ETV Bharat / state

স্বামীকে কাজে ফেরাতে রাত্রিবাসের চাপ তৃণমূল নেতাদের ! আত্মহত্যার চেষ্টা গৃহবধূর - Housewife Attempts Suicide

Allegations Against TMC Leaders: স্বামীকে কাজে ফেরাতে হলে গৃহবধূকে তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রিবাস করতে হবে ৷ এই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ৷ চাপের মুখে আত্মহত্যার চেষ্টা করলেন ওই গৃহবধূ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 3:13 PM IST

Allegations Against TMC Leaders
তৃণমূল নেতাদের চাপে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর (নিজস্ব ছবি)

দুর্গাপুর, 22 জুন: তৃণমূল নেতাদের মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারির কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ । ফের তাঁকে কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ । তার বদলে তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রিবাস করতে হবে বলে ওই বধূকে জানিয়েছিলেন তৃণমূল নেতারা ৷ তাহলেই স্বামীর কাজ ফিরবে ৷ সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে নোট লিখে আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় ৷

স্থানীয় বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই (ইটিভি ভারত)

এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, "গোটা এলাকায় মদ আর জুয়ার দোকান বাড়ছে । বিল্লি, সুকুমার, বদল এবং সুনীল নামের তৃণমূলের নেতারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত । সেই মদের দোকান বন্ধ করতেই প্রতিবাদে নেমেছিলেন ওই গৃহবধূ । নির্বাচনে জেতার পরেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করেছে তৃণমূল । গৃহবধূর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল । কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে গৃহবধূকে ওদের সঙ্গে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয় । সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে আজ এইভাবে আত্মহত্যার চেষ্টা করেছেন গৃহবধূ । তিনি এখন মৃত্যুর মুখে । দ্রুত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা ।"

স্থানীয় বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, "একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম । দুই পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে । আমি উভয়পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেনি । তারপর এতকিছু হয়েছে এই জানলাম । পুলিশ কড়া ব্যবস্থা নেবে ।"

জানা গিয়েছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা গৃহবধূর স্বামী একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন ৷ তাঁর স্ত্রী বাড়ির এলাকায় সুকুমার বাউরি, বিল্লি এবং বিশু নামের এলাকার তিন তৃণমূল নেতার অবৈধ মদের দোকানের প্রতিবাদ করেন । তারপরেই যুবককে ঠিকাদারি থেকে সরিয়ে দেয় ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ ।

এরপরেই স্বামীর ঠিকাদারি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন স্ত্রী । তখন থেকে তৃণমূলের তিন নেতা মিলে তাঁকে কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ । সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । সেই ভয়েই সুইসাইড নোট লিখে শুক্রবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ । দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ৷

দুর্গাপুর, 22 জুন: তৃণমূল নেতাদের মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারির কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ । ফের তাঁকে কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ । তার বদলে তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রিবাস করতে হবে বলে ওই বধূকে জানিয়েছিলেন তৃণমূল নেতারা ৷ তাহলেই স্বামীর কাজ ফিরবে ৷ সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে নোট লিখে আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় ৷

স্থানীয় বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই (ইটিভি ভারত)

এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, "গোটা এলাকায় মদ আর জুয়ার দোকান বাড়ছে । বিল্লি, সুকুমার, বদল এবং সুনীল নামের তৃণমূলের নেতারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত । সেই মদের দোকান বন্ধ করতেই প্রতিবাদে নেমেছিলেন ওই গৃহবধূ । নির্বাচনে জেতার পরেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করেছে তৃণমূল । গৃহবধূর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল । কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে গৃহবধূকে ওদের সঙ্গে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয় । সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে আজ এইভাবে আত্মহত্যার চেষ্টা করেছেন গৃহবধূ । তিনি এখন মৃত্যুর মুখে । দ্রুত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা ।"

স্থানীয় বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, "একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম । দুই পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে । আমি উভয়পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেনি । তারপর এতকিছু হয়েছে এই জানলাম । পুলিশ কড়া ব্যবস্থা নেবে ।"

জানা গিয়েছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা গৃহবধূর স্বামী একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন ৷ তাঁর স্ত্রী বাড়ির এলাকায় সুকুমার বাউরি, বিল্লি এবং বিশু নামের এলাকার তিন তৃণমূল নেতার অবৈধ মদের দোকানের প্রতিবাদ করেন । তারপরেই যুবককে ঠিকাদারি থেকে সরিয়ে দেয় ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ ।

এরপরেই স্বামীর ঠিকাদারি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন স্ত্রী । তখন থেকে তৃণমূলের তিন নেতা মিলে তাঁকে কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ । সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । সেই ভয়েই সুইসাইড নোট লিখে শুক্রবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ । দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.