ETV Bharat / state

পরীক্ষার আগে রহস্যজনকভাবে উধাও উচ্চমাধ্যমিকের ছাত্রী, ফের আতঙ্ক মালদায়

Student Missing in Malda: বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ উচ্চমাধ্যমিকের ছাত্রী ৷ ক'দিন বাদে পরীক্ষা ৷ তার আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় চিন্তায় পরিবার ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 3:17 PM IST

মালদা, 9 ফেব্রুয়ারি: মালদা শহরে কিশোরীকে অপহরণের পর ধড়-মুণ্ডু আলাদা করে খুনের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এরই মধ্যে বিকেলবেলা বাড়ি থেকে দোকানে জিনিস কিনতে গিয়ে উধাও হয়ে গেলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাজোল থানা এলাকায় ৷ এই ঘটনায় বুধবার বিবাহিত ওই ছাত্রীর বাপের বাড়ির তরফে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত সেই পরীক্ষার্থীর কোনও সন্ধান পায়নি পুলিশ ৷ এই খবর চাউর হতেই ফের আতঙ্কের রেশ জেলাজুড়ে ৷

নিখোঁজ পরীক্ষার্থীর বয়স 19 বছর ৷ বছর দেড়েক আগে ভূতনি থানা এলাকায় তাঁর বিয়ে হয় ৷ যদিও বিয়ের পর পড়াশোনার জন্য বাপের বাড়িতেই থাকতেন তিনি ৷ স্থানীয় শ্যামসুখী বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী ৷ আগামী 16 ফেব্রুয়ারি থেকে তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে ৷ মঙ্গলবার বিকেলে কিছু জিনিস কিনতে বাড়ির কাছেই একটি দোকানে গিয়েছিলেন ৷ তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই ৷

নিখোঁজ ছাত্রীর মায়ের বক্তব্য, মঙ্গলবার বেলা সাড়ে 11টা নাগাদ মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে ৷ বিকেল চারটে নাগাদ ফিরে আসে ৷ আমি অসুস্থ ৷ ওষুধ চলছে ৷ ওষুধের প্রভাবে ঘুমও হয় ৷ সেদিনও মেয়ে ঘরে ফেরার সময় আমি ঘুমিয়েছিলাম ৷ বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে ও দোকানে যায় ৷ খানিকবাদে আমি ওকে চা খাওয়ার জন্য ফোন করি ৷ তখন ও আমার ফোন ধরেছিল ৷ ওকে বাড়ি আসতে বলি ৷ ও ঘরে না ফেরায় মিনিট কয়েক পর ওকে ফের ফোন করি ৷ তখন থেকে মেয়ের ফোনের সুইচ অফ ৷ মেয়ে আর ঘরে ফিরে আসেনি ৷ নিজে অসুস্থ বলেই আমি নাবালিকা অবস্থাতেই মেয়ের বিয়ে দিয়েছিলাম ৷ তবে তার আগে জামাইয়ের সঙ্গে চুক্তি করে নিই, ও সাবালিকা হলে তারপর শ্বশুরবাড়ি যাবে ৷ এই ঘটনায় একটি ছেলের উপর আমার সন্দেহ রয়েছে ৷ মাঝে মধ্যে ওই ছেলেটি আমাকে ফোন করে হুমকি দিত ৷ যদিও আমি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি ৷ ও আমাকে ফোন করে জানিয়েছিল, মেয়েকে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাবে ৷ আমরা ওর কিছু করতে পারব না ৷ আমার ধারণা, সেই ছেলেটিই কিছু করেছে ৷ ছেলেটির বাড়ি ইংরেজবাজারের অমৃতিতে ৷"

বোনের নিখোঁজের বিষয়ে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন দাদা ৷ তাঁর কথায়, "সেদিন কিছু খাবার কিনতে বোন দোকানে গিয়েছিল ৷ তারপর আর বাড়ি ফেরেনি ৷ ওর ফোন সেদিন থেকেই সুইচ অফ ৷ প্রথমে ভেবেছিলাম, কোনও বন্ধুর বাড়ি গিয়েছে ৷ কিন্তু সারারাত সে বাড়ি ফেরেনি ৷ পরদিন সকালেও ঘরে না ফেরায় আমি থানায় অভিযোগ জানাই ৷ পুলিশ সেদিন সন্ধেয় এসে তদন্ত চালায় ৷ আজও পুলিশ তদন্তে এসেছিল ৷ এই ঘটনায় একটি ছেলের উপর আমাদের সন্দেহ রয়েছে ৷ পুলিশকে সব জানানো হয়েছে ৷ এখনও বোনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷"

গাজোল থানার পুলিশ জানিয়েছে, বিভিন্ন সূত্র ধরে ওই ছাত্রীকে উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ অভিযুক্ত যুবকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে ৷ কিন্তু সে নিজের বাড়িতে নেই ৷ গুরুত্ব দিয়েই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন :

  1. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  2. অকুস্থলেই পড়ে নিহতের চশমা-মদের বোতল, বৃষ্টিতে নমুনা নষ্টের আশঙ্কা, মালদায় কিশোরী খুনের পুলিশি তদন্তে প্রশ্ন
  3. বোনকে খুনের কথা স্বীকার মাদকাসক্ত দাদার, মালদা শহরজুড়ে চলছে মাদক বিরোধী প্রচার

