ETV Bharat / state

প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে এবার ঘুগনি খেলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু নিজে খাননি, খাইয়েছেনও। স্থানীয় মানুষ-সহ কৃষকদেরও ঘুগনি খাওয়ালেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনও ঘুগনির প্রশংসা করেছেন রচনা। আগের দিনও দই খেয়ে মুগ্ধ হয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 8:06 PM IST

ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী

পাণ্ডুয়া, 28 মার্চ: হুগলির পাণ্ডুয়ায় প্রচারে বেরিয়ে ঘুগনি খাইয়ে স্থানীয়দের সঙ্গে মিশে গেলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডুয়ার শিখিরা চাঁপতা পঞ্চায়েতের বেলে গ্রামে বৃহস্পতিবার ভোট প্রচারে যান রচনা। সেখানে রাস্তার পাশে ঘুগনি বিক্রি হচ্ছে দেখে তা নিজেও খান ও স্থানীয়দের খাওয়ান। অন্যদিকে, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তাঁকে দিনকেয়ক আগে বলেছিলেন কয়েকদিনের ছুটি নিয়ে রচনা নাকি এসেছেন তারপর চলে যাবেন দিদি নম্বর 1-এ ৷ এদিন এরই পালটা লকেটকে রচনা বলেন, "ওঁর মতো ৷ উনিও তো পাঁচবছর আগে ছুটি নিয়ে এসেছিলেন ৷ আবার চলে গিয়েছিলেন ৷"

এদিন প্রচারে আসার সময় রচনা বন্দ্যোপাধ্যায় দেখেন সেখানের জমিতে আলু তোলার কাজ চলছে। অভিনেত্রীকে দেখার জন্য তখন ছুটে আসেন চাষিরা। বিশেষ করে মহিলারা অভিনেত্রীর সঙ্গে কথা বলার জন্য তড়িঘড়ি তাঁর কাছে পৌঁছন ৷ মাঠে গিয়ে ক্ষেতমজুরদের সঙ্গে বসে গল্প করেন তৃণমূল প্রার্থী। তারপরই সকলকে ঘুগনি খাওয়ান ও নিজে খান ৷ এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এসব তো সিনেমার শুটিং চলছে। রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন, হেরে গিয়ে আবার দিদি নম্বর ওয়ান চলে যাবে। রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ। ওঁর জন্য আমার কষ্ট হচ্ছে ৷"

রচনা সেই প্রসঙ্গে বলেন, "আমি ছুটি নিয়ে আসিনি। আমি ওঁর মতো নই ৷ ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে। আমি রাজনীতিতে নতুন কিন্তু যা করব, মন থেকে করব ৷ আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায়।" কয়েক দিন আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয়। আর সেই গরুর দুধ থেকে ভালো দই হয়। আমি যখনই বাড়ি যাব তখন দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে বলেন, "খুব ভালো ঘুগনি। আমার বাড়ির থেকেও ভালো। আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।"

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা । মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা বলেছেন ৷ সেই জন্য উনি দেখাচ্ছেন যুবসমাজকে ঘুগনি বিক্রি করে কর্মসংস্থান করার। হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত । কাউকে ভুল বোঝালে চলবে না ৷ এসব করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে নেওয়ার ছল করছে। এতে কোনও লাভ হবে না। উনি রাজনীতি জানেন না। রাজনীতিতে আসার আগে সন্দেশখালিতে যাওয়া উচিত ছিল ওনার ।"

আরও পড়ুন:

  1. রাঁধলেন লকেট, পরিবেশনে রচনা; হুগলিতে সেরা হওয়ার লড়াইয়ে ভিন্ন অবতারে 'দিদি'রা
  2. সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন'
  3. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের

ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী

পাণ্ডুয়া, 28 মার্চ: হুগলির পাণ্ডুয়ায় প্রচারে বেরিয়ে ঘুগনি খাইয়ে স্থানীয়দের সঙ্গে মিশে গেলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডুয়ার শিখিরা চাঁপতা পঞ্চায়েতের বেলে গ্রামে বৃহস্পতিবার ভোট প্রচারে যান রচনা। সেখানে রাস্তার পাশে ঘুগনি বিক্রি হচ্ছে দেখে তা নিজেও খান ও স্থানীয়দের খাওয়ান। অন্যদিকে, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তাঁকে দিনকেয়ক আগে বলেছিলেন কয়েকদিনের ছুটি নিয়ে রচনা নাকি এসেছেন তারপর চলে যাবেন দিদি নম্বর 1-এ ৷ এদিন এরই পালটা লকেটকে রচনা বলেন, "ওঁর মতো ৷ উনিও তো পাঁচবছর আগে ছুটি নিয়ে এসেছিলেন ৷ আবার চলে গিয়েছিলেন ৷"

এদিন প্রচারে আসার সময় রচনা বন্দ্যোপাধ্যায় দেখেন সেখানের জমিতে আলু তোলার কাজ চলছে। অভিনেত্রীকে দেখার জন্য তখন ছুটে আসেন চাষিরা। বিশেষ করে মহিলারা অভিনেত্রীর সঙ্গে কথা বলার জন্য তড়িঘড়ি তাঁর কাছে পৌঁছন ৷ মাঠে গিয়ে ক্ষেতমজুরদের সঙ্গে বসে গল্প করেন তৃণমূল প্রার্থী। তারপরই সকলকে ঘুগনি খাওয়ান ও নিজে খান ৷ এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এসব তো সিনেমার শুটিং চলছে। রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন, হেরে গিয়ে আবার দিদি নম্বর ওয়ান চলে যাবে। রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ। ওঁর জন্য আমার কষ্ট হচ্ছে ৷"

রচনা সেই প্রসঙ্গে বলেন, "আমি ছুটি নিয়ে আসিনি। আমি ওঁর মতো নই ৷ ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে। আমি রাজনীতিতে নতুন কিন্তু যা করব, মন থেকে করব ৷ আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায়।" কয়েক দিন আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয়। আর সেই গরুর দুধ থেকে ভালো দই হয়। আমি যখনই বাড়ি যাব তখন দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে বলেন, "খুব ভালো ঘুগনি। আমার বাড়ির থেকেও ভালো। আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।"

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা । মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা বলেছেন ৷ সেই জন্য উনি দেখাচ্ছেন যুবসমাজকে ঘুগনি বিক্রি করে কর্মসংস্থান করার। হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত । কাউকে ভুল বোঝালে চলবে না ৷ এসব করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে নেওয়ার ছল করছে। এতে কোনও লাভ হবে না। উনি রাজনীতি জানেন না। রাজনীতিতে আসার আগে সন্দেশখালিতে যাওয়া উচিত ছিল ওনার ।"

আরও পড়ুন:

  1. রাঁধলেন লকেট, পরিবেশনে রচনা; হুগলিতে সেরা হওয়ার লড়াইয়ে ভিন্ন অবতারে 'দিদি'রা
  2. সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন'
  3. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.