ETV Bharat / state

বন্ধ শিশুদের পড়াশোনা, গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না - ICDS CENTRE

বিগত 20 বছর আগে এই আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে । অভিযোগ, তারপর থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি প্রশাসনের তরফে ।

ICDS Centre
অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 4:14 PM IST

নামখানা, 7 ডিসেম্বর: নেই মাথার উপর স্থায়ী ছাদ ৷ শিশুদের জন্য পর্যাপ্ত বসার জায়গা ৷ গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকার অভিযোগ, বিগত 20 বছর আগে এই শিবনগর আবাদ 319 নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে । তারপর থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি প্রশাসনের তরফে । এলাকার এক ব্যক্তি বিনা শর্তে জায়গা দান করেন, কিন্তু ঘর তৈরি না-হওয়ায় সমস্যায় পড়েন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী থেকে অভিভাবকরা সকলেই ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর (ইটিভি ভারত)

শেষ পর্যন্ত কল্যাণী তুঙ্গ নামে একজন এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালানোর জন্য তাঁদের বাড়ির পাশে গোয়ালঘর দেন । সেখানেই দীর্ঘদিন ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । অভিযোগ, বহুবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কিংবা শিক্ষিকা পঞ্চায়েত এবং বিডিও অফিসে বিষয়টি জানিয়েছেন ৷ তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি গড়ে ওঠেনি ৷ যার ফলে বর্ষা, শীত কিংবা গরমের সময় মুশকিলে পড়ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও শিক্ষিকা ৷

গোয়ালঘরে অস্বাস্থ্যকর পরিবেশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করতে হচ্ছে ৷ খাওয়ার তৈরির সময় পোকা বা টিকটিকি পড়ার সম্ভাবনা তৈরি হয় ৷ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী ঘর না থাকার কারণে কেবলমাত্রই খাবার দেওয়া হয় ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনও প্রকারে পড়াশোনা করানো হয় না । এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই জায়গায় একটি স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হোক ।

তবে এই বিষয়ে নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিষয়টি নজরে এসেছে ৷ এই নিয়ে আগে কোনও অভিযোগ জমা পড়েনি ৷ তবে জানার পর খুব শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ এর পাশাপাশি খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যাতে নির্মাণ করা যায়, সেদিকেও নজর দেওয়া হবে ।"

ICDS Centre
গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না (নিজস্ব ছবি)

এই বিষয়ে এক অভিভাবিকা প্রতিমা গিরির কথায়, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কোনও ঘর নেই । এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় ছাত্র-ছাত্রীদের । ভয়ে আমরা বাচ্চাদের কেন্দ্রে পাঠাই না ৷ আমরা চাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার করে ভালোভাবে পঠন পাঠানো হোক ।"

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা মহুয়া বাগ বলেন, "খুব কষ্টের মধ্য়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালাচ্ছি ৷ বাচ্চাদের বসার জায়গা নেই ৷ পড়ানোর জায়গা নেই ৷ বর্ষার সময় রান্নার সমস্যা হয় ৷ এমনকি বন্ধও থাকে রান্না ৷ পঞ্চায়েত ও প্রধানকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ কেবল প্রতিশ্রুতিই মিলছে ৷"

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা আশালতা পাত্র বলেন, "এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও পরিকাঠামো নেই লোকের গোয়াল ঘরে, এক টুকরো জায়গার মধ্যে আমাদের রান্নার কাজ করতে হয় । বারবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও কোনোরকম লাভ হয়নি । আমরা চাই যাতে সরকারি সাহায্যে এবং সরকারি পরিকাঠামোয় আইসিডিএস সেন্টারটি গড়ে উঠুক ৷ বাচ্চারা পড়াশোনার পাশাপাশি যাতে স্বাস্থ্যকর পরিবেশে পাক সেদিকেই প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।"

যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই হাল নিয়ে শাসকদলের সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা অনুপম সামন্ত বলেন, "সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে গোয়ালঘরে, অস্বাস্থ্যকর পরিবেশে চলতে পারে, সেটি খুব দুর্ভাগ্যের বিষয় । এর দ্রুত তদন্ত করে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাতে ভালোভাবে চলতে পারে, সেদিকে সরকারকে বিশেষ নজর দেওয়া উচিত । সরকারি খিচুড়ি স্কুল এমন অস্বাস্থ্যকর পরিবেশে চলতে পারে না । যেখানে শিশুদের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা থাকে সেটাকে অনেক সুরক্ষিতভাবে রাখতে হয় । কিন্তু সেই সুরক্ষার বিষয় কোন হেলদোল নেই প্রশাসনিক আধিকারিকদের ।"

ভূমিদানকারী পরিবারের সদস্য কল্যাণী তুঙ্গের বক্তব্য, "ওঁরা কাদার মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতেন ৷ গরু নেই বলে তাই গোয়ালঘরটা দিই ৷ বছরের পর বছর ধরে বিনা পয়সায় ঘরটা দিয়ে রেখেছি ৷ ওখানেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ৷ আমার বাবা জায়গা দিয়ে গিয়েছেন, তাও অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়নি ৷"

