ETV Bharat / state

'আমার দফতরে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছিলাম'; হিরণ প্রসঙ্গে ঘাটালে বিস্ফোরক অভিষেক - LOK SABHA ELECTIONS 2024 - LOK SABHA ELECTIONS 2024

Lok Sabha Election 2024: হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই প্রসঙ্গেই ঘাটালের বিজেপি প্রার্থীকে 'দু’নম্বরি' বলে নিশানা করলেন তৃণমূলের 'নম্বর-টু' ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 8:03 PM IST

ভূপতিনগরে এনআইএ অভিযান ঘিরে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা অভিষেকের

ঘাটাল, 7 এপ্রিল: ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবের হয়ে রবিবার রোড-শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেখানেই দেবের প্রতিদ্বন্দ্বী তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ অভিষেক দাবি করলেন, 6-8 মাস আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে হাজির হয়েছিলেন হিরণ ৷ কিন্তু, তিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন ৷

রাজনৈতিকমহলের কানাঘুষোয় শোনা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ তৃণমূলে যোগদানের ইচ্ছেও প্রকাশ করেছিলেন অভিষেকের কাছে ৷ কিন্তু, প্রকাশ্যে কোনওদিনই এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি কেউই ৷ এদিন সেই আড়-ভাঙলেন অভিষেক নিজেই ৷ দেবের হয়ে শনিতে ঘাটালে রোড-শো'য়ের পর হিরণের 'কানাঘুষো' খবরে সিলমোহর দিয়ে দিলেন তিনি ৷

অভিষেক বলেন, "বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে ? আমার দফতরে এসেছিল 6-8 মাস আগে ৷ তৃণমূলে যোগদান করবে বলে ৷ দরজা বন্ধ করে দিয়েছি ৷ ঢুকতে দিইনি ৷ তারও সিসিটিভি ফুটেজ আছে ৷ আমি তাঁকে বলব, বেশি মিথ্যে কথা বলতে নেই... সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাতে নেমেছে ৷ আমি বলব আগে খড়গপুর সামলাও, তারপর ঘাটাল নিয়ে ভাববে ৷ খড়গপুর সামলাতে পারে না, ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে ৷ বিজেপির লোকজন তাঁকে পছন্দ করে না ৷ কেন ? একজন 'দু’নম্বর' লোক, যাঁর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু’নম্বরি ৷ আবার বলেছে, 'আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি ৷' মিডিয়ার সমানে বলে দেখাও, তাহলে আমিও সিসিটিভিটা ছাড়ব ৷"

ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের অনুমোদন না-দেওয়ার অভিযোগে সরব হন অভিষেক ৷ দেবের সমর্থনে তিনি বলেন, "যিনি মানুষের হয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিতে সংসদে আওয়াজ তুলছে, তাঁকে ইডি ডেকে পাঠাচ্ছে ৷ যিনি মানুষের পাশে থেকে কাজ করেন, তাঁকে ইডি ডাকছে ৷ আর যে কাগজে মুড়ে টাকা নেয় ৷ তাঁকে আরও তোলবাজির সুযোগ করে দিচ্ছে ৷" এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিশানা করেছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:

  1. দেবকে হাতের নাগালে না-পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা
  2. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  3. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব

ভূপতিনগরে এনআইএ অভিযান ঘিরে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা অভিষেকের

ঘাটাল, 7 এপ্রিল: ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবের হয়ে রবিবার রোড-শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেখানেই দেবের প্রতিদ্বন্দ্বী তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ অভিষেক দাবি করলেন, 6-8 মাস আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে হাজির হয়েছিলেন হিরণ ৷ কিন্তু, তিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন ৷

রাজনৈতিকমহলের কানাঘুষোয় শোনা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ তৃণমূলে যোগদানের ইচ্ছেও প্রকাশ করেছিলেন অভিষেকের কাছে ৷ কিন্তু, প্রকাশ্যে কোনওদিনই এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি কেউই ৷ এদিন সেই আড়-ভাঙলেন অভিষেক নিজেই ৷ দেবের হয়ে শনিতে ঘাটালে রোড-শো'য়ের পর হিরণের 'কানাঘুষো' খবরে সিলমোহর দিয়ে দিলেন তিনি ৷

অভিষেক বলেন, "বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে ? আমার দফতরে এসেছিল 6-8 মাস আগে ৷ তৃণমূলে যোগদান করবে বলে ৷ দরজা বন্ধ করে দিয়েছি ৷ ঢুকতে দিইনি ৷ তারও সিসিটিভি ফুটেজ আছে ৷ আমি তাঁকে বলব, বেশি মিথ্যে কথা বলতে নেই... সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাতে নেমেছে ৷ আমি বলব আগে খড়গপুর সামলাও, তারপর ঘাটাল নিয়ে ভাববে ৷ খড়গপুর সামলাতে পারে না, ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে ৷ বিজেপির লোকজন তাঁকে পছন্দ করে না ৷ কেন ? একজন 'দু’নম্বর' লোক, যাঁর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু’নম্বরি ৷ আবার বলেছে, 'আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি ৷' মিডিয়ার সমানে বলে দেখাও, তাহলে আমিও সিসিটিভিটা ছাড়ব ৷"

ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের অনুমোদন না-দেওয়ার অভিযোগে সরব হন অভিষেক ৷ দেবের সমর্থনে তিনি বলেন, "যিনি মানুষের হয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিতে সংসদে আওয়াজ তুলছে, তাঁকে ইডি ডেকে পাঠাচ্ছে ৷ যিনি মানুষের পাশে থেকে কাজ করেন, তাঁকে ইডি ডাকছে ৷ আর যে কাগজে মুড়ে টাকা নেয় ৷ তাঁকে আরও তোলবাজির সুযোগ করে দিচ্ছে ৷" এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিশানা করেছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:

  1. দেবকে হাতের নাগালে না-পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা
  2. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  3. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.