কলকাতা, 28 অগস্ট: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর তরফে সাসপেন্ড করা হল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তিনি ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি। তবে তাঁকে সেই পদে না রাখার সিদ্ধান্ত IMA-এর। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর একটি ডিসিপ্লিনারি কমিটি গঠন করেছিল IMA ৷
সেখানকার জাতীয় সভাপতির নেতৃত্বে গঠন করা হয়েছিল ওই কমিটি। সেখানেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে সাসপেন্ড করার জন্য কারণ হিসাবে IMA-এর তরফে অভিযোগ, মৃত নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাঁর মধ্যে সংবেদনশীলতা কম ছিল। তিনি সমব্যথী ছিলেন না বলেও দাবি আইএমএ। সেই কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
এর আগে অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকেও তাঁকে বার করা হয়েছিল। বাতিল করে দেওয়া হল তার সদস্যপদ। যতদিন না নির্দোষ প্রমাণিত হচ্ছেন তিনি, ততদিন পর্যন্ত তাঁর সদস্যপদ বাতিল করা হল। ফলে, এই সিদ্ধান্তের পর আরজি কর-কাণ্ডে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনও কাজ করতে পারবেন না এই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
তবে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্যভবনকে । তাঁকে সাসপেন্ড করতে হবে। একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠে আসে, সেই জন্যই সাসপেন্ডের দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন এখনই মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছি জুনিয়র চিকিৎসকরা ৷ আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবিপূরণ না-হলে, তাঁরা কাজে ফিরবেন না বলে জানিয়ে দিলেন ৷ এদিন শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সুবিচারের দাবিতে মিছিল থেকে এমনই বার্তা দেওয়া হয়েছে ৷