মালদা, 9 ফেব্রুয়ারি: মালদা শহরে কিশোরীকে অপহরণের পর ধড়-মুণ্ডু আলাদা করে খুনের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এরই মধ্যে বিকেলবেলা বাড়ি থেকে দোকানে জিনিস কিনতে গিয়ে উধাও হয়ে গেলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাজোল থানা এলাকায় ৷ এই ঘটনায় বুধবার বিবাহিত ওই ছাত্রীর বাপের বাড়ির তরফে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত সেই পরীক্ষার্থীর কোনও সন্ধান পায়নি পুলিশ ৷ এই খবর চাউর হতেই ফের আতঙ্কের রেশ জেলাজুড়ে ৷

নিখোঁজ পরীক্ষার্থীর বয়স 19 বছর ৷ বছর দেড়েক আগে ভূতনি থানা এলাকায় তাঁর বিয়ে হয় ৷ যদিও বিয়ের পর পড়াশোনার জন্য বাপের বাড়িতেই থাকতেন তিনি ৷ স্থানীয় শ্যামসুখী বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী ৷ আগামী 16 ফেব্রুয়ারি থেকে তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে ৷ মঙ্গলবার বিকেলে কিছু জিনিস কিনতে বাড়ির কাছেই একটি দোকানে গিয়েছিলেন ৷ তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই ৷

নিখোঁজ ছাত্রীর মায়ের বক্তব্য, মঙ্গলবার বেলা সাড়ে 11টা নাগাদ মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে ৷ বিকেল চারটে নাগাদ ফিরে আসে ৷ আমি অসুস্থ ৷ ওষুধ চলছে ৷ ওষুধের প্রভাবে ঘুমও হয় ৷ সেদিনও মেয়ে ঘরে ফেরার সময় আমি ঘুমিয়েছিলাম ৷ বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে ও দোকানে যায় ৷ খানিকবাদে আমি ওকে চা খাওয়ার জন্য ফোন করি ৷ তখন ও আমার ফোন ধরেছিল ৷ ওকে বাড়ি আসতে বলি ৷ ও ঘরে না ফেরায় মিনিট কয়েক পর ওকে ফের ফোন করি ৷ তখন থেকে মেয়ের ফোনের সুইচ অফ ৷ মেয়ে আর ঘরে ফিরে আসেনি ৷ নিজে অসুস্থ বলেই আমি নাবালিকা অবস্থাতেই মেয়ের বিয়ে দিয়েছিলাম ৷ তবে তার আগে জামাইয়ের সঙ্গে চুক্তি করে নিই, ও সাবালিকা হলে তারপর শ্বশুরবাড়ি যাবে ৷ এই ঘটনায় একটি ছেলের উপর আমার সন্দেহ রয়েছে ৷ মাঝে মধ্যে ওই ছেলেটি আমাকে ফোন করে হুমকি দিত ৷ যদিও আমি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি ৷ ও আমাকে ফোন করে জানিয়েছিল, মেয়েকে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাবে ৷ আমরা ওর কিছু করতে পারব না ৷ আমার ধারণা, সেই ছেলেটিই কিছু করেছে ৷ ছেলেটির বাড়ি ইংরেজবাজারের অমৃতিতে ৷"

বোনের নিখোঁজের বিষয়ে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন দাদা ৷ তাঁর কথায়, "সেদিন কিছু খাবার কিনতে বোন দোকানে গিয়েছিল ৷ তারপর আর বাড়ি ফেরেনি ৷ ওর ফোন সেদিন থেকেই সুইচ অফ ৷ প্রথমে ভেবেছিলাম, কোনও বন্ধুর বাড়ি গিয়েছে ৷ কিন্তু সারারাত সে বাড়ি ফেরেনি ৷ পরদিন সকালেও ঘরে না ফেরায় আমি থানায় অভিযোগ জানাই ৷ পুলিশ সেদিন সন্ধেয় এসে তদন্ত চালায় ৷ আজও পুলিশ তদন্তে এসেছিল ৷ এই ঘটনায় একটি ছেলের উপর আমাদের সন্দেহ রয়েছে ৷ পুলিশকে সব জানানো হয়েছে ৷ এখনও বোনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷"

গাজোল থানার পুলিশ জানিয়েছে, বিভিন্ন সূত্র ধরে ওই ছাত্রীকে উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ অভিযুক্ত যুবকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে ৷ কিন্তু সে নিজের বাড়িতে নেই ৷ গুরুত্ব দিয়েই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন :

  1. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  2. অকুস্থলেই পড়ে নিহতের চশমা-মদের বোতল, বৃষ্টিতে নমুনা নষ্টের আশঙ্কা, মালদায় কিশোরী খুনের পুলিশি তদন্তে প্রশ্ন
  3. বোনকে খুনের কথা স্বীকার মাদকাসক্ত দাদার, মালদা শহরজুড়ে চলছে মাদক বিরোধী প্রচার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.