ETV Bharat / state

ডুয়ার্সের পর্যটন কেন্দ্রে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হল বেআইনি রিসর্ট - Eviction in Jalpaiguri - EVICTION IN JALPAIGURI

Illegal Construction On Government Land: গাজোলডোবার পর ডুয়ার্সের পর্যটন কেন্দ্রে চলল বুলডোজার । সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত রিসর্টকে ভেঙে গুড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷

Illegal Construction
রিসর্ট ভেঙে সরকারি জমি দখলমুক্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 7:49 PM IST

জলপাইগুড়ি, 21 জুলাই: গাজলডোবার পর এবার ডুয়ার্স ৷ পর্যটন কেন্দ্রে চলল বুলডোজার । সরকারি জমির উপর কয়েক কোটি টাকার বিনিয়োগে বেআইনিভাবে নির্মিত হয়েছিল রিসর্ট ৷ সেখানেই বুলডোজার চালাল জলপাইগুড়ি জেলা প্রশাসন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল রিসর্টগুলিকে ৷

ডুয়ার্সের বেআইনি পর্যটন কেন্দ্রে চলল বুলডোজার (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে শনিবার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের লাটাগুড়ির কুমলাই এলাকায় ৷ এ দিন ক্রান্তি ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে আসে লাটাগুড়ি এলাকায় ৷ এরপরেই প্রায় বেশ কয়েকটি রিসর্টের সীমানা প্রাচীর-সহ বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় । এ দিনের রিসর্ট ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে ।

উল্লেখ্য, কিছুদিন আগেই ক্রান্তি ব্লক প্রশাসনের আধিকারিকরা লাটাগুড়ি এলাকায় থাকা সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত রিসর্টের মাপজোপ করে গিয়েছিলেন। এরপরেই এসে রিসর্টগুলি ভাঙা হল ৷ এর আগে ইতিমধ্যেই গাজোলডোবাতে সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা রিসর্টের নির্মাণ ভাঙা শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন ।

সরকারি জমি দখলের বিরুদ্ধে সম্প্রতি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশের পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । এরপরেই জলপাইগুড়ি জেলাজুড়ে কড়া ভূমিকায় দেখা যায় পুলিশ থেকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের । সরকারি জমিতে থাকা বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয় জেলা প্রশাসন । যদিও এ ব্যাপারে ব্লক প্রশাসনের কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি । লাটাগুড়িতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে জলপাইগুড়ি জেলাশাসককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ৷ ফলে তাঁরও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বেশ কিছুদিন ধরেই সরকারি জমি দখল করে গজিয়ে ওঠা রিসর্ট ভেঙে ফেলার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। ভূমি ও ভূমি-রাজস্ব দফতরকে দিয়ে সমীক্ষা চালানোর পর বেআইনি নির্মাণ চিহ্নিত করছে তারা। এরপর শনিবার লাটাগুড়িতে ভূমি ও ভূমি-রাজস্ব আধিকারিকরা অভিযান নামেন। সেই অভিযানে বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয় ।

জলপাইগুড়ি, 21 জুলাই: গাজলডোবার পর এবার ডুয়ার্স ৷ পর্যটন কেন্দ্রে চলল বুলডোজার । সরকারি জমির উপর কয়েক কোটি টাকার বিনিয়োগে বেআইনিভাবে নির্মিত হয়েছিল রিসর্ট ৷ সেখানেই বুলডোজার চালাল জলপাইগুড়ি জেলা প্রশাসন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল রিসর্টগুলিকে ৷

ডুয়ার্সের বেআইনি পর্যটন কেন্দ্রে চলল বুলডোজার (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে শনিবার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের লাটাগুড়ির কুমলাই এলাকায় ৷ এ দিন ক্রান্তি ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে আসে লাটাগুড়ি এলাকায় ৷ এরপরেই প্রায় বেশ কয়েকটি রিসর্টের সীমানা প্রাচীর-সহ বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় । এ দিনের রিসর্ট ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে ।

উল্লেখ্য, কিছুদিন আগেই ক্রান্তি ব্লক প্রশাসনের আধিকারিকরা লাটাগুড়ি এলাকায় থাকা সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত রিসর্টের মাপজোপ করে গিয়েছিলেন। এরপরেই এসে রিসর্টগুলি ভাঙা হল ৷ এর আগে ইতিমধ্যেই গাজোলডোবাতে সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা রিসর্টের নির্মাণ ভাঙা শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন ।

সরকারি জমি দখলের বিরুদ্ধে সম্প্রতি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশের পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । এরপরেই জলপাইগুড়ি জেলাজুড়ে কড়া ভূমিকায় দেখা যায় পুলিশ থেকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের । সরকারি জমিতে থাকা বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয় জেলা প্রশাসন । যদিও এ ব্যাপারে ব্লক প্রশাসনের কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি । লাটাগুড়িতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে জলপাইগুড়ি জেলাশাসককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ৷ ফলে তাঁরও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বেশ কিছুদিন ধরেই সরকারি জমি দখল করে গজিয়ে ওঠা রিসর্ট ভেঙে ফেলার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। ভূমি ও ভূমি-রাজস্ব দফতরকে দিয়ে সমীক্ষা চালানোর পর বেআইনি নির্মাণ চিহ্নিত করছে তারা। এরপর শনিবার লাটাগুড়িতে ভূমি ও ভূমি-রাজস্ব আধিকারিকরা অভিযান নামেন। সেই অভিযানে বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.