নামখানা, 7 ডিসেম্বর: নেই মাথার উপর স্থায়ী ছাদ ৷ শিশুদের জন্য পর্যাপ্ত বসার জায়গা ৷ গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকার অভিযোগ, বিগত 20 বছর আগে এই শিবনগর আবাদ 319 নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে । তারপর থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি প্রশাসনের তরফে । এলাকার এক ব্যক্তি বিনা শর্তে জায়গা দান করেন, কিন্তু ঘর তৈরি না-হওয়ায় সমস্যায় পড়েন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী থেকে অভিভাবকরা সকলেই ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর (ইটিভি ভারত)

শেষ পর্যন্ত কল্যাণী তুঙ্গ নামে একজন এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালানোর জন্য তাঁদের বাড়ির পাশে গোয়ালঘর দেন । সেখানেই দীর্ঘদিন ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । অভিযোগ, বহুবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কিংবা শিক্ষিকা পঞ্চায়েত এবং বিডিও অফিসে বিষয়টি জানিয়েছেন ৷ তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি গড়ে ওঠেনি ৷ যার ফলে বর্ষা, শীত কিংবা গরমের সময় মুশকিলে পড়ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও শিক্ষিকা ৷

গোয়ালঘরে অস্বাস্থ্যকর পরিবেশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করতে হচ্ছে ৷ খাওয়ার তৈরির সময় পোকা বা টিকটিকি পড়ার সম্ভাবনা তৈরি হয় ৷ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী ঘর না থাকার কারণে কেবলমাত্রই খাবার দেওয়া হয় ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনও প্রকারে পড়াশোনা করানো হয় না । এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই জায়গায় একটি স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হোক ।

তবে এই বিষয়ে নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিষয়টি নজরে এসেছে ৷ এই নিয়ে আগে কোনও অভিযোগ জমা পড়েনি ৷ তবে জানার পর খুব শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ এর পাশাপাশি খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যাতে নির্মাণ করা যায়, সেদিকেও নজর দেওয়া হবে ।"

ICDS Centre
গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না (নিজস্ব ছবি)

এই বিষয়ে এক অভিভাবিকা প্রতিমা গিরির কথায়, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কোনও ঘর নেই । এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় ছাত্র-ছাত্রীদের । ভয়ে আমরা বাচ্চাদের কেন্দ্রে পাঠাই না ৷ আমরা চাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার করে ভালোভাবে পঠন পাঠানো হোক ।"

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা মহুয়া বাগ বলেন, "খুব কষ্টের মধ্য়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালাচ্ছি ৷ বাচ্চাদের বসার জায়গা নেই ৷ পড়ানোর জায়গা নেই ৷ বর্ষার সময় রান্নার সমস্যা হয় ৷ এমনকি বন্ধও থাকে রান্না ৷ পঞ্চায়েত ও প্রধানকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ কেবল প্রতিশ্রুতিই মিলছে ৷"

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা আশালতা পাত্র বলেন, "এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও পরিকাঠামো নেই লোকের গোয়াল ঘরে, এক টুকরো জায়গার মধ্যে আমাদের রান্নার কাজ করতে হয় । বারবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও কোনোরকম লাভ হয়নি । আমরা চাই যাতে সরকারি সাহায্যে এবং সরকারি পরিকাঠামোয় আইসিডিএস সেন্টারটি গড়ে উঠুক ৷ বাচ্চারা পড়াশোনার পাশাপাশি যাতে স্বাস্থ্যকর পরিবেশে পাক সেদিকেই প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।"

যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই হাল নিয়ে শাসকদলের সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা অনুপম সামন্ত বলেন, "সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে গোয়ালঘরে, অস্বাস্থ্যকর পরিবেশে চলতে পারে, সেটি খুব দুর্ভাগ্যের বিষয় । এর দ্রুত তদন্ত করে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাতে ভালোভাবে চলতে পারে, সেদিকে সরকারকে বিশেষ নজর দেওয়া উচিত । সরকারি খিচুড়ি স্কুল এমন অস্বাস্থ্যকর পরিবেশে চলতে পারে না । যেখানে শিশুদের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা থাকে সেটাকে অনেক সুরক্ষিতভাবে রাখতে হয় । কিন্তু সেই সুরক্ষার বিষয় কোন হেলদোল নেই প্রশাসনিক আধিকারিকদের ।"

ভূমিদানকারী পরিবারের সদস্য কল্যাণী তুঙ্গের বক্তব্য, "ওঁরা কাদার মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতেন ৷ গরু নেই বলে তাই গোয়ালঘরটা দিই ৷ বছরের পর বছর ধরে বিনা পয়সায় ঘরটা দিয়ে রেখেছি ৷ ওখানেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ৷ আমার বাবা জায়গা দিয়ে গিয়েছেন, তাও অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.