ETV Bharat / state

85 বা তার ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেবে নির্বাচন কমিশন - voting system for people

Voting System for People of 85 years and above: 85 বা তার ঊর্ধ্ব বয়সি ভোটারদের জন্য এবার বাড়ি গিয়ে ভোট নেবে নির্বাচন কমিশন ৷ এতদিন নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হত প্রবীণ নাগরিকদের। এবার কমিশন এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 1:33 PM IST

কলকাতা, 8 মার্চ: মার্চ-এপ্রিলের দাবদাহের মধ্যেই দেশের লোকসভা নির্বাচন । তবে আবহাওয়ার পারদ চড়লেও ভোট দেওয়ার অধিকার কোনও ভোটারই কখনও ছাড়ে না । তবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কড়া রোদের মধ্যে ভোটের লম্বা লাইনে দাড়িয়ে ভোট দেওয়াটা কঠিন হয়ে পড়ে। তাই এবার তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করল নির্বাচন কমিশন। এবার তাঁরা বাড়িতে বসেই নিজের ভোট নিজে দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন। বয়স্ক ভোটারদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এবার থেকে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন। যদি কোনও ভোটারের বয়স 85 বা তার বেশি হয় তবে তাঁর বাড়িতে পৌঁছে যাবে কমিশনের আধিকারিকরা।

জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, এতদিন একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হত প্রবীণ নাগরিকদের। তবে এবার কমিশন এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। আর এই নির্দেশিকা অনুসারে এই প্রথমবার নির্বাচন কমিশন 85 ঊর্ধ্ব ভোটারের বাড়িতে 12-ডি ফর্ম নিয়ে নিজেরাই হাজির হবে। যে এলাকায় 85 বা তার বেশি বয়সী ভোটার রয়েছে সেই ভোটারের বাড়িতে এলাকার বুথ লেভেল আধিকারিক পৌঁছে যাবেন 12-ডি ফর্ম নিয়ে ৷ তিনিই সংশ্লিষ্ট ভোটারকে দিয়ে ফর্মটি পূরণ করিয়ে কমিশনে জমা দেবে। তারপর সেই ফর্মটি রিটার্নিং অফিসার পরীক্ষা করে সম্মতি দেবেন।

এরপর ভোটের নির্দিষ্ট দিনে একেবারে বাড়িতে পৌঁছে যাবে কমিশনের লোকরা ৷ ভোটারের বাড়িতে তাঁর ভোট সংগ্রহ করতে যাবেন কমিশনের আধিকারিকরা। ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং সঙ্গে চারজন কেন্দ্রীয় বাহিনী সেই বয়স্ক ভোটারের বাড়ি গিয়ে গোপনীয়তা অবলম্বন করে ভোট সংগ্রহ করবেন বলে কমিশন সূত্রে খবর। তবে এক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করা হবে। তারপর ভোটারের সামনেই ব্যালট পেপারটি কমিশনের সিল বন্ধ খামে নিয়ে যাওয়া হবে। একেবারে গণনার দিনে সেই খাম খোলা হবে।

প্রসঙ্গত, করোনাকালে সংক্রমণের ভয় বয়স্ক ভোটারদের যাতে বুথে গিয়ে ভোট দিতে না হয় তাই এই নিয়ম চালু করা হয়েছিল। তবে তখন 80 বছর এবং তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে এই নিয়ম চালু ছিল। তবে এই বছর থেকে করোনার সময় চালু নিয়মকেই কিছুটা রদবদল করে লাগু করা হল। তথ্য অনুসারে এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় 4 লক্ষ 86 হাজার ভোটার।

কলকাতা, 8 মার্চ: মার্চ-এপ্রিলের দাবদাহের মধ্যেই দেশের লোকসভা নির্বাচন । তবে আবহাওয়ার পারদ চড়লেও ভোট দেওয়ার অধিকার কোনও ভোটারই কখনও ছাড়ে না । তবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কড়া রোদের মধ্যে ভোটের লম্বা লাইনে দাড়িয়ে ভোট দেওয়াটা কঠিন হয়ে পড়ে। তাই এবার তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করল নির্বাচন কমিশন। এবার তাঁরা বাড়িতে বসেই নিজের ভোট নিজে দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন। বয়স্ক ভোটারদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এবার থেকে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন। যদি কোনও ভোটারের বয়স 85 বা তার বেশি হয় তবে তাঁর বাড়িতে পৌঁছে যাবে কমিশনের আধিকারিকরা।

জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, এতদিন একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হত প্রবীণ নাগরিকদের। তবে এবার কমিশন এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। আর এই নির্দেশিকা অনুসারে এই প্রথমবার নির্বাচন কমিশন 85 ঊর্ধ্ব ভোটারের বাড়িতে 12-ডি ফর্ম নিয়ে নিজেরাই হাজির হবে। যে এলাকায় 85 বা তার বেশি বয়সী ভোটার রয়েছে সেই ভোটারের বাড়িতে এলাকার বুথ লেভেল আধিকারিক পৌঁছে যাবেন 12-ডি ফর্ম নিয়ে ৷ তিনিই সংশ্লিষ্ট ভোটারকে দিয়ে ফর্মটি পূরণ করিয়ে কমিশনে জমা দেবে। তারপর সেই ফর্মটি রিটার্নিং অফিসার পরীক্ষা করে সম্মতি দেবেন।

এরপর ভোটের নির্দিষ্ট দিনে একেবারে বাড়িতে পৌঁছে যাবে কমিশনের লোকরা ৷ ভোটারের বাড়িতে তাঁর ভোট সংগ্রহ করতে যাবেন কমিশনের আধিকারিকরা। ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং সঙ্গে চারজন কেন্দ্রীয় বাহিনী সেই বয়স্ক ভোটারের বাড়ি গিয়ে গোপনীয়তা অবলম্বন করে ভোট সংগ্রহ করবেন বলে কমিশন সূত্রে খবর। তবে এক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করা হবে। তারপর ভোটারের সামনেই ব্যালট পেপারটি কমিশনের সিল বন্ধ খামে নিয়ে যাওয়া হবে। একেবারে গণনার দিনে সেই খাম খোলা হবে।

প্রসঙ্গত, করোনাকালে সংক্রমণের ভয় বয়স্ক ভোটারদের যাতে বুথে গিয়ে ভোট দিতে না হয় তাই এই নিয়ম চালু করা হয়েছিল। তবে তখন 80 বছর এবং তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে এই নিয়ম চালু ছিল। তবে এই বছর থেকে করোনার সময় চালু নিয়মকেই কিছুটা রদবদল করে লাগু করা হল। তথ্য অনুসারে এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় 4 লক্ষ 86 হাজার ভোটার।

আরও পড়ুন:

জেলার সবচেয়ে প্রবীণ ভোটারের মৃত্যু, শ্রদ্ধা জানালেন মন্ত্রী

বিজেপির প্রস্তাব ফেরালেন চিকিৎসক কুণাল সরকার, অসন্তুষ্ট প্রাক্তন বিচারপতির যোগদানে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.