রঘুনাথগঞ্জ, 17 ডিসেম্বর: দ্বিতীয় বিয়ের হওয়ার দশ দিনের মাথায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মৃত ওই গৃহবধূর নাম আজমিরা খাতুন (32) । অভিযুক্ত স্বামীর নাম রফিকুল ইসলাম ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় ৷ এদিন সকালে সেখানে ইছাখালি গ্রামে ঘরের ভেতর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় ।
মৃতার পরিবারের অভিযোগ, রফিকুল ইসলাম আজমিরাকে খুনের পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় ৷ খুনের ঘটনা ধামাচাপা দিতেই এই কাজ করা করে সে ৷ এই ঘটনায় অভিযুক্ত রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর 11 আগে ধুলিয়ানের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা আজমিরা খাতুন নামে ওই যুবতীর । যদিও বেশ কিছুদিন পর মনোমালিন্য হয় । এক সন্তান নিয়েই বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে বাপের পিরে আসেন আজমিরা ৷ তাঁর সন্তানের বয়স এখন দশ ৷
দিন দশেক আগেই আজমিরা খাতুনের দ্বিতীয় বিবাহ হয় ইছাখালি গ্রামের রফিকুল ইসলামের । মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বাড়ি থেকে । মৃত আজমিরা খাতুনের বোন ফরিদা বিবির অভিযোগ, তাঁর দিদিকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে । খুনের কথা প্রকাশ্যে স্বীকার করে হুমকিও দিয়েছে রফিকুল ।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে ৷ তাছাড়া কী কারণে বিয়ের দশদিনের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