেডিক্যাল ক্যাম্পে ডিউটি করতে গিয়েছিলেন মেডিক্য়াল অফিসার চিকিৎসক তপব্রত রায়। সেদিন তাঁর পরণে ছিল একটি কালো টি-শার্ট। সেখানে লেখা ছিল 'শিরদাঁড়া বিক্রি নেই' ৷ পাশাপাশি সেদিন চলছিল দেশজুড়ে জুনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশন। এই অনশনকে সংহতি জানিয়ে তাঁর বুকের ব্যাজে লেখা ছিল 'প্রতীকী অনশনকারী' ৷
সঙ্গে আরও একটি ব্যাজে লেখা ছিল 'জাস্টিস ফর আরজি কর' ৷ এরপর কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় ময়দান থানায়। তাঁর বিরুদ্ধে মামলা রুজুও করা হয়েছে। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন পান। আর এই ঘটনায় পুলিশি হেনস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুর চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক মহল। তবে অভিযোগ, এরপরও হেলদোল নেই কলকাতা কর্পোরেশনের ৷ এমনকী সাত দিন কেটে গেলেও কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।
পুরসভার কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে দাবি জানাতে গেলে চিকিৎসকদের বলা হয়েছে, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেই কথা বলতে হবে। আর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী এদিন আইএম-এর সদস্যদের সঙ্গে কথা বলে শুধু জানিয়েছেন, তাঁদের দাবিগুলি তিনি শুনলেন ৷ তপব্রত তাঁর সন্তান সমতুল্য ৷ তাঁর বিষয়টি সহনাভূতির সঙ্গেই দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে তপব্রতকে আইনি সহায়তা দেওয়া অথবা পুলিশের কাছে দুঃখ প্রকাশ করতে বলে আবেদন করা, যে সব দাবিগুলি পুর চিকিৎসকরা রেখেছিলেন তার কোনওটি মেনে নেওয়ার বিন্দুমাত্র কোনও আভাস দেননি কর্তৃপক্ষ, এমনটাই দাবি আইএমএ-র। এদিন বৈঠক শেষে আইএম-এর চিকিৎসক অভিক ঘোষ ও সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার আদালতে তপব্রতর মামলাটির শুনানি হবে ৷ সেখানে যদি কলকাতা কর্পোরেশন এই চিকিৎসকের পাশে না থাকে, তবে অবশ্যই ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন তাঁর পাশে দাঁড়াবে ৷