হাওড়া, 14 অগস্ট: চার বছরের মাথায় ফের হাওড়া পুরনিগমের প্রশাসক বদল ৷ হাওড়া পুরনিগমের নতুন কমিশনারের পদে এলেন বন্দনা পোখরিওয়াল ৷ নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পুরনিগমের দায়িত্বে আনা হল 2015 সালের ব্যাচের এই মহিলা আইএএস অফিসারকে ৷ শ্রুতিরঞ্জন মোহান্তির স্থানে তাঁকে বদলি করা হল বলে খবর ৷
এর আগে 2020 সাল থেকে হাওড়া পুরনিগমের প্রশাসক পদের দায়িত্ব দেওয়া হয় পুর-কমিশনার আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। মঙ্গলবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পুরনিগমে নতুন প্রশাসক হলেন আইএএস অফিসার বন্দনা পোখরিওয়াল। হাওড়া পুরনিগমের প্রশাসক পদে দায়িত্বের আগে তিনি হুগলির অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বে ছিলেন ৷ বুধবার থেকে হাওড়া পুরনিগমের দায়িত্ব নেবেন নবনিযুক্ত প্রশাসক বন্দনা পোখরিওয়াল। এতে বোর্ডহীন পুরসভার কাজে গতি আসবে বলেই মনে করছেন পুরনিগমের কর্মীরা।
উল্লেখ্য, 2018 সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়। এরপরে পুরনিগম পরিচালনার দায়িত্ব পরে তৎকালীন পুর-কমিশনার বিজিন কৃষ্ণার উপরে ৷ পরবর্তীকালে পুরনিগমের কাজে গতি আনতে তৈরি করা হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। যার সভাপতি করা হয় পুর-কমিশনার বিজিন কৃষ্ণাকে ৷ কিন্তু হাওড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর সেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র পুরসভার কমিশনারকে দিয়েই কার্যত পুরনিগমের কাজ পরিচালনা করা হয়। তারপরই করোনা আবহের মধ্যেই বিজিন কৃষ্ণাকে অন্য দফতরে বদলি করা হয়। তাঁর জায়গায় আসেন অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন।
তিনি কিছু মাস পুরনিগমের দায়িত্ব সামলান। সম্প্রতি তাঁকেও অন্যত্র বদলি করে পুরনিগম পরিচালনার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যাকে। তারপরই মঙ্গলবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী হাওড়া পুরনিগমের দায়িত্ব পেলেন পুর কমিশনার আইএএস বন্দনা পোখরিওয়াল। আগের কমিশনার শ্রুতিরঞ্জন মোহান্তিকে মৎস দফতরে বদলি করা হয়েছে।