হাওডা়, 23 এপ্রিল: দূরপাল্লার ট্রেন ছাড়াতে দেরি করায় যাত্রী বিক্ষোভ ৷ ভাঙচুর চলে অনুসন্ধান অফিসেও ৷ প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ড ও ফেলে দেওয়ার অভিযোগ উন্মত্ত যাত্রীদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের ঘটনা ৷ যাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় । তারপর বেলা দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় 20 নম্বর প্লাটফর্মে ।
রেল সূত্রে খবর, এদিন হাওড়া স্টেশন থেকে হাওড়া-বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল 6.20 মিনিটে ছাড়ার কথা ছিল । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রেনটি স্টেশনে আসেনি ৷ তা নিয়েই যাত্রীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় ৷ রেল সূত্রে জানানো হয় রেক রিপ্লেসমেন্টের কারণেই স্টেশনে ট্রেন আসতে দেরি করেছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়ে সূচি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডেপুটি ডিসিএম (খড়গপুর) জানান, হাওড়া-বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল 6.20 মিনিটে রওনা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনেটির রেক প্লেসমেন্ট করতে দেরি হয় । আর এর জেরে সমস্যার সৃষ্টি হয়। স্টেশনের মধ্যেই যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। যদিও ঠিক কী কারণে ট্রেনটি ছাডতে দেরি হয়েছে, তা জানতে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে । ঘটনার তদন্তে হাওড়া স্টেশনে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও । বিস্তারিত রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: