ETV Bharat / state

'আরএসএসে ছিলাম, থাকব', বিদায়ী ভাষণে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta HC judge Chitta Ranjan Dash: কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বিদায়ী ভাষণ ঘিরে জল্পনা ৷ অবসরের পর বিচারপতি চিত্তরঞ্জন দাশ জানালেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য তিনি ছিলেন ৷ সংঘ চাইলে ভবিষ্যতে ফের সেখানে ফিরে যাবেন তিনি ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 11:34 AM IST

কলকাতা, 21 মে: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন ৷ ভবিষ্যতে সংঘেই ফিরে যাবেন তিনি ৷ অবসরের সময় নিজের বিদায়ী ভাষণে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ৷ সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে কম জল্পনা হয়নি রাজ্য-রাজনীতিতে ৷ এই আবহে হাইকোর্টের আরও এক বিচারপতির এহেন মন্তব্য নতুন করে জল্পনা সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখে না ৷

ওড়িশার আদালত থেকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন চিত্তরঞ্জন ৷ সোমবার ছিল তাঁর 14 বছরের বেশি কর্মজীবনের শেষ দিন ৷ বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ আদালতের বাকি বিচারক এবং বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ সেখানে চিত্তরঞ্জন বলেন, "কিছু ব্যক্তির অপছন্দ সত্ত্বেও একটা কথা স্বীকার না-করলেই নয় ৷ আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলাম এবং থাকব ৷" সংঘের তরফে তাঁকে ডাকা হলে, তিনি ফিরে যাবেন বলেও জানান বিচারপতি ৷

বিদায়ী ভাষণের পুরোটাই সংঘ নিয়ে আলোচনা করেন চিত্তরঞ্জন দাশ ৷ তিনি জানান সংঘের কাছে ভীষণ ঋণী ৷ বিচারপতি বলেন, "ছোট থেকে যৌবনকাল পর্যন্ত আমি সংঘের সদস্য ছিলাম ৷ সেখানে আমাকে সাহসী, ন্যায়পরায়ণ হতে শেখানো হয়েছে ৷ সকলকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখানো হয়েছে ৷ সর্বোপরি দেশপ্রেম এবং কাজের প্রতি দায়বদ্ধতা হতে শিখিয়েছে সংঘ ৷" তিনি জানান, কেবলমাত্র কাজের জন্য দীর্ঘ 37 বছর সংঘের থেকে দূরে রয়েছেন তিনি ৷ এখন আর সেই বাধা নেই ৷ তাই সংঘ চাইলে তিনি ফিরে যাবেন সেখানে ৷ সেইসঙ্গে তিনি আরও জানান, ধনী হোক কিংবা গরিব, সিপিএম কিংবা তৃণমূল ৷ সকলের প্রতি সমান দৃষ্টুভঙ্গি রয়েছে তাঁর ৷ সুতরাং তাঁর কাজের ক্ষেত্রে পক্ষপাতের কোনও জায়গা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি দাশ ৷

1962 সালে ওড়িশার সোনপুরে জন্মগ্রহণ করেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ ৷ উলুন্ডায় স্কুলজীবন সম্পূর্ণ করে ভুবনেশ্বর এবং ধেনকনল থেকে উচ্চশিক্ষা শেষ করেন চিত্তরঞ্জন ৷ 1985 সালে কটক থেকে আইন নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি ৷ 2009 সালে ওড়িশা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব সামলান তিনি ৷ 2022 সালের 20 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ৷

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 'যুগান্তকারী' রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ যা তোলপাড় করেছিল রাজ্য-রাজনীতিকে ৷ ফলে রাজ্যের শাসক শিবিরের তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে ৷ রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরা তাঁর এই রায়ের বিরুদ্ধে ৷ যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত কটাক্ষ ফুৎকারে উড়িয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু সম্প্রতি তাঁর রাজনীতিতে যোগদান সেই সমস্ত কটাক্ষের পালে নতুন করে হাওয়া দিয়েছে ৷ ঘটনাচক্রে রাজনীতিতে আত্মপ্রকাশের পরই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অভিজিৎ ৷ বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে লড়ছেন তিনি ৷ এই আবহে আরও এক বিচারপতির রাজনৈতিক মন্তব্যে শুরু জল্পনা ৷

আরও পড়ুন:

কলকাতা, 21 মে: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন ৷ ভবিষ্যতে সংঘেই ফিরে যাবেন তিনি ৷ অবসরের সময় নিজের বিদায়ী ভাষণে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ৷ সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে কম জল্পনা হয়নি রাজ্য-রাজনীতিতে ৷ এই আবহে হাইকোর্টের আরও এক বিচারপতির এহেন মন্তব্য নতুন করে জল্পনা সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখে না ৷

ওড়িশার আদালত থেকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন চিত্তরঞ্জন ৷ সোমবার ছিল তাঁর 14 বছরের বেশি কর্মজীবনের শেষ দিন ৷ বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ আদালতের বাকি বিচারক এবং বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ সেখানে চিত্তরঞ্জন বলেন, "কিছু ব্যক্তির অপছন্দ সত্ত্বেও একটা কথা স্বীকার না-করলেই নয় ৷ আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলাম এবং থাকব ৷" সংঘের তরফে তাঁকে ডাকা হলে, তিনি ফিরে যাবেন বলেও জানান বিচারপতি ৷

বিদায়ী ভাষণের পুরোটাই সংঘ নিয়ে আলোচনা করেন চিত্তরঞ্জন দাশ ৷ তিনি জানান সংঘের কাছে ভীষণ ঋণী ৷ বিচারপতি বলেন, "ছোট থেকে যৌবনকাল পর্যন্ত আমি সংঘের সদস্য ছিলাম ৷ সেখানে আমাকে সাহসী, ন্যায়পরায়ণ হতে শেখানো হয়েছে ৷ সকলকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখানো হয়েছে ৷ সর্বোপরি দেশপ্রেম এবং কাজের প্রতি দায়বদ্ধতা হতে শিখিয়েছে সংঘ ৷" তিনি জানান, কেবলমাত্র কাজের জন্য দীর্ঘ 37 বছর সংঘের থেকে দূরে রয়েছেন তিনি ৷ এখন আর সেই বাধা নেই ৷ তাই সংঘ চাইলে তিনি ফিরে যাবেন সেখানে ৷ সেইসঙ্গে তিনি আরও জানান, ধনী হোক কিংবা গরিব, সিপিএম কিংবা তৃণমূল ৷ সকলের প্রতি সমান দৃষ্টুভঙ্গি রয়েছে তাঁর ৷ সুতরাং তাঁর কাজের ক্ষেত্রে পক্ষপাতের কোনও জায়গা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি দাশ ৷

1962 সালে ওড়িশার সোনপুরে জন্মগ্রহণ করেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ ৷ উলুন্ডায় স্কুলজীবন সম্পূর্ণ করে ভুবনেশ্বর এবং ধেনকনল থেকে উচ্চশিক্ষা শেষ করেন চিত্তরঞ্জন ৷ 1985 সালে কটক থেকে আইন নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি ৷ 2009 সালে ওড়িশা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব সামলান তিনি ৷ 2022 সালের 20 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ৷

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 'যুগান্তকারী' রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ যা তোলপাড় করেছিল রাজ্য-রাজনীতিকে ৷ ফলে রাজ্যের শাসক শিবিরের তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে ৷ রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরা তাঁর এই রায়ের বিরুদ্ধে ৷ যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত কটাক্ষ ফুৎকারে উড়িয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু সম্প্রতি তাঁর রাজনীতিতে যোগদান সেই সমস্ত কটাক্ষের পালে নতুন করে হাওয়া দিয়েছে ৷ ঘটনাচক্রে রাজনীতিতে আত্মপ্রকাশের পরই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অভিজিৎ ৷ বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে লড়ছেন তিনি ৷ এই আবহে আরও এক বিচারপতির রাজনৈতিক মন্তব্যে শুরু জল্পনা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.