পটাশপুর, 27 অক্টোবর: রাজ্য সরকারের স্ট্যাম্প লাগানো শয়ে শয়ে চালের বস্তা বেরিয়ে এল খালের জল থেকে ! এমনই ঘটনা সামনে এসেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকে ৷ স্থানীয় শ্রীরামপুর খালের জলে রবিবার সকালে এরকম একটি বস্তা ভেসে থাকতে দেখা যায় ৷ জল থেকে বস্তা তুলতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে চাল ৷ আর বস্তার গায়ে ছিল সরকারের স্ট্যাম্প ৷
স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সকালে তাঁরা দেখেন খালের জলে একটি বস্তা ভেসে রয়েছে ৷ কী রয়েছে দেখার জন্য, সেটিকে জল থেকে বের করা হয় ৷ বস্তা খুলতেই তাঁদের চোখ কপালে উঠে যায় ৷ দেখা যায়, বস্তার ভিতরে রয়েছে চাল ৷ এরপরেই তাঁরা খবর দেন পটাশপুর থানায় ৷ পুলিশ ডুবুরি নামিয়ে খালের জলে তল্লাশি চালাতেই একের পর এক চালের বস্তা বেরিয়ে আসে ৷ স্থানীয় সূত্রে খবর, এরকম একশোরও বেশি চালের বস্তা তোলা হয়েছে খাল থেকে ৷ আর সেগুলি রেশনের চাল বলেই দাবি করছেন বাসিন্দারা ৷
এই ঘটনায় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূরবি মাইতি বলেন, "এই চালের বস্তাগুলি পটাশপুর 1 নম্বর ব্লকের হতে পারে ৷ আর এই বস্তাগুলি সরকারি চালের ৷ আমি পুরো ঘটনাটা শুনে প্রশাসনকে জানিয়েছি ৷ প্রশাসন তদন্ত করে দেখবে ৷" অন্যদিকে, এই ঘটনায় কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের সভাপতি মানস মহাপাত্র অভিযোগ করেছেন, দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে চালের বস্তাগুলি খালের জলে ফেলে দেওয়া হয়েছে ৷
তাঁর কথায়, "পটাশপুর এলাকায় পঞ্চায়েতের দুর্নীতি অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ সেই তদন্তের ভয়ে হোক অথবা সরকারি গোডাউন থেকে চাল পাচার করার সময়, বা রেশন দুর্নীতির সঙ্গে যুক্তরা চালের বস্তাগুলি খালের জলে ফেলে দেওয়া হয়েছে বলে আমাদের আশঙ্কা ৷ এর সঙ্গে শাসকদল ও প্রশাসনের হাত থাকলেও থাকতে পারে ৷ আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷"